গ্রামীণ ডাক সেবক পদে প্রচুর কর্মী নিয়োগ | GDS Recruitment 2021

By bengalpravakar.com

Updated on:

 

GDS RECRUITMENT 2021

ভারতীয় ডাক বিভাগে প্রচুর কর্মী নিয়োগ করা হচ্ছে। আপনি যদি ভারতীয় ডাক বিভাগে আবেদন করতে চান তাহলে আপনাকে অবশ্যই মাধ্যমিক পাশ হতে হবে। এখানে কোনো রকম পরীক্ষা দিতে হবে না শুধুমাত্র আপনার মেধার উপর ভিত্তি করে এখানে নিয়োগ করা হবে। আপনি যেকোন স্থানের বাসিন্দা হলেই এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। ছেলে অথবা মেয়ে সকল এই চাকরির জন্য আবেদন যোগ্য। চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য খুঁটিনাটি নিচে দেওয়া আছে জেনে নিন। এছাড়াও নিচে অফিশিয়াল ওয়েবসাইট এর লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনারা সরাসরি আবেদনপত্র সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন।


পদের নাম:
এখানে যে পদে কর্মী নিয়োগ করা হবে সেটি হল- গ্রামীণ ডাক সেবক।


মোট শূন্যপদ:
এখানে মোর 3446 টি শূন্য পদ রয়েছে।


যোগ্যতা:
আপনি যদি ভারতীয় গ্রামীণ ডাক সেবক এর আবেদন করতে চান তাহলে আপনাকে অবশ্যই মাধ্যমিক পাশ হতে হবে। সঙ্গে আপনার যেকোন জায়গা থেকে বৈধ 6 মাস বা 1 বছরের কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে।


বয়স:
আপনি যদি এখানে আবেদন করতে চান তাহলে আপনার বয়স অবশ্যই 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে।


বেতন:
এখানে আপনাকে প্রতি মাসে 14 হাজার টাকা থেকে 18 হাজার টাকার মধ্যে দেওয়া হবে।


আবেদন ফি:
আপনি যদি জেনারেল candidate’s হয়ে থাকেন তাহলে আপনাকে আবেদন ফি হিসেবে 100 টাকা দিতে হবে। এছাড়া আপনি যদি SC, ST বা PH ক্যাটাগরির হয়ে থাকেন এছাড়াও আপনি যদি মহিলা হন তাহলে আপনাকে আবেদন করতে কোন রকম মূল্য দিতে হবে না।


আবেদন পদ্ধতি:
এখানে আপনাকে অনলাইনের মাধ্যমে ভারতীয় পোস্ট এর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটের লিংক নিচে দেওয়া আছে।


আপনার যে সব ডকুমেন্টস এর প্রয়োজন:


  • মাধ্যমিক এডমিট কার্ড

  • মাধ্যমিক মার্কশিট

  • কম্পিউটার সার্টিফিকেট

  • কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)

  • পাসপোর্ট সাইজের ছবি 
OFFICIAL WEBSITE: CLICK HERE
APPLY NOW: CLICK HERE
MORE JOB NEWS: CLICK HERE

চাকরির সম্বন্ধীয় আরো বিস্তারিত খবরা খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন:CLICK HERE

Leave a Comment