আবারো পশ্চিমবঙ্গের প্রাইমারি স্কুলের শিক্ষক নিয়োগ| WB Primary Teacher Recruitment 2022

 

পশ্চিমবঙ্গে আবারও নতুন করে প্রি প্রাইমারি, প্রাইমারি ও হাইস্কুলের শিক্ষক নিয়োগ করা হবে এবং বিভিন্ন পদে গ্রুপ সি কর্মী নিয়োগ করা হবে। এখানে প্রচুর শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন এবং চাকরির খোঁজ করে থাকেন তাহলে আপনি এই খবরটি বিস্তারিত ভাবে জেনে নিতে পারেন। এখানে পশ্চিমবঙ্গের প্রতিটি বাসিন্দা আবেদন করার সুযোগ পাবেন। পুরুষ ও মহিলা সকলেই এখানে আবেদনযোগ্য। আপনি যদি স্কুলে শিক্ষক হতে চান তাহলে আপনাকে শিক্ষক হওয়ার সমস্ত যোগ্যতা এখনো অর্জন করতে হবে। আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য ও অফিশিয়াল নোটিফিকেশন গুলো নিচে দেওয়া হল যে গুলো ভালো করে দেখে নিবেন।


পদের নাম:
এখানে যেসব বিষয়ে কর্মী নিয়োগ করা হবে সেগুলি হল- pre-primary, প্রাইমারি শিক্ষক নিয়োগ,TGT শিক্ষক নিয়োগ এবং Non Teaching Staff(Group-C) নিয়োগ।


প্রি-প্রাইমারি শিক্ষক

শিক্ষাগত যোগ্যতা: এখানে চাকরি করতে হলে চাকরিপ্রার্থীদের অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস অথবা গ্রাজুয়েশন পাস হতে হবে।


প্রাইমারি শিক্ষক নিয়োগ

যেসব বিষয়ের নিয়োগ করা হবে : এখানে প্রাইমারি সমস্ত বিষয়ের উপর এই শিক্ষক নিয়োগ করা হবে।


শিক্ষাগত যোগ্যতা:
এখানে চাকরি করতে হলে চাকরিপ্রার্থীকে শুধু মাত্র গ্রাজুয়েশন পাস করতে হবে এবং d.el.ed অথবা বিএড ডিগ্রী থাকতে হবে।


TGT শিক্ষক নিয়োগ (মাধ্যমিক স্তরের শিক্ষা)


যেসব বিষয়ের নিয়োগ করা হবে:
মাধ্যমিক স্তরে যত ধরনের শিক্ষক আছে সমস্ত বিষয়ের উপর এই এখানে শিক্ষক নিয়োগ করা হবে।


শিক্ষাগত যোগ্যতা:
এখানে চাকরি করতে হলে আপনাকে উক্ত বিষয়ে 50% নাম্বার নিয়ে গ্রাজুয়েশন পাস করতে হবে এবং আপনাকে অবশ্যই b.ed ডিগ্রী পাস করতে হবে।


ফিজিক্যাল এডুকেশন শিক্ষক

শিক্ষাগত যোগ্যতা: এখানে চাকরি করতে হলে হয়ে যাক এবার থেকে অবশ্যই গ্রাজুয়েশন পাস হতে হবে এবং B.P.ED /M.P.ED পাশ করতে হবে।


সাইকোলজিস্ট
 
শিক্ষাগত যোগ্যতা : সাইকোলজি বিষয়ে MA/M.SC পাশ করতে হবে। 


বয়স:
এখানে চাকরি করতে হলে আপনার বয়স হতে হবে অবশ্যই 20 থেকে 40 বছরের মধ্যে।


আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ:
এখানে আবেদন প্রক্রিয়া শুরু হবে 9/03/2022 তারিখ থেকে এবং আবেদন চলবে 20/03/2022 তারিখ পর্যন্ত।


আবেদন পদ্ধতি:
আপনি যদি এখানে আবেদন করতে চান তাহলে আপনাকে ইমেইল আইডির মাধ্যমে আবেদন করতে হবে। এখানে আবেদন করতে হলে আপনাকে প্রথমেই সুন্দর একটি বায়ো ডাটা বানিয়ে এর সঙ্গে আপনার সমস্ত শিক্ষাগতযোগ্যতার ডকুমেন্টগুলো সংযুক্ত করে পিডিএফ তৈরী করে সেটি নিচে দেওয়া ইমেইল আইডিতে পাঠাতে হবে।


আবেদনপত্র পাঠানোর ইমেইল আইডি:
futurescholars.baducom@gmail.com/


principal.tfsa@gmail.com


নিয়োগ পদ্ধতি:
এখানে কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ মাধ্যমে নিয়োগ করা হবে।

নিয়োগ স্থান ও অন্যান্য তথ্য আপনারা নিজেদের বিজ্ঞপ্তি থেকে জেনে নিতে পারবেন।

MORE JOB NEWS: CLICK HERE

চাকরির সম্বন্ধীয় আরো বিস্তারিত খবরা খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন:CLICK HERE

Leave a Comment