অবশেষে ন্যূনতম যোগ্যতায় বিপুল পরিমাণে গ্রুপ সি পদে কর্মী নিয়োগ | WB Group-C Recruitment 2022

 পশ্চিমবঙ্গের বেকার চাকরিপ্রার্থীদের জন্য আবারও নতুন একটি সুখবর। বেশ কিছুদিন ধরে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আমাদের দেশের বা রাজ্যের বেকার যুবক যুবতীদের চিন্তার অবসান ঘটিয়ে তাদের মুখে হাসি ফোটানোর জন্য বেশ কয়েকটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর এবারে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ নূন্যতম যোগ্যতায় পশ্চিমবঙ্গে প্রচুর পরিমাণে জুনিয়র টেকনিশিয়ান পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রাজ্যের যে কোনো প্রান্তের বেকার চাকরিপ্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। তাহলে চলুন আর দেরি না করে দ্রুত এই এই নিয়োগের বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক।

আবেদন পদ্ধতি:- এই দপ্তরে আবেদন করতে হলে আপনাকে অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এবং তার জন্য যা যা করতে হবে সেগুলি হল-

১) প্রথমে এই বিজ্ঞপ্তির নীচে দেওয়া অফিসিয়াল নোটিফিকেশন টিকে ডাউনলোড করতে হবে।

২) তারপর সেই নোটিফিকেশন এর শেষের দিকে এই দপ্তরে আবেদন করার অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটি দেখতে পাবেন।

৩) এরপর সেখানে আপনার নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, জেন্ডার, বয়স, ঠিকানা, আধার নম্বর, একটি বৈধ ইমেল আইডি ও ফোন নাম্বার ইত্যাদি লিখে ফর্ম টিকে ফিলাপ করে ফেলুন।

৪) এরপর আপনার নিজের একটি পাসপোর্ট সাইজের ফটো স্ক্যান করে ফর্মের নির্দিষ্ট স্থানে আপলোড করে দিন। এবং সেই সঙ্গে আপনার নিজের একটি স্ক্যান করা সিগনেচার ফর্মের নির্দিষ্ট স্থানে আপলোড করে দিন।

৫) এরপর আপনার বাম হাতের বুড়ো আঙ্গুল এর ছাপ স্ক্যান করে ফর্মের নির্দিষ্ট স্থানে আপলোড করে দিন এবং সেই সঙ্গে একটি সেল্ফ ডিক্লিয়ারেশন লেটার স্ক্যান করে ফর্মের নির্দিষ্ট স্থানে আপলোড করে দিন।

৬) সবশেষে আপনার নিজের যাবতীয় প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি স্ক্যান করে ফর্মের সাথে যুক্ত করে সাবমিট বাটনে ক্লিক করলেই আপনার অ্যাপ্লিকেশন Done।

আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস:-

আবেদন করার জন্য ফর্মের সঙ্গে যেসব প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি যুক্ত করে জমা করতে হবে সেগুলি হল-

১) বয়সের প্রমানপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড।

২) দেশের নাগরিক হিসেবে আধার কার্ড এবং ভোটার কার্ড।

৩) আপনার নিজের যাবতীয় শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস।

৪) কাস্ট সার্টিফিকেট যদি থাকে।

৫)ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে।

৬) এক কপি পাসপোর্ট সাইজের ফটো।

৭) এবং একটি সেলফ ডিক্লিয়ারেশন লেটার।

৮) এবং অ্যাপ্লিকেশন ফিস হিসেবে General, OBC এবং EWS প্রার্থীদের জন্য ৬০০ টাকা 

এবং SC, ST, PWD প্রার্থীদের জন্য ২০০ টাকা।

নির্বাচন পদ্ধতি:- এই দপ্তরে আবেদনকারী চাকরিপ্রার্থীদের আবেদন পত্র জমা পড়ার পর প্রার্থীদের একটি ১২০ নম্বরের লিখিত পরীক্ষার জন্য ডেকে নেওয়া হবে।এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন তাদের স্কিল টেস্ট ও ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। এই সব কিছুতে যারা উত্তীর্ণ হবেন তাদের সরাসরি চাকরিতে নিয়োগ করা হবে।

শূন্যপদগুলির নাম:- এখানে আবেদনকারী সফল চাকরিপ্রার্থীদের যে যে পদে নিয়োগ করা হবে সেগুলি হল- 

Junior Technician (Technical), Junior Technician (Control), Junior Technician (Tech Support Design), Junior Technician ( Machine Shop), Junior Technician (Electrical), Junior Technician (Electronics), Junior Technician (Store) এবং Junior Technician (CSD)।

আবেদনের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও বয়স:-

 কেন্দ্রীয় সরকারের এই দপ্তরে চাকরির জন্য আবেদন জানাতে হলে চাকরিপ্রার্থীকে যে কোনো কেন্দ্রীয় সরকারের অধীনস্থ প্রতিষ্ঠান থেকে যে কোনো বিভাগে I.T.I পাস করে থাকতে হবে। উপরিউক্ত সমস্ত পদের জন্য এই এক ই রকম শিক্ষাগত যোগ্যতা প্রযোজ্য। এবং এই সব কটি পদের ক্ষেত্রেই আবেদনকারীর বয়স হতে হবে ১৮-২৫ বছরের মধ্যে। তবে SC, ST OBC ও PWD শ্রেনীর প্রার্থীরা নিয়মানুযায়ী বয়সের ছাড় পাবেন।

আবেদনের সময় সীমা:- গত ৮/১০/২০২২ তারিখ থেকে এই দপ্তরে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এবং এই আবেদন চলবে আগামী ৮/১১/২০২২ তারিখ পর্যন্ত। তাই এই পদের জন্য যোগ্য ও ইচ্ছুক প্রার্থীদের আর দেরি না করে চটপট আবেদন করার জন্য অনুরোধ করা হচ্ছে কারণ আবেদনের সময় সীমা এ গেলে আবেদন পত্র গ্ৰাহ্য হবে না।


OFFICIAL NOTICE: CLICK HERE
APPLY NOW: CLICK HERE

MORE JOB NEWS: CLICK HERE

চাকরির সম্বন্ধীয় আরো বিস্তারিত খবরা খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন।
TELRGRAM CHANNEL:  CLICK HERE


Leave a Comment