আমাদের বেঙ্গল প্রভাকর চ্যানেলে খবর লেখার জন্য কনটেন্ট রাইটার প্রয়োজন, যোগ্য হলে আবেদন করুন

By bengalpravakar.com

Published on:

 যারা কনটেন্ট লিখতে পছন্দ করেন বা লেখালেখির সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য নতুন করে একটি বিশেষ সুখবর। আমাদের ওয়েবসাইটের নতুন করে কনটেন্ট রাইটারের প্রয়োজন। যারা কনটেন্ট লেখালেখির সঙ্গে যুক্ত আছেন এবং যাদের বাংলা লেখার অভিজ্ঞতা আছে তারা এখানে আবেদন জানানোর সুযোগ পাবেন। এখানে নিয়োগ করা হবে “বেঙ্গল প্রভাকর” ওয়েবসাইটে খবর লেখার জন্য। এজন্য বিশেষ অভিজ্ঞ ব্যক্তির প্রয়োজন।

যোগ্যতা: এখানে আবেদন জানাতে হলে মূলত বেশকিছু যোগ্যতার প্রয়োজন-

1.বাংলা লেখার 3-5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

2. শুদ্ধ ও পরিষ্কারভাবে লিখতে জানতে হবে।

3. ইংরেজি নোটিফিকেশন দেখে খবর বানানোর অভিজ্ঞতা থাকতে হবে।

4. কোন আপডেট দেওয়া হলে সে ব্যাপারে পরিষ্কারভাবে এবং সুন্দর ও গুছিয়ে খবর তৈরি করার অভিজ্ঞতা থাকতে হবে।

4. ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে গ্রাজুয়েশন পাশ।

আবেদন পদ্ধতি: এখানে আবেদন করতে হলে প্রথমে আপনার কাজের অভিজ্ঞতা, শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য সমস্ত তথ্য দিয়ে একটি বায়োডাটা বানাতে হবে। এরপর বায়োডাটা নিচের দেওয়া ইমেইল আইডিতে ইমেইল করে পাঠাতে হবে। বায়োডাটার মধ্যে অবশ্যই ফোন নাম্বার উল্লেখ করতে হবে। আপনার বায়োডাটা দেখে এবং আপনার সমস্ত যোগ্যতা দেখে পছন্দ হলে আপনাকে ফোন করে বেসিক কিছু তথ্য জেনে ও আপনার অভিজ্ঞতা যাচাই করে আপনাকে কন্টেন্ট রাইটারের জন্য নিয়োগ করা হবে।

বায়োডাটা পাঠানোর ইমেল আইডি:

bengalpravakar@gmail.com

যারা এখানে কাজ করতে আগ্রহী তারা অতি শীঘ্রই বায়োডাটা পাঠিয়ে দেবেন আগামী সেপ্টেম্বরের 30 তারিখের মধ্যেই এখানে নিয়োগ করা হবে। এছাড়াও আপনি যদি এখানে উপযুক্ত হন তাহলে আরো অন্যান্য তথ্য ও লেখার নিয়ম আপনার সঙ্গে ফোনে ডিসকাশন করে আপনাকে জানিয়ে দেওয়া হবে।

Leave a Comment