লকডাউন পরিস্থিতিতে দেশীয় রাজ্যের চাকরির হাহাকার পড়ে গিয়েছে এই পরিস্থিতিতে আপনাদের শুধুমাত্র উচ্চমাধ্যমিক বা গ্রাজুয়েশন পাশে বিরাট বড় চাকরির সুযোগ দিচ্ছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন। যেটি পুরোপুরি গভারমেন্ট আন্ডারটেকিং। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন এর তরফ এ প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ করা হচ্ছে। আপনি যদি শুধুমাত্র উচ্চমাধ্যমিক পাশ করে থাকেন তা তারও বেশি যোগ্যতা থাকে তাহলে আপনি এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। আপনি এখান থেকে অফিশিয়াল নোটিফিকেশন টা দেখে নিতে পারবেন এবং সরাসরি এখান থেকেই একটি লিংক দেওয়া আছে যেখানে ক্লিক করে সরাসরি আবেদন করতে পারবেন। চাকরির সম্বন্ধে বিস্তারিত তথ্য দেওয়া হল।
পদের নাম : এখানে বিভিন্ন যোগ্যতায় মোট 11 টি পথের কর্মী নিয়োগ করা হবে। নিচে নোটিফিকেশন দেওয়া আছে যেখানে ক্লিক করে আপনারা পদগুলির নাম ও কোন পদের জন্য কি যোগ্যতা লাগবে সেটা জেনে নিতে পারবেন।
বয়স: এখানে চাকরি করতে হলে আপনার বয়স 18 বছরের বেশি হতে হবে 24 বছরের মধ্যে হতে হবে। আপনি যদি SC,ST,OBC ক্যাটাগরি হয়ে থাকেন তাহলে আপনি সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
আবেদনের শেষ তারিখ: আবেদন শুরু হয়েছে 22 অক্টোবর থেকে এবং আবেদন চলবে 12 ই নভেম্বর পর্যন্ত অর্থাৎ বর্তমান আবেদন চলছে। আপনারা যদি চাকরি করতে আগ্রহী হন তাহলে অবশ্যই অফিশিয়াল নোটিফিকেশন টা দেখে সরাসরি আবেদন করে দিতে পারেন।
আবেদন পদ্ধতি: এখানে আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে। আবেদন করতে পারেন আপনারা অফিশিয়াল ওয়েবসাইটে www.iocl.com । আবেদন করার সময় আপনাদের একটি পাসপোর্ট সাইজের ফটো ও সিগনেচার আপলোড করতে হবে।
যোগ্যতা: এখানে বিভিন্ন পদে কর্মী নিয়োগের জন্য বিভিন্ন যোগ্যতা রয়েছে। উচ্চ মাধ্যমিক পাশ থেকে শুরু করে গ্রাজুয়েশন পাস পর্যন্ত যে কোন যোগ্যতায় আপনি আবেদন করতে পারেন।
এছাড়া চাকরির সম্বন্ধীয় আরও বিস্তারিত তথ্য ও খুঁটিনাটি আপনারা অফিশিয়াল নোটিফিকেশন থেকে দেখে নিতে পারেন। নিচে অফিসিয়াল নোটিফিকেশন এর লিংক দেওয়া হল যেখানে সরাসরি ক্লিক করে আপনার নোটিফিকেশন টা ডাউনলোড করতে পারবেন। আপনারা যদি এই চাকরির জন্য সরাসরি আবেদন করতে চান তাহলে নিচের লিংক দেওয়া চাইলে এখানে ক্লিক করে সরাসরি আবেদন করতে পারেন।
APPLY NOW: CLICK HERE
Bandhan Bank recruitment| প্রচুর শূন্য পদে কর্মী নিয়োগ| আবেদন করলেই চাকরি
WB ICDS Anganwadi Recruitment 2021-2022 (icdswb.in) Total 20000 Vacancies apply now
পশ্চিমবঙ্গের ডাটা এন্ট্রি পদে প্রচুর কর্মী নিয়োগ
WB ICDS Anganwadi Recruitment 2021-2022 (icdswb.in) Total 20000 Vacancies apply now
পশ্চিমবঙ্গের ডাটা এন্ট্রি পদে প্রচুর কর্মী নিয়োগ