কোনরকম লিখিত পরীক্ষা ছাড়াই উচ্চ মাধ্যমিক পাশে রাজ্যে সুপারভাইজার নিয়োগ! সরাসরি ইন্টারভিউ দিয়ে চাকরি

By bengalpravakar.com

Updated on:

 

কোনরকম লিখিত পরীক্ষা ছাড়াই পশ্চিমবঙ্গের সংখ্যালঘু দপ্তরের সুপারভাইজার নিয়োগ করা হবে। এখানে দিতে হবে না কোনরকম লিখিত পরীক্ষা । আপনি যদি উচ্চমাধ্যমিক পাশ করে থাকেন তাহলে আপনি এই চাকরির জন্য আবেদন করতে পারবেন।

পদের নাম: এডুকেশন সুপারভাইজার

বয়স: 20 থেকে 40 বছরের মধ্যে 

শিক্ষাগত যোগ্যতা: অন্তত 50% নাম্বার নিয়ে উচ্চ মাধ্যমিক পাস

আবেদন পদ্ধতি : এই চাকরির জন্য কোনরকম আবেদন করতে হবে না ।আপনি সরাসরি ডকুমেন্টস নিয়ে ইন্টারভিউয়ের স্থানে পৌঁছে যাবেন।

ইন্টারভিউ এর তারিখ: 26.08.2021 সকাল 11 টার সময় ইন্টারভিউ স্থানে উপস্থিত থাকতে হবে।

ইন্টারভিউর স্থান- The Office of the West Bengal Minorities Development & Finance Corporation , AMBER , DD- 27 / E Sector – 1 , Salt Lake , Kolkata – 700064

Leave a Comment