মুকেশ আম্বানি আমাদের ভারতবর্ষের 3g নেটওয়ার্কে সম্পূর্ণরূপে ধূলিসাৎ করে দিয়ে 4g নেটওয়ার্কে সম্পূর্ণ দেশকে মাতিয়ে বেড়াচ্ছেন। একের পর এক নতুন অফার দিয়ে সমগ্র ভারতবাসীর মন জয় করে নিয়ে এখন সমগ্র ভারতবর্ষে একটি সবথেকে ভালো নেটওয়ার্ক সেটি হল ফোরজি নেটওয়ার্ক এর জিও নেটওয়ার্ক। এবার আবার একটি নতুন দুর্দান্ত অফার নিয়ে হাজির হলো ফোরজি নেটওয়ার্ক এর জিও ফোন।
জিও কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে আপনি যদি সম্পূর্ণ এক বছরের রিচার্জ করে এই ফোনটি নিয়ে নেন তাহলে আপনাকে ফোনের দাম দিতে হবে না শুধুমাত্র রিচার্জ করলেই পেয়ে যাবেন এই ফোনটি।
আপনি সম্পূর্ণ এক বছরের জন্য রিচার্জ করলেই পেয়ে যাবেন 365 দিন বিনামূল্যে আনলিমিটেড কথা বলার সুবিধা , সেইসঙ্গে পাবেন 24gb আনলিমিটেড হাইস্পিড ফোরজি ডাটা 365 দিনের জন্য।
এক বছরের জন্য রিচার্জ করলে আপনার 1499 টাকা দিতে হবে এবং এই 1499 টাকা দিয়ে রিচার্জ করলেই আপনি সঙ্গে একটি নতুন জিও ফোন পেয়ে যাবেন। আপনাকে জিও ফোনের জন্য কোন আলাদাভাবে দাম দিতে হবে না। আপনি এই জিও ফোনে ফেসবুক ইউটিউব থেকে শুরু করে হোয়াটসঅ্যাপে চালাতে পারবেন আনলিমিটেড।