পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য বিশাল বড় একটি সুখবর। পশ্চিমবঙ্গের অষ্টম শ্রেণী পাস অথবা মাধ্যমিক পাশের যুবশ্রী প্রকল্পে অর্থাৎ এমপ্লয়মেন্ট ব্যাংকের পক্ষ থেকে প্রচুর পরিমাণে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যে সমস্ত চাকরিপ্রার্থী পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং চাকরির খোঁজ করছেন তারা অবশ্যই বিস্তারিত ভাবে এই খবরটি জেনে নিতে পারেন। ইতিমধ্যেই এখানে অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গের এমপ্লয়মেন্ট ব্যাংকের অর্থাৎ পশ্চিমবঙ্গের যুবশ্রী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে। যে সমস্ত চাকরিপ্রার্থী এখানে চাকরি করতে ইচ্ছুক তারা অবশ্যই বিস্তারিত ভাবে এই খবরটি জেনে নেবেন। নিচে চাকরির সম্বন্ধে বিস্তারিত তথ্য অফিশিয়াল নোটিফিকেশন অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া আছে আবেদন করার আগে যেগুলো ভালো করে দেখবেন।
পদের নাম: এখানে অষ্টম শ্রেণী পাস অথবা মাধ্যমিক পাশের কর্মী নিয়োগ করা হবে। এখানে বেশ কিছু পদে আবেদন করতে চাকরিপ্রার্থীর কোনরকম শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই। যে সমস্ত পদে এখানে কর্মী নিয়োগ করা হবে সেগুলি হল-
1.স্টোর এসিস্ট্যান্ট(Store Assistant),
2.সিকিউরিটি গার্ড(Security Guard),
3.ওয়্যারহাউস এসিস্ট্যান্ট(Warehouse Assistant),
4.লোডিং ও আনলোডিং পার্সন(Loading & Unloading person) ।
শিক্ষাগত যোগ্যতা: এখানে ফ্রেশার্স ও এক্সপেরিয়েন্স সকল চাকরিপ্রার্থীদের চাকরি করার সুযোগ দেওয়া হবে। এখানে চাকরি প্রার্থীদের অষ্টম শ্রেণী পাস ও মাধ্যমিক পাশে নিয়োগ করা হবে। মাধ্যমিক পাশে যে সমস্ত পাবে এখানে কর্মী নিয়োগ করা হবে সেগুলি হল- স্টোর এজেন্ট ও সিকিউরিটি গার্ড। অষ্টম শ্রেণী পাশে এখানে ওয়ারহাউজ অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ করা হবে। লোডিং আনলোডিং পারসন এর ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের নির্দিষ্ট কোন শিক্ষাগত যোগ্যতার কথা উল্লেখ করা নেই, যেকোনো শিক্ষাগত যোগ্যতা হলেই চাকরি প্রার্থীরা এখানে কাজ করতে পারবেন।
বেতন: এখানে চাকরিপ্রার্থীদের থাকা-খাওয়া বাবদ প্রতিমাসে 12,000/- টাকা করে দেওয়া হবে। এছাড়াও সেলস ইন্সেন্টিভ হিসেবে চাকরিপ্রার্থীদের দেওয়া হবে 11,000/- টাকা পর্যন্ত।
এর সঙ্গে চাকরিপ্রার্থীরা স্টোর এসিস্ট্যান্ট পদে চাকরি করলে প্রতি মাসে 7,300/- টাকা পাবেন। সিকিউরিটি গার্ড পদে চাকরি করলে চাকরিপ্রার্থীদের প্রতিমাসে 7961/- টাকা করে বেতন দেওয়া হবে। যে সমস্ত চাকরিপ্রার্থী ওয়ারহাউজ অ্যাসিস্ট্যান্ট পদে চাকরি করবেন তাদের প্রতি মাসে 7,300/- টাকা করে বেতন দেওয়া হবে। এর সঙ্গে প্রতি ক্ষেত্রেই চাকরিপ্রার্থীদের সেলস ইন্সেন্টিভ দেওয়া হবে। এছাড়াও যে সমস্ত চাকরিপ্রার্থীর লোডিং আনলোডিং কাজ করবেন তাদের কোন রকম বেতন কাঠামোর কথা বলা হয়নি এ সমস্ত কর্মীদের এখানে হাজিরা টাকা প্রতিদিন দেওয়া হবে।
চাকরিপ্রার্থীর বয়স: এখানে যে সমস্ত চাকরিপ্রার্থী চাকরি করবেন তাদের সর্বনিম্ন বয়স হতে হবে 18 বছর এবং এখানে সর্বোচ্চ চাকরিপ্রার্থীর বয়স করতে হবে 45 বছরের মধ্যে।
নিয়োগ পদ্ধতি: যে সমস্ত চাকরিপ্রার্থী এখানে চাকরি করবেন তাদের কোন রকম লিখিত পরীক্ষা দিতে হবে না। এখানে চাকরি প্রার্থীদের সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। এখানে চাকরিপ্রার্থীরা আবেদন করলে তাদের নির্দিষ্ট দিনে ডাকা হবে ও ডকুমেন্ট ভেরিফিকেশন এর মাধ্যমে নিয়োগ করা হবে।
ইন্টারভিউ স্থান ও সময়:59B Chowringhee Road .Kolkata -700020। এখানে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে সকাল এগারোটা থেকে এবং ইন্টারভিউ প্রক্রিয়া চলবে দুপুর 2 টো পর্যন্ত।
ওয়ার্কিং দিন: এখানে চাকরি প্রার্থীদের প্রতিমাসে 26 থেকে 27 দিন কাজ করতে হবে।
এই চাকরি সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য প্রার্থীরা নিচের দেয়া মোবাইল নাম্বারে ফোন করে যোগাযোগ করে নিতে পারেন। যে সমস্ত চাকরিপ্রার্থী এখানে চাকরি করতে ইচ্ছুক তারা অবশ্যই নিচের দেওয়া নাম্বারে ফোন করে এই কাজ সম্বন্ধে বিস্তারিত তথ্য যাচাই করে নেবেন- 8336922170
চাকরি প্রার্থীরা তাদের বায়ো ডাটা পাঠাতে পারেন নিচের দেওয়া ইমেইল আইডিতে- anjana.d@arambaghfoodmart.com
এই চাকরি সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য জানতে চাকরি প্রার্থীরা অবশ্যই নিচের দেওয়া অফিশিয়াল নোটিফিকেশন টি ডাউনলোড করে ভালো করে দেখবেন এছাড়াও চাকরিপ্রার্থীরা নিচের দেওয়া অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করে চাকরি সম্বন্ধে আরও বিস্তারিত খোঁজখবর নিতে পারেন।
OFFICIAL NOTICE:CLICK HERE