উচ্চ মাধ্যমিক পাসে বন্ধন ব্যাংকে ১০ হাজার কর্মী নিয়োগ, আবেদন করলেই চাকরি | WB 10000 Bandhan Bank Recruitment 2023

By bengalpravakar.com

Published on:

যে সমস্ত চাকরিপ্রার্থীরা মাধ্যমিক, উচ্চমাধ্যমিক অথবা গ্রাজুয়েশন পাস করে দীর্ঘদিন ধরে সরকারি চাকরির খোঁজ করছেন কিন্তু চাকরি পাচ্ছেন না, অবশেষে এই সমস্ত চাকরিপ্রার্থীদের জন্য চলে এলো নতুন করে বিশাল বড় একটি সুখবর। নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলায় জেলায়। আমরা জানি বেশ কিছুদিন পরপর বন্ধন ব্যাংক এর তরফে কর্মী নিয়োগ করা হয়। সমগ্র পশ্চিমবঙ্গে বন্ধন ব্যাংকে আবারো প্রচুর কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল। বন্ধন ব্যাংকের প্রতিটি ব্রাঞ্চেই প্রচুর কর্মীর প্রয়োজন। ইতিমধ্যেই জানা গিয়েছে সমগ্র পশ্চিমবঙ্গের প্রায় 10 হাজারের উপরে বন্ধন ব্যাংকে কর্মী দরকার। আপনি যদি শুধুমাত্র উচ্চমাধ্যমিক বা গ্রাজুয়েশন পাস করে থাকেন তাহলেই আপনি এখানে চাকরি করার সুযোগ পাবেন। এখানে চাকরি পাওয়া খুবই সহজ। আবেদন করলেই এখানে চাকরি হওয়ার সম্ভাবনা প্রবল। এখানে পুরুষ ও মহিলা উভয় আবেদন করতে পারেন । খুবই সাধারণভাবে শুধুমাত্র একটি ইন্টারভিউ এর মাধ্যমেই আপনাকে নিয়োগ করা হবে এখানে। আপনি যদি ইন্টারভিউয়ে পাস করে যান তাহলে আপনার চাকরি হয়ে যাবে। সাধারণত এখানে আবেদন করলেই চাকরি হওয়ার বিরাট বড় সুযোগ থাকে। নিচের চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য দেওয়া হল।

পদের নাম: সমগ্র পশ্চিমবঙ্গের বন্ধন ব্যাংকে দুটি পদে প্রচুর কর্মী নিয়োগ করা হবে। পদ দুটির নাম হল-

RO- রিলেশনশিপ অফিসার (RELATIONSHIP OFFICER)

RO-SS -রিলেশনশিপ অফিসার সুপার সেভার(RELATIONSHIP OFFICER – SUPPER SAVER)

এছাড়াও বন্ধন ব্যাংকের আরো বিভিন্ন সেক্টরে কর্মী নিয়োগ করা হয়।

শিক্ষাগত যোগ্যতা: আপনি শুধুমাত্র উচ্চমাধ্যমিক পাস করলেই এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও আপনি যদি গ্রাজুয়েশন পাস হয়ে থাকেন তাহলে আপনি চাকরির জন্য আবেদন করতে পারবেন। এখানে শিক্ষাগত যোগ্যতার উপরে তেমন গুরুত্ব দেওয়া হয় না খুবই সাধারণ ভাবে মাধ্যমিক উচ্চমাধ্যমিক অথবা গ্রেজুয়েশন পাস হলেই এখানে আবেদন করে চাকরি পেতে পারেন।

আবেদন পদ্ধতি: এখানে মূলত অফলাইনের মাধ্যমেই আবেদন করতে হয়। যারা এখানে আবেদন করতে ইচ্ছুক তাদের সর্ব প্রথম বায়োডাটা বানাতে হবে। এরপর ওই বায়োডাটার সঙ্গে সমস্ত ধরনের ডকুমেন্ট সংযুক্ত করে সেল্ফ এটেস্টেড করে সমস্ত কিছু একটি খামে ভরে সেটি জমা করতে হবে। আপনি বন্ধন ব্যাংকের ব্যাংকিং ইউনিটে গিয়ে আপনার বায়োডাটা জমা দেবেন। অর্থাৎ আপনি বন্ধন ব্যাংকের পোস্টার এর উপরে দেখবেন লেখা আছে বন্ধন ব্যাংক ব্যাংকিং ইউনিট বিশেষভাবে বলতে গেলে যে ডিপার্টমেন্ট থেকে বন্ধন ব্যাংকের মহিলাদের লোন দেওয়া হয় সেই ডিপার্টমেন্টে গিয়ে বায়োডাটা জমা করতে হবে। এছাড়াও আপনি বন্ধন ব্যাংকে গিয়ে খোঁজ নিয়ে দেখতে পারেন বন্ধন ব্যাংকের ডিভিশন অফিস কোথায় রয়েছে আপনার এলাকায় । আপনি যদি ডিভিশন অফিসে গিয়ে নিজে হাতে বায়োডাটা জমা দিতে পারেন তাহলে এক থেকে দু মাসের মধ্যেই আপনি ইন্টারভিউ এর জন্য ডাক পেয়ে যাবেন।

তবে অনলাইনেও আবেদন করতে পারেন কিন্তু অনলাইনে আবেদন করলে তেমন সাড়া পাওয়া যায় না। আপনি যদি অনলাইনে আবেদন করেন তাহলে আপনি ইন্টারভিউয়ের জন্য ডাক পাবেন। আপনি যদি এখানে আবেদন করতে চান তাহলে আপনার বায়ো ডাটা সহ আপনার শিক্ষাগত যোগ্যতা সমস্ত কাগজপত্র জেরক্স করে একটি খামে ভরে আপনার নিকটবর্তী কোন বন্ধন ব্রাঞ্চে গিয়ে ব্রাঞ্চ ম্যানেজারের কাছে জমা দিয়ে আসবেন।

কি কি ডকুমেন্টস জমা করতে হবে: আপনি এখানে আবেদন করতে চাইলে আপনাকে নিম্নলিখিত কাগজপত্রগুলো জেরক্স করে জমা করতে হবে-
• মাধ্যমিকের এডমিট কার্ড ,
• মাধ্যমিকের মার্কশীট ,
• উচ্চ মাধ্যমিকের মার্কশীট ,
• আপনি যদি গ্রাজুয়েশন পাস করে থাকেন তাহলে গ্রেজুয়েশন এর মার্কশিট,
• আধার কার্ড
• ভোটার কার্ড
• প্যান কার্ড
• পাসপোর্ট সাইজের ফটোকপি

উপরের দেওয়া সমস্ত ডকুমেন্টগুলো জেরক্স করে সেল করে জমা করবেন।

নিয়োগ পদ্ধতি: আপনি আপনার প্রয়োজনীয় কাগজপত্র জমা করার এক মাস বা দু’মাসের মধ্যেই আপনাকে ফোন করে একটি নির্দিষ্ট দিনে ইন্টারভিউ এর জন্য ডাকা হবে। এরপর আপনাকে ইন্টারভিউ দিতে হবে এবং আপনি যদি ইন্টারভিউয়ে সিলেকশন হন তাহলে আপনাকে ট্রেনিংয়ের জন্য ডাকা হবেন। ট্রেনিং করার কিছুদিন পরেই আপনাকে জয়নিং এর জন্য ডাকা হবে।

কাজের ধরন: বন্ধন ব্যাংকে প্রচুর স্টাফ এর প্রয়োজন তাই এখানে কাজের চাপ একটু বেশি। আপনাকে প্রথমত সকালে গ্রুপ লোন বা বাজার লোন কালেকশনের জন্য পাঠানো হবে। এরপর আপনাকে অফিসে এসে যাদের নতুন লোন পাস হবে তাদের লোনের ব্যবস্থা করে দিতে হবে। এরপর দিনশেষে ব্যাংকের প্রয়োজনে হিসাবপত্র করতে হবে।

ছুটির ব্যবস্থা: আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে আপনাকে সমস্ত ধরনের সরকারি ছুটি দেওয়া হবে। প্রতি সপ্তাহে চারটি রবিবার ও দুটি শনিবার অর্থাৎ প্রতি সপ্তাহের সেকেন্ড ও শেষ শনিবার করে ছুটি থাকবে।


Official Website: CLICK HERE



MORE JOB NEWS: CLICK HERE

চাকরির সম্বন্ধীয় আরো বিস্তারিত খবরা খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন।
TELRGRAM CHANNEL:  CLICK HERE

Leave a Comment