উচ্চমাধ্যমিক পাশে সরাসরি ইন্টারভিউ দিয়েই বিরাট বড় চাকরি | 12 Pass Govt Group-C Recruitment 2022

By bengalpravakar.com

Published on:

 

উচ্চ মাধ্যমিক পাশে বিরাট বড় একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে বলা হয়েছে সরাসরি ইন্টারভিউ দিয়ে চাকরি পেয়ে যাবেন। এখানে পুরুষ ও মহিলা সকল ধরনের চাকরি করতে পারবেন। এটি কেন্দ্র সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের চাকরি, তাই এখানে চাকরি পেলে চাকরি- প্রার্থীদের প্রচুর পরিমাণে বেতন দেওয়া হবে। এখানে ভারতীয় নাগরিক হলেই চাকরিপ্রার্থীরা আবেদন করার সুযোগ পাবেন। পশ্চিমবঙ্গের সকল চাকরি প্রার্থীরাই এখানে চাকরি করতে পারবেন এবং এখানে চাকরি করতে হলে চাকরি প্রার্থীকে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে। যে সমস্ত চাকরিপ্রার্থীরা এখানে চাকরি করতে ইচ্ছুক তারা অবশ্যই এই সুখবরটি বিস্তারিত ভাবে জেনে নিবেন নিচে চারটি সম্বন্ধে বিস্তারিত তথ্য অফিশিয়াল নোটিফিকেশন সমস্ত কিছু ভালোভাবে উল্লেখ করা রয়েছে। আপনারা বিস্তারিত জেনে সরাসরি আবেদন করুন তাড়াতাড়ি।

পদের নাম :- Lab Technician .

শিক্ষাগত যোগ্যতা :- উচ্চ মাধ্যমিক পাশ হলে চাকরি বাকীরা এখানে আবেদন করার সুযোগ পাবেন তবে উচ্চমাধ্যমিকে বিজ্ঞান বিভাগ থাকলে তাকে প্রার্থীদের এখানে অগ্রাধিকার দেওয়া হবে ।

বেতন :-  এই পদে চাকরিপ্রার্থীদের প্রতি মাসে বেতন দেয়া হবে ৩১,০০০ টাকা।

পদের নাম :– Lab Technician .

শিক্ষাগত যোগ্যতা :- বিজ্ঞান বিষয়ে দ্বাদশ শ্রেণী পাস এবং মেডিকেল ল্যাবরেটরিতে ২ বছরের ডিপ্লোমা ।

বেতন :- এই পদের জন্য  চাকরিপ্রার্থীদের প্রতিমাসে বেতন দেয়া হবে ১৮,০০০ টাকা।

৩. পদের নাম :- Field Attendant.

শিক্ষাগত যোগ্যতা :- এই পদে আবেদন করতে গেলে প্রার্থীদের উচ্চমাধ্যমিক পাস করতে হবে ।

বেতন :- সংশ্লিষ্ট পদে চাকরিপ্রার্থীদের প্রতি মাসে বেতন দেয়া হবে ১৫,৮০০ টাকা।

আবেদন প্রক্রিয়া :– এই পথে আবেদন করার জন্য নীচে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে এ ক্লিক করে আবেদন পত্রটি প্রিন্ট আউট বার করে নিতে হবে। তারপর আবেদন পত্রটি প্রয়োজনীয় ডকুমেন্ট দিয়ে নির্ভুলভাবে ফিলাপ করতে হবে। তারপর একটি পিডিএফ বানাতে হবে। তারপর সেই পিডিএফ টি ইমেইলের মাধ্যমে পাঠাতে হবে। ইমেইলে পাঠানোর সময় সাবজেক্টে লিখতে হবে Application For The Post of ( আপনি যে পদের জন্য আবেদন করতে চান সেই পদের নাম লিখতে হবে) তারপর ইমেইলের মাধ্যমে pdf টি পাঠিয়ে দিতে হবে। 

ইমেল আইডি টি হল – sescmfm.aiims@gmail.com

নিয়োগ প্রক্রিয়া :- এখানে প্রর্থীদের কোন রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে ই চাকরিতে নিযুক্ত করা হবে।

ইন্টারভিউয়ের স্থান :- 3rd Floor, Department of Community Medicine and family Medicine , Academic Building , AIMS Bhubaneswar.

ইন্টারভিউ এর তারিখ :– এখানে প্রার্থীদের ইন্টারভিউ নেয়া হবে ১৯/০৯/২০২২ ও ২০/০৯/২০২২ তারিখ সকাল ৯ টা থেকে।

OFFICIAL NOTICE:CLICK HERE

MORE JOB NEWS: CLICK HERE

চাকরির সম্বন্ধীয় আরো বিস্তারিত খবরা খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন।
TELRGRAM CHANNEL:  CLICK HERE

Leave a Comment