উচ্চ মাধ্যমিক পাশে প্রচুর পরিমাণে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি! চাকরি পাওয়ার দারুণ সুযোগ আজই আবেদন করুন

Table of Contents

 

কলেজে গ্রুপ সি পদের জন্য প্রচুর পরিমাণে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হলো । পশ্চিমবঙ্গের নেতাজি সুভাষ ইউনিভার্সিটি অফ টেকনোলজি তে গ্রুপ সি পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এখানে আবেদন করতে হলে আপনাকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। এবং এই আবেদন পদ্ধতিটি চলবে অনলাইনের মাধ্যমে। এখানে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে । যেসব পদে কর্মী নিয়োগ করা হবে সেগুলি হল লোয়ার ডিভিশন ক্লার্ক, জুনিয়র স্ট্যানো, আপার ডিভিশন ক্লার্ক, লাইব্রেরী অ্যাসিস্ট্যান্ট, জুনিয়ার মেকানিক্যাল, অ্যাসিস্ট্যান্ট স্টোর কিপার। আবেদন চলবে 31 শে জুলাই পর্যন্ত।


লোয়ার ডিভিশন ক্লার্ক

এখানে মোট শূন্যপদ রয়েছে 35টি যার মধ্যে (UR-15, EWS-4, SC-4, ST- 3, OBC-9, টি )।
শিক্ষাগত যোগ্যতা : আপনাকে যে কোন শাখায় উচ্চমাধ্যমিক পাশ করতে হবে এবং সঙ্গে কম্পিউটার কোর্স থাকতে হবে ।এছাাড়া  আপনাকে মিনিটে পঁয়ত্রিশটি শব্দ টাইপিং করতে হবে 
বেতন: প্রতিমাসে 19900 টাকা থেকে 63200 টাকা পর্যন্ত

জুনিয়ার স্টেনোগ্রাফার

 এখানে মোট 10টি শূন্য পদে রয়েছে। এখানে আবেদন করতে হলে আপনাকে উচ্চমাধ্যমিক পাশ করতে হবে এবং আপনাকে প্রতি মিনিটে 80 টি শব্দ স্টেনোগ্রাফি স্পিড থাকতে হবে। পাশাপাশি কম্পিউটারের ইংরেজিতে 35 টি শব্দ টাইপিং জানতে হবে । বেতন প্রতি মাসে 25500 টাকা থেকে 81100 টাকা পর্যন্ত।


আপার ডিভিশন ক্লার্ক

 এখানে মোট 8টি শূন্য পদ রয়েছে। এখানে আবেদন করতে হলে আপনাকে অবশ্যই গ্রাজুয়েশন পাস করতে হবে । বেতন 25500 -81100 টাকা পর্যন্ত ।


 লাইব্রেরিয়ান অ্যাসিস্ট্যান্ট 

এখানে মোট শূন্যপদ রয়েছে 2টি। এখানে আবেদন করতে হলে আপনাকে যে কোন শাখায় গ্রাজুয়েশন পাস করতে হবে এবং সঙ্গে লাইব্রেরী সাইন্স বিষয়ে কোর্স থাকতে হবে। বেতন 25500 টাকা থেকে 81100 টাকা পর্যন্ত ।

 জুনিয়র মেকানিক্যাল 

এখানে মোট 21 টি পদ রয়েছে ।এখানে আবেদন করতে হলে আপনাকে অবশ্যই সংশ্লিষ্ট ট্রেড ইঞ্জিনিয়ারিং পাশ করতে হবে । প্রতি মাসে বেতন 19900-63200 টাকা পর্যন্ত ।



উপরের প্রত্যেকটি চাকরির আবেদনের জন্য জন্য আপনার বয়স হতে হবে 30 বছরের মধ্যে।
এখানে গ্রুপ সি পদগুলির জন্য আবেদন ফি 400 টাকা এবং গ্রুপ বি পদের জন্য আবেদন ফি 1000 টাকা এবং আপনি যদি SC,ST বা PWD হন তাহলে আপনাকে আবেদনের জন্য কোন টাকা দিতে হবে না।

Leave a Comment