আপনি যদি শিক্ষক হতে চান তাহলে আপনাকে অবশ্যই আগে থেকে ঠিক করে নিতে হবে, তাহলে সঞ্চয় হবে আপনার এক বছর । চার বছরের মধ্যেই আপনি BA পাশ ও B.ED কোর্স সম্পন্ন করে ফেলতে পারবেন, এমনটাই নির্দেশ এসেছে কেন্দ্র সরকারের তরফ থেকে নতুন শিক্ষানীতিতে। আপনি শিক্ষক হতে চাইলে অবশ্যই সেটি আগে থেকে ঠিক করে নিবেন।
CLICK HERE :কোনরকম শিক্ষাগত যোগ্যতা ছাড়াই ভারতীয় ডাক বিভাগে প্রচুর কর্মী নিয়োগ
জাতীয় শিক্ষানীতির নতুননিয়ম অনুযায়ী আপনি শিক্ষকতা করতে চাইলে আপনাকে উচ্চমাধ্যমিক পাশ করার পরে সিদ্ধান্ত নিতে হবে । নতুন শিক্ষানীতি অনুযায়ী আপনাকে B.A/B.SC/B.COM কোন কোর্স করতে হবে না । শুধুমাত্র একটি কোর্স করবেন যদি আপনি শিক্ষকতা করতে চান। এই ইন্টিগ্রেটেড একটি কোর্স করার মাধ্যমে আপনার গ্রাজুয়েশন ও বিএড ডিগ্রী কমপ্লিট হয়ে যাবে চার বছরের মধ্যে। এর জন্য আলাদা আলাদাভাবে গ্রাজুয়েশন ও দু’বছরের বিএড করতে হবেনা । একটি কোর্স চার বছরে করলে আপনি দুটো কোর্সের মর্যাদা পাবেন। যেখানে আপনার সঞ্চয় হবে এক বছর। এই নতুন সিদ পরিকল্পনা কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক ও NCTE যৌথ উদ্যোগে গঠন করা হয়েছে।
এই একটি ইন্টিগ্রেটেড কোর্স করার মাধ্যমে আপনাকে B.A/B.SC/B.COM + B.ED ডিগ্রী প্রদান করা হবে। যার মাধ্যমে ভবিষ্যতে আপনি যদি আরো উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে চান তাও হতে পারবেন। জানা গেছে আগামী 2022-23 শিক্ষাবর্ষ থেকেই এই নতুন নিয়ম চালু হবে। আগামী দিনে এই ডিগ্রি ভারতের সবথেকে বেশি মর্যাদা পাবে বলে আশা করা যাচ্ছে।
এই নতুন কোর্স করার মাধ্যমে ছাত্র-ছাত্রীদের সময় সঞ্জয় হবে এবং তারা ওই সময়টায় আরো উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারবে বলে আশা করা যাচ্ছে। এই কোর্সটি করার মাধ্যমে আপনার মধ্যে শিক্ষকের মানসিকতা তৈরি হয়ে যাবে এবং আপনি ভবিষ্যতে একটি উপযুক্ত শিক্ষক হতে পারবেন।