আপনি যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকেন এবং উচ্চমাধ্যমিক 40% নাম্বার পেয়ে থাকেন এবং আপনার বয়স যদি 35 বছরের কম হয়ে থাকে তাহলে আপনি এই নার্সিং এর জন্য আবেদন করতে পারবেন এবং এখানে দিতে হবে শুধুমাত্র একটা এন্ট্রান্স এক্সাম । এক্সাম এর পাশ করলেই আপনি নার্সিং এ চান্স পেয়ে যাবেন ।এখানে যোগ্যতা শুধুমাত্র উচ্চমাধ্যমিক পাশ। আপনি সায়েন্স বা আর্টস যেকোন শাখা থেকে উচ্চমাধ্যমিক পাশ করলেই হবে।
এখানে ছেলে-মেয়ে সকলেই আবেদন করতে পারবে। প্রতিবছরের মতো এবছরও আর উচ্চমাধ্যমিকের নাম্বারের উপর এই নিয়োগ হবে না, এখানে পরীক্ষা দিয়ে রেঙ্ক করে তবেই নিয়োগ করা হবে।
এখানে মেয়েদের জন্য GNM ও ছেলেদের জন্য ANM পদে ট্রেনিং নিতে পারবে এবং বলে রাখা ভাল ট্রেনিং কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গেই নিয়োগপত্র হাতে পেয়ে যাবেন।
এছাড়াও আরও বিস্তারিত তথ্য জানার জন্য আপনারা অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারেন অফিসিয়াল ওয়েবসাইটের লিংক নিচে দেওয়া হল
https://wbjeeb.nic.in/EXMANMGNMCMS/Page/Page?PageId=1&LangId=P
এই লিংকে ভিজিট করে আপনার বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন