অষ্টম শ্রেণী পাসে স্কুলের গ্রুপ ডি ও পিয়ন পদে কর্মী নিয়োগ | WB Group D recruitment

By bengalpravakar.com

Updated on:

 

রাজ্যের স্কুলের গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন এবং শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস করে থাকেন তাহলে আপনি এই চাকরির জন্য আবেদন করতে পারেন। এখানে আপনাকে কোন রকম পরীক্ষা দিতে হবে না সরাসরি ইন্টারভিউ (Walk-in-interview) এর মাধ্যমে নিয়োগ করা হবে। আপনি পশ্চিমবঙ্গের বাসিন্দা হলে এই চাকরির জন্য আবেদন করতে পারবেন । আপনি যদি এখানে চাকরি করতে আগ্রহী হন তাহলে চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য ও অফিশিয়াল নোটিফিকেশন নিচে দেওয়া আছে সেখানে বিস্তারিত জেনে নিতে পারেন।


পদের নাম
: যেসব পদে এখানে কর্মী নিয়োগ করা হবে সেগুলি হল-


  • ল্যাব এটেনডেন্ট- Group-D (কেমিস্ট্রি)

  • ল্যাব এটেনডেন্ট -Group-D(জিওগ্রাফি)

  • পিয়ন

  • কর্মবন্ধু


শিক্ষাগত যোগ্যতা
: আপনি যদি উপরোক্ত পোস্ট গুলির মধ্যে যেকোন একটিতে চাকরি করতে চান তাহলে অবশ্যই আপনাকে অষ্টম শ্রেণী পাস হতে হবে।


বয়স
: আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে আপনার বয়স 40 বছরের মধ্যে হতে হবে। আপনি যদি SC/ST ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে আপনি 5 বছর বয়সের ছাড় পাবেন।


বেতন
:

ল্যাব এটেনডেন্ট (কেমিস্ট্রি
)- এখানে প্রতি মাসে 4900-16200 টাকা দেওয়া হবে সঙ্গে 1700 টাকা গ্রেট পে দেওয়া হবে।


ল্যাব এটেনডেন্ট (জিওগ্রাফি
) – এখানে প্রতি মাসে 4900-16200 টাকা দেওয়া হবে সঙ্গে 1700 টাকা গ্রেট পে দেওয়া হবে।


পিয়ন:
– এখানে প্রতি মাসে 4900-16200 টাকা দেওয়া হবে সঙ্গে 1700 টাকা গ্রেট পে দেওয়া হবে।


কর্মবন্ধু
: আপনি যদি কর্মবন্ধু চাকরি করতে চান তাহলে প্রতি মাসে আপনাকে 2000 টাকা করে দেয়া হবে।


ইন্টারভিউ এর তারিখ
: আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে আপনাকে 05/12/2021 (শনিবার) তারিখে 9:00-9:30 এর মধ্যে নিম্নলিখিত ঠিকানায় পৌঁছে যেতে হবে।


ইন্টারভিউ স্থান
: P.O: Khatra, Dist. Bankura, West Bengal, Pin: 722140

আপনি চাকরি সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য অফিশিয়াল নোটিফিকেশন থেকে পেয়ে যাবেন । আপনি যদি এখানে চাকরি করতে আগ্রহী হন তাহলে অবশ্যই অফিশিয়াল নোটিফিকেশনটি ভাল করে পড়ুন। নিচে অফিশিয়াল নোটিফিকেশন এর লিংক দেওয়া থাকবে সেখানে ক্লিক করে আপনারা সরাসরি নোটিফিকেশন টা ডাউনলোড করে নিতে পারবেন। এছাড়াও অফিশিয়াল নোটিফিকেশন এর নিচের দিকে আপনারা অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে যাবেন ।

OFFICIAL NOTICE:CLICK HERE

APPLICATION FORM:CLICK HERE

Leave a Comment