গ্রুপ সি পদে প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ

By bengalpravakar.com

Updated on:

 

প্রচুর পরিমাণে গ্রুপ-সি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি। Indian Audit and Accounts Department (IA&AD) তারকে বেশকিছু কর্মী নিয়োগ করা হবে। আপনি অনলাইনের মাধ্যমে অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন। আপনি যেটা আবেদন করতে চান তাহলে সরাসরি লিংক নিচে দেওয়া থাকবে সেখানে ক্লিক করে আবেদন করতে পারবেন। তবে আবেদন করার আগে চাকরির সম্বন্ধীয় বিস্তারিত তথ্য জেনে নিন।


যেসব পোস্টে কর্মী নিয়োগ করা হবে সেগুলি হল-
AUDITOR/ ACCOUNTANT


মোট শূন্যপদ
– এখানে মোট 124টি শূন্য পদ রয়েছে। যার মধ্যে পুরুষদের জন্য 115 টি এবং মহিলাদের জন্য 9টি শূন্য পদে রয়েছে।


শিক্ষাগত যোগ্যতা
– এখানে আবেদন করতে হলে আপনাকে অবশ্যই গ্রাজুয়েশন পাস থাকতে হবে।

 বয়স :- ১৮ থেকে ২৭ বছরের মধ্যে বয়স হতে হবে । তবে আপনি যদি এসসি এসটি ওবিসি ক্যাটাগরির হয়ে থাকেন তাহলে আপনি বয়সের ছাড় পাবেন।


আবেদন পদ্ধতি
– এখানে আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে। আবেদনে কোন ভুল তথ্য প্রদান করলে আপনার আবেদন অগ্রাহ্য বলে গণ্য করা হবে।


নিয়োগ পদ্ধতি
– এখানে প্রার্থী নির্বাচন করার জন্য প্রথমে আপনাকে পরীক্ষা দিতে হবে তারপরে কম্পিউটার টেস্ট এবং সর্বশেষে ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী সিলেকশন করা হবে।


আবেদনের শেষ তারিখ
: আবেদনের সর্বশেষ তারিখ হল 03.11.2021

অফিসিয়াল ওয়েবসাইট (Official Website )-https://cag.gov.in
 PDF ফাইল ডাউনলোড করুন – Pdf File

Leave a Comment