বিশ্ব মহামারী করোনার কবলে আমাদের রাজ্যের প্রায় দীর্ঘ আট মাস ধরে বন্ধ রয়েছে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল ও কলেজ। অবশেষে দীর্ঘ আট মাস পরে আভাস পাওয়া যাচ্ছিল রাজ্যের সমস্ত স্কুল কলেজ খুলবে, কারণ আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কিছুদিন আগে ঘোষণা করেছিলেন আমাদের রাজ্যের সমস্ত স্কুল-কলেজ সম্ভবত ডিসেম্বর মাসেই খুলতে পারে। কিন্তু এদিন শিক্ষামন্ত্রী সমস্ত কলেজের উপাচার্যের সঙ্গে বৈঠক করেন এবং তারপরেই সিদ্ধান্ত বদল ঘটে।এই পরিস্থিতিতে অনলাইন ক্লাসে একমাত্র ভরসা এমনটাই জানানো হয়েছে।
এদিন রবিবার শিক্ষামন্ত্রী সমস্ত উপাচার্যদের সঙ্গে বৈঠক করেন এবং তার পরেই তিনি ঘোষণা করেন এবছর আর খুলবি না কোন শিক্ষাপ্রতিষ্ঠান।ওই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী তিনি বলেই দিয়েছেন ২০২০ তে আর কোন শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে না। সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান ২০২১ এ গিয়ে খুলবে এবং এর কারণ তিনি বিস্তারিত ভাবে ব্যাখ্যা করেছেন।
এদিন শিক্ষা মন্ত্রী জানিয়েছেন রাজ্যে করোনার পরিস্থিতি খুবই খারাপ এবং দিনের-পর-দিন রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই যাচ্ছে এই পরিস্থিতিতে রাজ্যের যদি সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হয় তাহলে ছাত্র-ছাত্রীদের জীবন বিপন্ন ফেলা হবে। করোনার পরিস্থিতি যখন স্বাভাবিক হবে তারপরে সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে এবং ততদিন পর্যন্ত অনলাইনের মাধ্যমেই ক্লাস চালানো হবে। এছাড়াও শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আরো জানিয়েছেন স্নাতক স্তরের পরীক্ষা অনলাইনের মাধ্যমে নেওয়া হবে।