রাজ্যের নাম সই যোগ্যতা থেকে শুরু করে উচ্চশিক্ষিত পর্যন্ত প্রতিটি বেকার চাকরিপ্রার্থীর জন্য সুখবর। রাজ্যের বিশ্ববিদ্যালয় গুলিতে কোনো নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা ছাড়াই গ্ৰুপ ‘ডি’ কর্মী পদে কর্মী নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে জেলা ভিত্তিক শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে তাই পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে যে কোনো শিক্ষাগত যোগ্যতার পুরুষ মহিলা উভয় বেকার চাকরিপ্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। তবে এক্ষেত্রে আবেদনকারীকে পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে। দপ্তর কর্তৃক প্রকাশিত অফিসিয়াল নোটিফিকেশনে একথা স্পষ্টভাবে জানানো হয়েছে যে এখানে কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই কেবলমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে গ্ৰুপ ‘ডি’ পদে কর্মী নিয়োগ করা হবে। চলুন আর কথা না বাড়িয়ে এই নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে বিশদে জেনে নেওয়া যাক।
নিয়োগকারী প্রতিষ্ঠান ও শূন্যপদের নাম:-
রাজ্যের বাঁকুড়া জেলায় অবস্থিত Bankura University তে “মালি” পদে কর্মী নিয়োগ করার জন্য ইউনিভার্সিটির তরফ থেকে অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে।
প্রয়োজনীয় যোগ্যতা:-
এখানে সংশ্লিষ্ট পদে চাকরির জন্য আবেদন করার ক্ষেত্রে কোনো নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়নি। শুধুমাত্র মালির কাজ করার ৫ বছরের অভিজ্ঞতা থাকলেই যে কেউ এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন।
নির্ধারিত বয়সসীমা:-
উল্লেখিত শূন্যপদে চাকরির জন্য আবেদন করতে হলে আবেদনকারীর বয়স হতে হবে ১/০১/২০২৩ অনুযায়ী ৪০ বছরের মধ্যে।
আবেদন পদ্ধতি:-
বাঁকুড়া ইউনিভার্সিটির তরফ থেকে প্রকাশিত সংশ্লিষ্ট শূন্যপদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে অফলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা করতে হবে কারণ এখানে অনলাইন আবেদনের কোনো রুপ ব্যাবস্থা নেই। অফলাইনের মাধ্যমে যেভাবে আবেদন পত্র জমা দিতে হবে তা হল-
১) প্রথমে একটি সাদা প্লেন কাগজে যেভাবে অফিসিয়াল লেটার লেখা হয় সেভাবেই সংশ্লিষ্ট শূন্যপদের নাম উল্লেখ করে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষের নামে একটি আবেদন পত্র লিখে নিতে হবে।
২) এরপর আবেদনকারীর যা যা শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেই সব কিছুর প্রমান পত্রের সঙ্গে মালি পদে ৫ বছর কাজ করার অভিজ্ঞতার সার্টিফিকেট এবং অন্যান্য সব প্রয়োজনীয় ডকুমেন্টস এর এক কপি করে জেরক্স বের করে নিতে হবে।
৩) এরপর এই পূরন করা আবেদন পত্র সহ সবকটি জেরক্স কপি একসাথে পিন দিয়ে সংযুক্ত করে খামে ভরে নির্দিষ্ট সময়ের মধ্যে বাঁকুড়া ইউনিভার্সিটির Drop Box এ গিয়ে জমা দিয়ে আসতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্টস:-
আবেদন পত্রের সঙ্গে যে সব প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি যুক্ত করে জমা দিতে হবে সেগুলি হল-
১) বয়সের প্রমানপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট বা আধার কার্ড বা ভোটার কার্ডের এক কপি জেরক্স।
২) কোনো শিক্ষাগত যোগ্যতা যদি থাকে তাহলে তার মার্কসীট ও সার্টিফিকেটের এক কপি করে জেরক্স।
৩) কোন কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে তার এক কপি জেরক্স।
৪) কাজের অভিজ্ঞতার প্রমান পত্রের এক কপি জেরক্স।
৫) রিসেন্ট তোলা দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ফটো।
প্রার্থী বাছাই পদ্ধতি:-
বাঁকুড়া ইউনিভার্সিটির তরফ থেকে প্রকাশিত “মালি” পদে কর্মী নিয়োগ করার জন্য কোনো লিখিত পরীক্ষা নেওয়া হবে না। এক্ষেত্রে আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর আবেদনকারী প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের জন্য ডেকে নেওয়া হবে। এই ইন্টারভিউতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে হয় প্রার্থী বাছাই করে চাকরিতে নিয়োগ করা হবে।
আবেদন করার শেষ তারিখ:-
এখানে সংশ্লিষ্ট পদের জন্য অফলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা নেওয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং তা চলবে আগামী ১৫ ই মার্চ ২০২৩ পর্যন্ত। তাই যারা আবেদন করতে চান তারা নিম্নলিখিত ঠিকানায় নির্দিষ্ট সময়ের মধ্যে রবিবার ও অন্যান্য ছুটির দিন বাদ দিয়ে যে কোনো দিন বেলা ১১ টা থেকে বিকেল ৪ টের মধ্যে গিয়ে আবেদন পত্র জমা করে আসুন। আবেদন পত্র জমা দেওয়ার ঠিকানা হল-
Office Of The Register,
Bankura University, Main Campus,
Bankura Block-II, P.O-Purandarpur,
Dist-Bankura, Pin-722155, West
Bengal.