আবারো রেলে প্রচুর কর্মী নিয়োগ | পশ্চিমবঙ্গের বাসিন্দা হলে আবেদন করুন | WB New Railway recruitment 2021

By bengalpravakar.com

Updated on:

 মাধ্যমিক পাসে দক্ষিণ পূর্ব রেলওয়ে তে প্রচুর কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। মোট 31 টি পদে 1785 শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। আপনি পশ্চিমবঙ্গের যে কোন জেলার বাসিন্দা হলেই এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। আপনি যদি রেলে চাকরি করতে আগ্রহী হন তাহলে এই চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য নিচে দেওয়া হল সেখান থেকে জেনে নিন। এছাড়াও অফিশিয়াল নোটিফিকেশন দেওয়া আছে সেখানে ক্লিক করে আপনার বিস্তারিত তথ্য এবং এই চাকরি সম্বন্ধে যাবতীয় খুঁটিনাটি জেনে নিতে পারবেন।


পদের নাম:
এখানে মোট 31 টি পদে প্রচুর কর্মী নিয়োগ করা হবে। যেসব পদে কর্মী নিয়োগ করা হবে সেগুলি হল-


  1. Kharagpur Workshop-৩৬০টি

  2. Signal and Telecom (Workshop)/Kharagpur-৮৭টি

  3. Track Machine Workshop/Kharagpur-১২০ টি

  4. SSE (Works)/Engg/Kharagpur-২৮ টি

  5. Carriage & Wagon Depot/Kharagpur- ১২১টি

  6. Diesel Loco Shed/Kharagpur-৫০ টি

  7. Senior Dee (G)/Kharagpur-৯০ টি

  8. TRD Depot/Electrical/Kharagpur-৪০ টি

  9. EMU Shed/Electrical/TPKR-৪০ টি

  10. Electric Loco shed/Santragachi-৩৬ টি

  11. Senior DEE (G)/Chakradharpur-৯৩ টি

  12. Electronic Traction Depot/Chakradharpur-৩০ টি

  13. Carriage & Wagon Depot/Chakradharpur-৬৫ টি

  14. Electric Loco Shed/Tata-৭২ টি

  15. Engineering Workshop/Sini-১০০ টি

  16. Track Machine Workshop/Sini-৭ টি

  17. SSE (Works)/Engg/Chakradharpur-২৬ টি

  18. Electric Loco Shed/Bondamunda-৫০ টি

  19. Diesel Loco Shed/Bondamunda-৫২টি

  20. Senior DEE (G)/Adra-৩০ টি

  21. Carriage & Wagon Depot/Adra-৩০ টি

  22. Carriage & Wagon Depot/Adra-৬৫ টি

  23. Diesel Loco Shed/BKSC-৩৩ টি

  24. TRD Depot/Electrical/ADRA-৩০ টি

  25. Electric Loco Shed/BKSC-৩১ টি

  26. Flash Butt Welding Plant/Jharsuguda-২৫ টি

  27. SSE (Works)/Engg/ADRA-২৪ টি

  28. Carriage & Wagon Depot Ranchi-৩০ টি

  29. Senior DEE (G)/Ranchi-৩০ টি

  30. TRD Depot/Electrical/Ranchi-১০টি

  31. SSE (Works)/Engg/Ranchi-১০টি


মোট শূন্যপদ:
এখানে মোট 1785 টি শুন্য পদ রয়েছে।


আবেদনের শেষ তারিখ:
এখানে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে 15 ই নভেম্বর থেকে এবং আবেদন চলবে 14 ই ডিসেম্বর পর্যন্ত।


বয়স:
আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে অবশ্যই আপনার বয়স 15 থেকে 24 বছরের মধ্যে হতে হবে। এছাড়াও SC/ প্রার্থীরা 5 বছরের OBC প্রার্থীরা তিন বছরের এবং ex-servicemen দের জন্য দশ বছরের বয়সের ছাড় রয়েছে।


আবেদন পদ্ধতি:
আপনি যদি এখানে আবেদন করতে চান তাহলে অবশ্যই আপনাকে অনলাইনের মাধ্যমে অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে। এছাড়াও আপনি অফিশিয়াল নোটিফিকেশন এ আবেদনের লিংক পেয়ে যাবেন এছাড়াও আপনারা আমাদের এই পোস্টের নিচে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করে সরাসরি আবেদন করতে পারবেন । আপনাদের এখানে আবেদন করতে চান তাহলে অবশ্যই আপনাকে একটি ফটো, সিগনেচার ও আপনার একটি বৈধ ইমেইল আইডি ও ফোন নাম্বার দরকার।


আবেদন মূল্য:
আপনি যদি জেনারেল candidate’s হয়ে থাকেন তাহলে আপনাকে মুক্তি নেই আবেদনের জন্য 100 টাকা দিতে হবে। এছাড়াও আপনি যদি SC/ST/PWD এবং মহিলা ক্যাডেট হয়ে থাকেন তাহলে আপনাকে আবেদনের জন্য কোন রকম টাকা দিতে হবে না।

OFFICIAL NOTICE: CLICK HERE

OFFICIAL WEBSITE: CLICK HERE

APPLY NOW: CLICK HERE

MORE JOB NEWS: CLICK HERE

চাকরির সম্বন্ধীয় আরো বিস্তারিত খবরা খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন:CLICK HERE

Leave a Comment