অবশেষে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় আবারো ICDS অঙ্গওনারী কর্মী ও সহায়িকা নিয়োগ, অষ্টম ও মাধ্যমিক পাসেই আবেদন করুন | ICDS Anganwadi Recruitment 2022-23

By bengalpravakar.com

Published on:

 

বহু বছর আগেই সর্বশিক্ষা অভিযান মিশন শুরু করে নিরক্ষরতা দূরীকরণ করার লক্ষ্যে আমাদের দেশের সরকার দেশের প্রতিটি রাজ্যে ICDS বা অঙ্গনওয়ারী প্রকল্পের মাধ্যমে সকল দারিদ্র্য সীমার নীচে বসবাসকারী পরিবারের শিশুদের সম্পূর্ণ বিনামূল্যে শিক্ষা দান ও পেট ভরে খাবার খাওয়ানোর নিয়ম চালু করেছিলেন। সেই থেকে এখনও পর্যন্ত এই প্রকল্প চলে আসছে। প্রতি বছরই দেশের প্রতিটি রাজ্যে এই অঙ্গনওয়ারী প্রকল্পের যাবতীয় কাজ পরিচালনা করার জন্য প্রচুর সংখ্যক কর্মী নিয়োগ করা হয়ে থাকে। কারন পর্যাপ্ত পরিমাণ কর্মী না থাকলে এই প্রকল্পের কাজ কর্ম পরিচালনার ক্ষেত্রে চরম সমস্যা দেখা দেবে। ঠিক সেই ভাবেই বর্তমানে পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় ICDS বা অঙ্গনওয়ারী প্রকল্পে প্রয়োজনের তুলনায় কর্মীর সংখ্যা এতটাই কমে গেছে যে এই প্রকল্প সম্পর্কিত কিছু কাজকর্ম পরিচালনার ক্ষেত্রে খুবই অসুবিধা হচ্ছে। আর তাই অতি দ্রুত এই সমস্যার সমাধান ঘটিয়ে সবকিছু সঠিকভাবে পরিচালনা করার জন্য পশ্চিমবঙ্গ সরকারের নারী ও শিশু কল্যাণ দপ্তরের তরফ থেকে রাজ্যের বেশ কিছু জেলার প্রতিটি পঞ্চায়েতে  ICDS বা অঙ্গনওয়ারী পদে কর্মী নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ন্যুনতম অষ্টম শ্রেণী ও মাধ্যমিক পাস যোগ্যতায় এখানে কর্মী নিয়োগ করা হবে বলে সংশ্লিষ্ট দপ্তর কর্তৃক প্রকাশিত অফিসিয়াল নোটিফিকেশনে জানানো হয়েছে। তাই রাজ্যের সকল ন্যুনতম অষ্টম শ্রেণী ও মাধ্যমিক পাস মহিলা চাকরিপ্রার্থীরা তো এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেনই এমনকি যারা আরও উচ্চশিক্ষার অধিকারী তারাও এখানে সমান ভাবে চাকরির জন্য আবেদনের যোগ্য। নীচে এই নিয়োগের বিষয়ে বিস্তারিত ভাবে আলোচনা করা হল।

শূন্যপদের নাম:-

পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের তরফ থেকে রাজ্যের বেশ কিছু জেলার পঞ্চায়েত অফিস গুলিতে যে যে পদে কর্মী নিয়োগ করা হবে বলে অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করে জানানো হয়েছে সেগুলি হল- 

• অঙ্গনওয়ারী কর্মী/ ওয়ার্কার

• অঙ্গনওয়ারী সহায়িকা/ হেলপার

শিক্ষাগত যোগ্যতা, বয়স ও বেতনের পরিমাণ:-

এই দপ্তরের পক্ষ থেকে প্রকাশিত উপরিউক্ত শূন্যপদ দুটিতে চাকরির জন্য আবেদন করতে হলে যে পদের ক্ষেত্রে একজন আবেদনকারী মহিলার যা যা শিক্ষাগত যোগ্যতা থাকা দরকার সেগুলি হল-

অঙ্গনওয়ারী কর্মী/ওয়ার্কার-

এই পদে চাকরির জন্য আবেদন করতে হলে আবেদনকারী মহিলা চাকরিপ্রার্থীকে অবশ্যই যে কোনো সরকার স্বীকৃত বোর্ড থেকে কমপক্ষে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় পাস করে থাকতে হবে। এক্ষেত্রে শর্ত কেবল একটাই আবেদনকারী মহিলাকে তিনি যে পঞ্চায়েতের হয়ে আবেদন করবেন সেই পঞ্চায়েতের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে। এই পদের জন্য আবেদন করতে হলে আবেদনকারীর বয়স হতে হবে ১/০১/২০২২ অনুযায়ী সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৪৫ বছরের মধ্যে। তবে SC, ST প্রার্থীরা ৫ বছর এবং OBC প্রার্থীরা ৩ বছর পর্যন্ত সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। এই পদের জন্য নির্বাচিত প্রার্থীদের চাকরিতে নিয়োগ করার পর প্রতি মাসে ৮,২৫০ টাকা করে বেতন দেওয়া হবে।

অঙ্গনওয়ারী হেলপার/সহায়িকা-

এই পদে চাকরির জন্য আবেদন করতে হলে আবেদনকারী মহিলা প্রার্থীকে অবশ্যই যে কোনো সরকারি স্কুল থেকে কমপক্ষে অষ্টম শ্রেণী পাস করে থাকতে হবে। এক্ষেত্রেও আবেদনকারী মহিলাকে তিনি যে পঞ্চায়েতের হয়ে আবেদন করবেন সেই পঞ্চায়েতের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে। এই পদের ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ১/০১/২০২২ অনুযায়ী সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৪৫ বছরের মধ্যে। এক্ষেত্রেও SC, ST প্রার্থীরা ৫ বছর এবং OBC প্রার্থীরা ৩ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবেন। এই পদের জন্য নির্বাচিত প্রার্থীদের চাকরিতে নিয়োগ করার পর প্রতি মাসে ৬,৩০০ টাকা করে বেতন দেওয়া হবে।

লিখিত পরীক্ষার সিলেবাস:-

লিখিত পরীক্ষার সিলেবাস থাকবে-

• ১৫ নম্বরের রচনা লেখা(অষ্টম শ্রেণী মানের ১৫০ শব্দের মধ্যে)।

• পাটিগণিত ২০ নম্বরের (অষ্টম শ্রেণী মানের)।

• পুষ্টি, স্বাস্থ্য ও নারীদের সামাজিক অবস্থান সংক্রান্ত প্রশ্ন ১৫ নম্বরের।

• ইংরেজি প্রাথমিক জ্ঞান ও সরল অনুবাদ (অষ্টম/নবম মানের) ২০ নম্বরের।

• সাধারণ জ্ঞানের প্রশ্ন ২০ নম্বরের।

এই লিখিত পরীক্ষায় সময় দেওয়া হবে ২ ঘন্টা।

আবেদন প্রক্রিয়া:-

রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের পক্ষ থেকে প্রকাশিত উপরিউক্ত শূন্যপদ দুটিতে চাকরির জন্য আবেদন করতে চাইলে আপনাদেরকে পুরোপুরি ভাবে অনলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা করতে হবে। তার জন্য যা যা করতে হবে সেগুলি হল-

• সর্বপ্রথম আপনাকে আমাদের বিজ্ঞপ্তির নীচে দেওয়া অফিসিয়াল নোটিফিকেশন লেখাটিতে ক্লিক করে নোটিফিকেশন টিকে ডাউনলোড করে নিয়ে সেটিকে শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে পড়তে হবে। 

• তারপর এই বিজ্ঞপ্তির নীচে অফিসিয়াল ওয়েবসাইট বলে যে লিঙ্ক টি দেওয়া হয়েছে সেখানে ক্লিক করে এই নিয়োগের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।

• এরপর সেখানে নিজের কিছু তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করে ফেলতে হবে।

• রেজিস্ট্রেশন complete হয়ে গেলে অ্যাপ্লিকেশান ফরম্যাট এর আকারে একটি নতুন window open হবে, সেখানে আপনার নিজের নাম, বাবা/ স্বামীর নাম, মায়ের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, জেন্ডার, জন্ম তারিখ, ঠিকানা, আধার নম্বর, একটি বৈধ ইমেল আইডি ও ফোন নাম্বার ইত্যাদি লিখে ফর্ম টিকে ফিলাপ করে ফেলুন।

• এরপর আপনার নিজের এক কপি পাসপোর্ট সাইজের ফটো ও আগে থেকে করে রাখা একটি সিগনেচারের ছবি তুলে স্ক্যান করে ফর্মের নির্দিষ্ট স্থানে আপলোড করে দিন।

• এরপর যারা হেলপার পদের জন্য আবেদন করবেন তারা অষ্টম শ্রেণী পাসের মার্কসীট ও সার্টিফিকেট এবং যারা ওয়ার্কার পদের জন্য আবেদন করবেন তারা মাধ্যমিকের মার্কসীট ও সার্টিফিকেট সহ অন্যান্য যদি আর কোনো শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে সেই সব কিছুর মার্কসীট ও সার্টিফিকেট সহ অন্যান্য সব প্রয়োজনীয় ডকুমেন্টস এর ছবি তুলে স্ক্যান করে আপলোড করে করে দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলেই অ্যাপ্লিকেশান complete।

• সবশেষে এই অ্যাপ্লিকেশান ফর্মের একটি সাদা A4 সাইজ পেপারে একটি প্রিন্ট আউট বের করে নিজেদের কাছে রেখে দেবেন।

প্রয়োজনীয় প্রমান পত্র:-

আবেদন পত্রের সঙ্গে যে সব প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি স্ক্যান করে আপলোড করে সাবমিট করতে হবে সেগুলি হল-

• মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট স্ক্যান করা।

• আধার কার্ড, ভোটার কার্ড এবং রেশন কার্ড স্ক্যান করা।

• হেলপার পদের ক্ষেত্রে অষ্টম শ্রেণী পাসের মার্কসীট ও সার্টিফিকেট এবং ওয়ার্কার পদের ক্ষেত্রে মাধ্যমিকের মার্কসীট ও সার্টিফিকেট স্ক্যান করা।

• কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে তা স্ক্যান করা।

• আবেদনকারী যে পঞ্চায়েতের বাসিন্দা সেই পঞ্চায়েত প্রদত্ত স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট।

• এক কপি পাসপোর্ট সাইজের ফটো স্ক্যান করা।

নিয়োগ পদ্ধতি:-

এখানে চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের প্রথমে একটি ৯০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে। এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন তাদের একটি শর্টলিস্ট করে একটি ১০ নম্বরের ইন্টারভিউ এবং ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য ডাকা হবে। শেষ পর্যন্ত এই লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ মিলিয়ে মোট ১০০ নম্বরের মধ্যে পাওয়া নম্বরের ভিত্তিতে একটি মেরিট লিস্ট প্রকাশ করা হবে। এবং এই লিস্ট অনুযায়ী যারা যোগ্য বলে বিবেচিত হবেন তাদেরকে বাছাই করে জয়েনিং লেটার পাঠিয়ে চাকরিতে নিয়োগ করবে রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর। 

আবেদন করার শেষ তারিখ:-

রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের পক্ষ থেকে প্রকাশিত উপরিউক্ত শূন্যপদ দুটির জন্য অনলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা নেওয়া  ৯/১২/২০২২ থেকে শুরু হচ্ছে। এবং এই প্রক্রিয়া চলবে আগামী ৭/০১/২০২২ পর্যন্ত। আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর কবে লিখিত পরীক্ষা নেওয়া হবে তা পরে জানিয়ে দেওয়া হবে এবং লিখিত পরীক্ষার ১০ দিন আগে Admit ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হবে পরীক্ষার্থীদের সেখান থেকে ডাউনলোড করে নিয়ে প্রিন্ট আউট বের করে নিতে হবে।


OFFICIAL NOTICE: CLICK HERE
APPLY NOW: CLICK HERE
MORE JOB NEWS: CLICK HERE

চাকরির সম্বন্ধীয় আরো বিস্তারিত খবরা খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন।
TELRGRAM CHANNEL:  CLICK HERE

Leave a Comment