দীর্ঘ অপেক্ষা ও প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে রাজ্যে খুলতে যাচ্ছে রাজ্যের সমস্ত স্কুল ও কলেজ।করোনার জন্য রাজ্যে প্রায় দীর্ঘ আট মাস ধরে বন্ধ রয়েছে সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান ও স্কুল-কলেজ ।তাই ছাত্রছাত্রীরা বিরাট সমস্যার সম্মুখীন হচ্ছেন ।আর এরকম পরিস্থিতি চলতে থাকলে দেশের শিক্ষাব্যবস্থা একেবারেই ভেঙ্গে পড়বে।ছাত্র-ছাত্রীদের কথা মাথায় রেখেই অবশেষে রাজ্য সরকার খুলতে যাচ্ছে রাজ্যের সমস্ত স্কুল-কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানে।আগামী বুধবার শিক্ষামন্ত্রীর বৈঠক করবেন রাজ্যের সমস্ত উপাচার্যদের সঙ্গে এবং তার পরেই তিনি স্কুল-কলেজ খোলার সিদ্ধান্ত গ্রহণ করবেন এবং সরকারিভাবে তারপরে ঘোষণা করে দেওয়া হবে কবে থেকে স্কুল কলেজ খুলতে পারে।
অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রাজ্যে খুলতে যাচ্ছে সমস্ত স্কুল-কলেজ ও যাবতীয় শিক্ষাপ্রতিষ্ঠান
Updated on:
বছরের শেষ এবং সেশন শেষ হয়ে যাচ্ছে আর এই পরিস্থিতিতে সরকার খুলতে যাচ্ছে সমস্ত স্কুল-কলেজ এবং যানা যাচ্ছে প্রতিটি স্কুল কলেজ খোলার পর এই প্রতিটি স্কুলের ছাত্র-ছাত্রীদের পরবর্তী ক্লাসে উত্তীর্ণ করা হবে।খুব সম্ভবত এই ডিসেম্বর মাসেই খুলতে যাচ্ছে রাজ্যের সমস্ত স্কুল-কলেজ ও যাবতীয় শিক্ষাপ্রতিষ্ঠান।তবে পাকাপাকিভাবে কবে রাজ্যের সমস্ত স্কুল কলেজ খুলবে তা এখনও বলা যাচ্ছে না শিক্ষামন্ত্রী উপাচার্যের সঙ্গে বৈঠক করে তার পরেই তিনি সরকারিভাবে ঘোষণা করবেন কবে স্কুল কলেজ খোলা যায় ।এই পরিস্থিতিতে অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের মনে আনন্দের উচ্ছ্বাস দেখা যাচ্ছে।ছাত্র-ছাত্রীরা দীর্ঘদিন পর অবশেষে স্কুল ও কলেজে যেতে পারবে।