করোনার প্রকোপে বোর্ডের পরীক্ষা বাতিল হতে পারে ! সরকারের কাছে আবেদন জানালো বলিউড অভিনেতা

By bengalpravakar.com

Updated on:

 চলতি বছরের প্রচুর পরিমাণে করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এই পরিস্থিতিতে সনু সুদ সমস্ত রাজ্যের বোর্ডের পরীক্ষা অফলাইনে বাতিল করার জন্য আবেদন জানিয়েছেন। অফলাইন  এর পরিবর্তে অনলাইনে কোন বিকল্প পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিতে বলেছেন সরকারকে।

 

এবার ছাত্র-ছাত্রীদের পক্ষে সোচ্চার হলেন সনু  সুদ। অফলাইনের পরীক্ষার বিরুদ্ধে সরব তিনি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তিনি একটি ভিডিও প্রকাশ করেছেন যেখানে তিনি বলেছেন সাম্প্রতিক আমাদের দেশের ছাত্রছাত্রীরা বর্তমানে মানসিকভাবে প্রস্তুতি নয় বোর্ডের পরীক্ষার জন্য।  তিনি আরও যুক্তি দিয়েছেন যেখানে মাত্র 600 জন করণা আক্রান্তের খবর পাওয়া গেছে সৌদি আরবের তখনই সে দেশে বন্ধ করে দেওয়াই ছিল সমস্ত পরীক্ষা, মেক্সিকোতে 1300 ছোয়া মাত্র বাতিল করা হয়েছিল সে দেশের সমস্ত পরীক্ষা, কুয়েতেও ১৫০০ পর্যন্ত। কিন্তু ভারতে সেই সংখ্যা পৌঁছে গিয়েছে ২ লক্ষে   তাই এখন পরীক্ষা নেওয়া একদমই ঠিক নয়।

 

ভাইরাল হয়েছে সনু সুদের  বক্তব্য। নেটিজেনরা তার এই বক্তব্যকে  সাধুবাদ জানিয়েছেন। কমেন্ট এ ভরিয়ে দিয়েছেন তার এই  পোস্ট। 

Leave a Comment