এর আগে আমরা আমাদের প্রতিবেদনের মাধ্যমে আপনাদের সঙ্গে রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের অধীনস্থ বহু দপ্তরে নিয়োগের বিষয় নিয়ে আলোচনা করেছি। কিন্তু আজ আমরা আপনাদের সঙ্গে যে নিয়োগ সম্পর্কিত আলোচনা করতে চলেছি তা একেবারে অন্যরকম কারন আজ আমরা কোনো একটি নির্দিষ্ট দপ্তরে নয় বরং পশ্চিমবঙ্গের একাধিক দপ্তরে কর্মী নিয়োগের বিষয়ে আলোচনা করব। যার ফলে আমাদের রাজ্যের অর্ধেকেরও বেশি পরিমাণ যুবক যুবতী নিজেদের কর্মসংস্থান খুঁজে পাবেন বলে আমাদের বিশ্বাস। আর সেই কারণেই আমাদের আজকের এই প্রতিবেদনের মাধ্যমে পাওয়া সুসংবাদ আপনাদের কাছে এ বছরের সবচেয়ে সেরা সুসংবাদ হতে চলেছে বলে আমাদের বিশ্বাস।
নীচে কোন কোন দপ্তরের কোন কোন পদে কর্মী নিয়োগ করা হবে, তার জন্য কী ধরনের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, সর্বোচ্চ ও সর্বনিম্ন বয়স সীমা কত এই সব বিষয়ে বিস্তারিত ভাবে আলোচনা করা হল।
আবেদন পদ্ধতি:- এই সমস্ত দপ্তরে চাকরির জন্য আবেদন করতে হলে আপনাকে অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং সেই জন্য যা যা করতে হবে সেগুলি হল-
১) প্রথমে এই বিজ্ঞপ্তির নীচে দেওয়া অফিসিয়াল নোটিফিকেশন টিকে ডাউনলোড করতে হবে।
২) তারপর সেখানে উল্লেখিত অফিসিয়াল ওয়েবসাইট টিতে ক্লিক করলে একটি অনলাইন অ্যাপ্লিকেশনের ফর্ম আসবে সেখানে আপনার নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, জেন্ডার, বয়স, ঠিকানা, আধার নম্বর, একটি বৈধ ইমেল আইডি ও ফোন নাম্বার ইত্যাদি লিখে ফর্ম টিকে ফিলাপ করে ফেলুন।
৩) এরপর আপনার নিজের একটি পাসপোর্ট সাইজের ফটো স্ক্যান করে ফর্মের নির্দিষ্ট স্থানে আপলোড করে দিন এবং সিগনেচারের জায়গায় একটি সিগনেচার স্ক্যান করে আপলোড করে দিন।
৪) সবশেষে আপনার যাবতীয় ডকুমেন্টস গুলি স্ক্যান করে ফর্মের সঙ্গে যুক্ত করে সাবমিট বাটনে ক্লিক করলেই আপনার অ্যাপ্লিকেশন Done।
প্রয়োজনীয় ডকুমেন্টস:- আবেদন পত্রের সঙ্গে যে সব প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি স্ক্যান করে আপলোড করতে হবে সেগুলি হল-
১) বয়সের প্রমানপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড স্ক্যান করা।
২) ভোটার কার্ড এবং আধার কার্ড স্ক্যান করা।
৩) সমস্ত শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস স্ক্যান করা।
৪) ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট স্ক্যান করা।
৫) এক কপি পাসপোর্ট সাইজের ফটো স্ক্যান করা।
নির্বাচন পদ্ধতি:- এই সব দপ্তরে চাকরির জন্য আবেদন প্রক্রিয়া শেষ হয়ে গেলে আবেদনকারীদের প্রথমে একটি ৫০ নম্বরের লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে। সেই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন তাদের ই-মেইল করে ইন্টারভিউ লেটার পাঠিয়ে ইন্টারভিউ ও ডকুমেন্টস ভেরিফিকেশন এর জন্য ডাকা হবে। সেখানে তাদের অ্যাকাডেমিক এক্সামিনেশনে প্রাপ্ত নম্বর যাচাই করে যারা যারা উত্তীর্ণ হবেন তাদের সরাসরি চাকরিতে নিয়োগ করা হবে।
আবেদন করার শেষ তারিখ:- এই সকল দপ্তর গুলিতে চাকরির জন্য আবেদন পত্র জমা নেওয়া গত ২১/১০/২০২৩ তারিখ থেকে শুরু হয়ে গিয়েছে এবং এই আবেদন চলবে আগামী ৪/১১/২০২২ তারিখ পর্যন্ত। তাই এই রকম একটা এতো বড় সুযোগ হাতছাড়া না করে দ্রুত আবেদন করে ফেলুন আর নিজের ভবিষ্যৎ সুনিশ্চিত করুন ।
সারা পশ্চিমবঙ্গের কোনো একটি নির্দিষ্ট দপ্তরে নয় বরং একাধিক দপ্তরের একাধিক শূন্যপদে এ বছরের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ কর্মী নিয়োগ করা হবে। আর এই দপ্তর গুলি হল- কলকাতা পোর্ট জুনিয়র ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, কলকাতা পুলিশ সহ আরও অনেক দপ্তরে। উল্লেখিত দপ্তর গুলির যে যে পদে কর্মী নিয়োগ করা হবে সেগুলি হল-
ল্যাব টেকনিশিয়ান- এই পদের জন্য আবেদন করতে হলে আপনাকে অবশ্যই যে কোনো সরকার স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাস করে থাকতে হবে। এবং সেই সঙ্গে যে কোনো সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অন্তত পক্ষে ২ বছরের Laboratory Technology তে ডিপ্লোমা কোর্স Complete করে থাকতে হবে। এক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ১৮-৪৫ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেনীর প্রার্থীরা নিয়মানুযায়ী বয়সের ছাড় পাবেন।এই পদের জন্য নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে ২০,০০০ টাকা করে বেতন দেওয়া হবে। এছাড়াও আরো অনেক গুলি শূন্যপদ রয়েছে সেগুলি বিষয়ে আপনারা এই দপ্তরের নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখতে পাবেন।
জুনিয়র ইঞ্জিনিয়ার- এই পদে চাকরির জন্য আবেদন জানাতে হলে আপনাকে অবশ্যই যে কোনো সরকার স্বীকৃত বোর্ড থেকে নুন্যতম মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাস করে থাকতে হবে। এবং সেই সঙ্গে যে কোনো সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অন্তত পক্ষে ৩ বছরের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা কোর্স Complete করে থাকতে হবে। এবং সেই সঙ্গে সংশ্লিষ্ট পদে অন্তত পক্ষে ৩ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। এক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে। এই পদের জন্য নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে ২৭,৬০০ টাকা করে বেতন দেওয়া হবে।
প্যাথোলজিস্ট- এই পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে যে কোনো সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে প্যাথলজিতে এম.ডি কোর্স Complete করে থাকতে হবে। এবং সেই সঙ্গে যে কোনো সরকারি প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট পদে অন্তত পক্ষে ৩ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। এক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ১৮-৪৫ বছরের মধ্যে। তবে নিয়মানুযায়ী SC, ST রা ৫ বছর এবং OBC রা ৩ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবেন। এই পদের জন্য নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে ৫০,০০০ টাকা করে বেতন দেওয়া হবে।
কেমিস্ট- এই পদে চাকরির জন্য আবেদন করতে হলে আপনাকে অবশ্যই M.sc সঙ্গে M.phil অথবা Chemistry/Physiology/Biochemistry তে P.hd করে থাকতে হবে। এবং সেই সঙ্গে যে কোনো সরকারি প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট পদে অন্তত পক্ষে ২ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। এক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ১৮-৪৫ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেনীর প্রার্থীরা নিয়মানুযায়ী বয়সের ছাড় পাবেন। এই পদের জন্য নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে ৪০,০০০ টাকা করে বেতন দেওয়া হবে।
এক্স-রে টেকনিশিয়ান- এই পদে চাকরির জন্য আবেদন করতে হলে আপনাকে অবশ্যই যে কোনো সরকার স্বীকৃত বোর্ড থেকে Physics, Chemistry ও Biology সহ উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে। এবং সেই সঙ্গে Radiology Technology তে ২ বছরের ডিপ্লোমা কোর্স Complete করে থাকতে হবে। এক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ১৮-৪৫ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেনীর প্রার্থীরা নিয়মানুযায়ী বয়সের ছাড় পাবেন। এই পদের জন্য নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে ২০,০০০ টাকা করে বেতন দেওয়া হবে।