উচ্চ মাধ্যমিক পাশে সরাসরি প্রশিক্ষণের মাধ্যমে চাকরি, আবেদন করলেই চাকরি | WB Health ANM-GNM Recruitment 2023

 

বর্তমানে রাজ্য সরকারের অধীনে যতগুলি দপ্তর রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি কর্মসংস্থানের সুযোগ রয়েছে স্বাস্থ্য দপ্তরে। প্রতি বছর রাজ্য সরকারের অধীনস্থ এই স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে রাজ্যের প্রতিটি সরকারি হাসপাতালে কয়েক হাজার শূন্যপদে স্টাফ নার্স নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। তাই কোনো যুবক বা যুবতী যদি উচ্চমাধ্যমিক পাস করার পর মেরেকেটে ANM/GNM/B.Sc নার্সিং ট্রেনিং এ ভর্তি হয়ে মনযোগ সহকারে সবকিছু ঠিকঠাক মতো শিখে এই ট্রেনিং Complete করতে পারে তাহলেই ব্যাস ট্রেনিং Complete করার পরেই তার চাকরি একপ্রকার বাঁধা এটাই ধরে নেওয়া হয়। তাকে আর বেকারত্বের জীবন অতিবাহিত করতে হয় না। 

       তবে সবার ক্ষেত্রে তো আর তা সম্ভব হয় না। আমাদের রাজ্যে এমন বহু যুবক যুবতী আছে যাদের উচ্চমাধ্যমিক পাস করে নার্সিং ট্রেনিং এ ভর্তি হওয়ার ইচ্ছা থাকা সত্ত্বেও পরিবারের আর্থিক অক্ষমতার জন্য তা সম্ভব হয়ে ওঠে না। ফলে নার্সিং ট্রেনিং করার মাধ্যমে সহজেই একটি উজ্জ্বল ভবিষ্যত গড়ার ইচ্ছা তাদের পূরণ হয় না। তবে এবারে তাদের ইচ্ছাও পূরণ হবে। আর তাদের এই ইচ্ছা পূরণের পথ প্রশস্ত করবে রাজ্য সরকার। কারন রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যের বেশ কিছু উচ্চমাধ্যমিক পাস বেকার যুবক যুবতীকে সম্পূর্ণ বিনামূল্যে ANM ও GNM ট্রেনিং করিয়ে স্টাফ নার্স পদে স্থায়ী চাকরিতে নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। 

       চলতি মাসের প্রথম দিকেই রাজ্য সরকারের অধীনস্থ West Bengal Joint Entrance Examinations Board (WBJEEB) -এর তরফ থেকে একটি এন্ট্রান্স পরীক্ষার মাধ্যমে রাজ্যের বেকার যুবক যুবতীদের বিনামূল্যে ANM ও GNM ট্রেনিং করিয়ে নার্সিং পদে চাকরিতে নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সুতরাং আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্তের যেসব উচ্চমাধ্যমিক পাস বেকার যুবক যুবতীরা অর্থের অভাবে ANM ও GNM নার্সিং ট্রেনিং এ ভর্তি হতে পারছেন না তাদের জন্য এটি একটি সুবর্ন সুযোগ। তাই এই সুযোগকে কোনো ভাবেই হাতছাড়া না করে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করে ফেলুন। আর এই সম্পর্কে আরও বিস্তারিত ভাবে জানতে আমাদের প্রতিবেদনটি একটু ধৈর্য ধরে শেষ পর্যন্ত পড়ে জেনে নিন। নীচে এই বিষয়ে বিস্তারিত ভাবে আলোচনা করা হল।

শিক্ষাগত যোগ্যতা:-

  West Bengal Joint Entrance Examinations Board (WBJEEB) এর তরফে আয়োজিত এন্ট্রান্স পরীক্ষার মাধ্যমে বিনামূল্যে ANM ও GNM ট্রেনিং করার সুযোগ পেতে আবেদন করতে হলে আবেদনকারীকে অবশ্যই কোনো সরকার স্বীকৃত বোর্ড থেকে কমপক্ষে ৪০ শতাংশ নম্বর পেয়ে উচ্চমাধ্যমিক পাস করে থাকতে হবে। এমনকি যেসব ছাত্র ছাত্রীরা ২০২৩ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবেন তারাও এখানে নির্দ্বিধায় আবেদন করতে পারবেন। এছাড়াও যেসব চাকরিপ্রার্থীরা Health Care Science বিষয়ে ভোকেশনাল বিভাগে উচ্চমাধ্যমিক পাস করেছেন তারাও এখানে আবেদন করতে পারবেন।

বয়সসীমা:-

এক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ৩১/১২/২০২৩ অনুযায়ী ১৮-৩৫ বছরের মধ্যে। তবে সরকারি নিয়ম মাফিক SC, ST প্রার্থীরা ৫ বছর এবং OBC প্রার্থীরা ৩ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবেন। 

আবেদন পদ্ধতি:-

রাজ্য সরকারের অধীনে বিনামূল্যে ANM ও GNM নার্সিং ট্রেনিং এ সুযোগ পেতে West Bengal Joint Entrance Examinations Board (WBJEEB) এর তরফে আয়োজিত এন্ট্রান্স পরীক্ষা দেওয়ার জন্য আবেদন করতে হলে আবেদনকারীকে সম্পূর্ণ ভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এবং তা যেভাবে করতে হবে তা হল-

১) প্রথমে WBJEEB এর অফিসিয়াল ওয়েবসাইট www.wbjeeb.nic.in এ প্রবেশ করতে হবে।

২) তারপর সেখানে রেজিস্ট্রেশন এর জন্য দেওয়া নির্দিষ্ট লিঙ্কে ক্লিক করে আবেদনকারীর নিজের নাম, অভিভাবকের নাম, ঠিকানা, জন্ম তারিখ, জেন্ডার, শিক্ষাগত যোগ্যতা, বয়স, একটি বৈধ ইমেল আইডি ও ফোন নাম্বার ইত্যাদি দিয়ে রেজিস্ট্রেশন Complete করতে হবে।

৩) এরপর Next Button এ ক্লিক করে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক সহ আরও যদি কোনো উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে সেই সব কিছুর মার্কসীট ও সার্টিফিকেট, অন্যান্য সব প্রয়োজনীয় ডকুমেন্টস, এক কপি রঙিন পাসপোর্ট সাইজের ফটো, আবেদনকারীর নিজস্ব সিগনেচার ইত্যাদি স্ক্যান করে আপলোড করে আবার ও next button এ ক্লিক করতে হবে।

৪) সবশেষে আবেদন মূল্য হিসেবে জেনারেল ক্যাটাগরির প্রার্থীরা ৪০০ টাকা করে এবং SC, ST, OBC ও PwBD প্রার্থীরা ৩০০ টাকা করে Credit card, Debit card ও Net Banking এর মাধ্যমে জমা দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলেই অ্যাপ্লিকেশান Done।

প্রয়োজনীয় নথীপত্র:-

অনলাইনের মাধ্যমে Apply করার সময় যে সব প্রয়োজনীয় নথীপত্র গুলি স্ক্যান করে আপলোড করে সাবমিট করতে হবে সেগুলি হল-

১) বয়সের প্রমানপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট বা বার্থ সার্টিফিকেট।

২) ফটো আইডি প্রুফ হিসেবে আধার কার্ড এবং ভোটার কার্ড।

৩) মাধ্যমিক, উচ্চমাধ্যমিক সহ আরও যদি কোনো উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে সেই সব কিছুর মার্কসীট ও সার্টিফিকেট।

৪) কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)।

৫) এক কপি রঙিন পাসপোর্ট সাইজের ফটো।

৬) আবেদনকারীর নিজস্ব সিগনেচার (নীল বা কালো ডট পেন দিয়ে করা)।

প্রার্থী বাছাই পদ্ধতি:-

 অনলাইন আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর এখানে আবেদনকারী প্রার্থীদের West Bengal Joint Entrance Examinations Board (WBJEEB) এর অধীনে একটি ১১৫ নম্বরের লিখিত পরীক্ষা দিতে হবে। যেখানে ১ নম্বরের ১০০ টি MCQ টাইপ প্রশ্ন থাকবে। এবং এই পরীক্ষার জন্য সময় দেওয়া হবে ১ঘন্টা ৩০ মিনিট। এবং এই পরীক্ষার প্রশ্নপত্র বাংলা ও ইংরেজি ভাষায় তৈরি করা হবে। এই লিখিত পরীক্ষায় যারা যারা উত্তীর্ণ হবেন তাদেরকে শর্টলিস্ট করে ইন্টারভিউ এর জন্য ডাকা হবে। শেষ পর্যন্ত এই ইন্টারভিউ তে যারা পাস করবেন তাদেরকে GNM ও ANM ট্রেনিং এ ভর্তি নেওয়া হবে।

পরীক্ষার সিলেবাস:-

এই পরীক্ষায় জীবন বিজ্ঞানের উপর ৫০ নম্বরের প্রশ্ন আসবে, ভৌত বিজ্ঞানের উপর ২৫ নম্বরের প্রশ্ন আসবে, ইংরেজির উপর ১৫ নম্বরের প্রশ্ন আসবে, গনিতের উপরে ১০ নম্বরের প্রশ্ন আসবে, জেনারেল নলেজের উপরে ১০ নম্বরের প্রশ্ন আসবে এবং লজিক্যাল রিজেনিং এর উপর ৫ নম্বরের প্রশ্ন আসবে। এর মধ্যে জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান ও গনিত বিষয়ের প্রশ্ন গুলি হবে দশম শ্রেনী মানের এবং ইংরেজি, জেনারেল নলেজ ও লজিক্যাল রিজেনিং এর প্রশ্ন গুলি হবে দ্বাদশ শ্রেণি মানের।

পরীক্ষার তারিখ:-

এই পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২ রা জুলাই দুপুর ১২ টা থেকে ১ টা ৩০ মিনিট পর্যন্ত।

আবেদন করার শেষ তারিখ:-

এই পরীক্ষার জন্য অনলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা নেওয়ার প্রক্রিয়া আজ অর্থাৎ ১৭/০১/২০২৩ থেকে শুরু হল এবং এই প্রক্রিয়া চলবে আগামী ১৩/০২/২০২৩ পর্যন্ত। তাই সম্পূর্ণ বিনামূল্যে সরকারের অধীনে নার্সিং ট্রেনিং করে স্থায়ী নার্স পদে চাকরি পাওয়ার এই সুবর্ন সুযোগ হাতছাড়া না করে দ্রুত আবেদন করে ফেলুন।


OFFICIAL NOTICE: CLICK HERE
APPLY NOW: CLICK HERE
MORE JOB NEWS: CLICK HERE

চাকরির সম্বন্ধীয় আরো বিস্তারিত খবরা খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন।
TELRGRAM CHANNEL:  CLICK HERE

Leave a Comment