আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা দীর্ঘদিন ধরে তাদের চাকরির বঞ্চনার শিকারে ভুগছেন ।তাই তারা ssc ভবনের সামনে অনশন করেছিল তাদের চাকরির দাবিতে ।আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা বুঝে গিয়েছিল এই সরকার নির্দ্বিধায় তাদের চাকরি দেবে না, তাই তাদের চাকরি তারা নিজেরাই বুঝে নিতে এই অনশনে নেমেছিল। কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর পুলিশ বাহিনী এই আন্দোলন কারীদের উপর হামলা চালায় গভীর রাতের অন্ধকারে।
মুখ্যমন্ত্রী নিজেকে মানবিক সরকার এবং জনগণের সরকার বলে আখ্যায়িত করলেও এই সরকার কিরকম মানবিকতা দেখালেন এই চাকরিপ্রার্থীদের উপর সেটা দেখেই বোঝা যায় আমাদের রাজ্যের অবস্থা কেমন।এই চাকরিপ্রার্থীদের দাবি পুলিশ ও রাজ্য সরকার যতই তাদের জমানোর চেষ্টা করুক না কেন তাদের কখনোই দমাতে পারবে না যতদিন না পর্যন্ত তারা তাদের দাবি আদায় করে নিতে পারছে ততদিন পর্যন্ত তারা কেউ ঘরে ফিরবে না এবং তারা আমরন অনশন চালিয়ে যাবে ।
মুখ্যমন্ত্রীর উচিত ছিল এই অনশনকারীদের দাবি যথাযথভাবে বিচার করে এই অনশনকারীদের দাবি খুব শীঘ্রই মিটিয়ে দেওয়ার কিন্তু মুখ্যমন্ত্রী এর উল্টো ব্যবস্থা নিলেন তিনি পুলিশ বাহিনী দিয়ে এই অনশনকারীদের আন্দোলন বন্ধ করার চেষ্টা করলেন ।
অবশেষে আন্দোলনকারীরা সকলেই জানিয়ে দিয়েছে তাদের যতই পুলিশ বাহিনী দিয়ে আন্দোলন বন্ধ করার চেষ্টা করুক না কেন রাজ্য সরকারের কাছ থেকে তারা যতদিন পর্যন্ত না তাদের দাবি মেনে নিতে পারছে ততদিন পর্যন্ত তারা আমরণ অনশন চালিয়ে যাবে তারা এবং সরকারের কাছ থেকে তারা দাবি আদায় করেই ঘরে ফিরবে।