আবারও নতুন করে পশ্চিমবঙ্গে প্রাইমারি ও হাইস্কুলের শিক্ষক নিয়োগ | WB New Primary, High School Teacher Recruitment

 

ইতিমধ্যেই কিছুদিন থেকে পশ্চিমবঙ্গের একের পর এক সরকারি প্রসিত বিদ্যালয়গুলোতে শিক্ষক-শিক্ষিকা নিয়োগ করা হচ্ছে। আবারও নতুন করে পশ্চিমবঙ্গের একটি প্রাইমারি ও হাই স্কুলের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের 23 টি জেলার যেকোনো স্থানীয় বাসিন্দারাই এখানে চাকরি করার সুযোগ পাবেন। সরকারি বেতন কাঠামো অনুযায়ী চাকরিপ্রার্থীদের এখানে প্রচুর পরিমাণে বেতন দেওয়া হবে। যে সমস্ত চাকরিপ্রার্থী পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং শিক্ষক বা শিক্ষিকা হওয়া সমস্ত যোগ্যতা অর্জন করে আছেন তারা অবশ্যই এই চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য জানতে পারেন এবং অবশ্যই এখানে চাকরি করতে পারেন। খবরের সত্যতা আপনারা অবশ্যই অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারবেন। এছাড়াও এই খবরের বিজ্ঞপ্তিটি নিচে দেওয়া আছে যেটি দেখে নিতে পারেন। আপনি যদি এখানে চাকরি করতে আগ্রহী হন তাহলে চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য নিচে দেওয়া হল সেগুলো ভালো করে জেনে নিন।


পদের নাম:
এখানে প্রাইমারি ও হাই স্কুলের সমস্ত বিষয়ের শিক্ষক নিয়োগ করা হবে। নিচের প্রতিটি বিষয়ে বিস্তারিত ভাবে আলোচনা করা হলো।


প্রাইমারি শিক্ষক-PRT- SST Pre-primary


শিক্ষাগত যোগ্যতা:
প্রাইমারি বা pre-primary বিদ্যালয়ে শিক্ষকরা করতে গেলে আপনাকে অবশ্যই 50% নাম্বার নিয়ে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। এছাড়াও আপনাকে d.el.ed পাস করা থাকতে হবে।


বয়স:
আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে আপনার বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে।

হাই স্কুলের শিক্ষক নিয়োগ(High School Teacher)

এখানে মূলত হাই স্কুলের শিক্ষক অর্থাৎ TGT শিক্ষক নিয়োগ করা হবে।


TGT শিক্ষক-
এখানে যেসব বিষয়ে শিক্ষক নিয়োগ করা হবে সেগুলি হল-
1.ইংরেজি

2.অংক

3.ইতিহাস

4.ভূগোল

5.কম্পিউটার


শিক্ষাগত যোগ্যতা:
এখানে চাকরি করতে হলে আপনাকে অবশ্যই উক্ত বিষয়ে ব্যাচেলার ডিগ্রি পাস করতে হবে 50 % নাম্বার নিয়ে। সংরক্ষিত শ্রেণির চাকরি করতে হলে এখানে 45% নাম্বার পেতে হবে। এর সঙ্গে আপনাকে অবশ্যই b.ed ডিগ্রী পাস করতে হবে।


বয়স:
আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে আপনার বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে।


আবেদন পদ্ধতি:
এখানে চাকরি করতে হলে চাকরিপ্রার্থীকে অনলাইনের মাধ্যমে ইমেইল আইডির দ্বারা আবেদন করতে হবে। চাকরি প্রার্থীরা তাদের নিজস্ব বায়ো ডাটা বানিয়ে এর সঙ্গে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টগুলো সংযুক্ত করে সেগুলো একটি পিডিএফ ফাইল তৈরি করে নিচের দেওয়া এই মেইল আইডিতে পাঠাতে হবে।


EMAIL ID:
dpsbdnrecruitment@gmail.com


নিয়োগ পদ্ধতি:
এখানে আপনাকে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে।


ইন্টারভিউ এর তারিখ:
ইন্টারভিউ এর তারিখ ও সময় সরাসরি আপনাকে ইমেইল করে জানিয়ে দেওয়া হবে।

আবেদনের শেষ তারিখ: ইতিমধ্যেই আবেদনপত্রটি প্রকাশিত হয়েছে এবং আবেদনপত্র প্রকাশিত হওয়ার 7 দিনের মধ্যে আবেদন করতে হবে।


আবেদনপত্রের সঙ্গে যে সমস্ত ডকুমেন্ট জমা দেবেন :

1.মাধ্যমিকের এডমিট কার্ড

2.সমস্ত শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস

3. বিএড/d.el.ed সার্টিফিকেট

4. পাসপোর্ট সাইজের ফটোকপি

5. বায়ো ডাটা

6. অন্যান্য

ইন্টারভিউ স্থান ও নিয়োগ স্থান

Delhi Public School, Burdwan, West Bengal, Affiliated to CBSE, 10+2, Affiliation no: 2430129


Website
: www. dpsbdn.org,


Contact No:
9800043471

আপনি সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য আপনি অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে জেনে নিতে পারবেন।

 MORE JOB NEWS: CLICK HERE

Leave a Comment