মনের জেদ আর অদম্য ইচ্ছাশক্তির দরুন সমস্ত প্রতিকুলতাকে হারিয়ে হাজার দরিদ্রতার মধ্যেও এবছর ন্যাশনাল টেস্টিং এজেন্সি(NEET-UG) তাক লাগানো রেজাল্ট করেছে 19 বছর বয়সী সাঙ্গাভি গ্রামের প্রথম উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস করা এক আদিবাসী মেয়ে। এই মেয়ে দেখিয়ে দিয়েছে দরিদ্রতা ও প্রতিকূলতা কিছুই নয় ইচ্ছাশক্তি’ দ্বারাই সবকিছু করা সম্ভব।সাঙ্গাভি মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তার আদিবাসী সম্প্রদায়কে গর্বিত করেছেন।
সাঙ্গাভি ছিলেন মালাসর উপজাতি সম্প্রদায়ের এক মেয়ে, তিনি থাকতেন মধুকরইতে। তিনি অত্যন্ত গরিব পরিবারের মেয়ে এবং তিনি প্রথম যে তার গ্রামে উচ্চ মাধ্যমিক পাস করেছে।
তিনি জানিয়েছেন তার বাবা নেই মারা গেছেন, লকডাউনে প্রচুর সমস্যা হয়েছিল তাদের। ইতিমধ্যে তার মা আংশিক দৃষ্টিশক্তি হারিয়েছে। সাঙ্গাভি কঠিন এই পরিস্থিতির মধ্যে সংসারের হাল সামলেছে সঙ্গে তার পড়াশোনা চালিয়ে গেছে। তার যাত্রা অনেকটাই কঠিন ছিল।
এই পরিস্থিতিতে তিনি একটি ভালো মেডিকেল কলেজে চান্স পাওয়ার আশাবাদী। এই নিয়ে দু বার পরীক্ষায় বসে ছিলেন সাঙ্গাভি এবং সবশেষে দ্বিতীয়বারে সফল হন তিনি। 2021 সালের জন্য তফসিলি উপজাতি প্রার্থীদের জন্য কাট-অফ নম্বর হল 108 থেকে 137।
NEET পরীক্ষা হল এমন এক পরীক্ষা যেখানে আপনাদের স্নাতক মেডিকেল ও ডেন্টাল কোর্স এর জন্য প্রবেশিকা পরীক্ষা নেওয়া হয়।
আরো পড়ুন: Bandhan Bank recruitment| প্রচুর শূন্য পদে কর্মী নিয়োগ| আবেদন করলেই চাকরি
WB ICDS Anganwadi Recruitment 2021-2022 (icdswb.in) Total 20000 Vacancies apply now
আরো পড়ুন: পশ্চিমবঙ্গের ডাটা এন্ট্রি পদে প্রচুর কর্মী নিয়োগ
আরো পড়ুন: পশ্চিমবঙ্গে প্রচুর কর্মসংস্থানের সুযোগ|
WB ICDS Anganwadi Recruitment 2021-2022 (icdswb.in) Total 20000 Vacancies apply now
আরো পড়ুন: পশ্চিমবঙ্গের ডাটা এন্ট্রি পদে প্রচুর কর্মী নিয়োগ
আরো পড়ুন: পশ্চিমবঙ্গে প্রচুর কর্মসংস্থানের সুযোগ|