দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে SSC মাধ্যমে 4300 শূন্য পদে কর্মী নিয়োগ, বেতন-35,400 টাকা | SSC Govt Job Recruitment

By bengalpravakar.com

Published on:

 

রাজ্যের বেকার যুবক- যুবতীদের জন্য রয়েছে এবার বড় সুখবর । এবার SSC মাধ্যমে বিপুল সংখ্যক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। যে সমস্ত চাকরিপ্রার্থী  দীর্ঘদিন ধরে একটি সরকারি চাকরির জন্য অপেক্ষারত তাদের জন্য রয়েছ বড়ো সুখবর । এখানে সর্বমোট 4300 পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই পদে নিয়োগ করা হবে প্রতিযোগিতামূলক পরীক্ষার দ্বারা।  আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনিও এখানে আবেদন করতে পারবেন। এখানে নারী-পুরুষ সকলেই আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে । তাহলে আর দেরি কেন আপনি যদি এখানে আবেদন করতে চান তাহলে তাড়াতাড়ি আবেদন করুন। আবেদন করতে কি কি ডকুমেন্ট প্রয়োজন নিয়ে যেটা বিস্তারিতভাবে আলোচনা করা হলো।

1. পদের নাম :- SUB-INSPECTOR SI (GD) 

বেতন: পে লেবেল 6 অনুযায়ী এখানে প্রতি মাসে Rs.35,400-Rs.1,12,400/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে ।

মোট শূন্য পদ: সব মিলিয়ে এখানে মোট 3960 শূন্য পদ রয়েছে।

2. পদের নাম :- SSC SI Executive) – (Male/Female)

বেতন: পে লেবেল 6 অনুযায়ী এখানে চাকরিপ্রার্থীদের প্রতি মাসে Rs.35,400-Rs.1,12,400/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

মোট শূন্য পদ: সব মিলিয়ে এখানে মোট 340 শূন্য পদ রয়েছে।

বয়স :- প্রার্থীদের বয়সসীমা 20 থেকে 25 বছর হতে হবে। 01.01.2022 (অর্থাৎ, 02.01.1997 সালের আগে জন্মগ্রহণকারী প্রার্থীরা এবং 01.01.2002 পরে নয়)।এছাড়া আপনি SC/ST ক্যান্ডিডেট হন আপনি 30 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবেন। আর আপনি যদি OBC ক্যান্ডিডেট হয় আপনি 28 বছর বয়সের মধ্যে আবেদন করতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা :- সকল পদের জন্য শিক্ষাগত যোগ্যতা হল  স্নাতক ডিগ্রি পাস এবং পাস করতে হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা সমমানের কোন প্রতিষ্ঠান থেকে ‌।

কিভাবে আবেদন করতে হবে :-

1) আবেদনগুলি শুধুমাত্র অনলাইন মোডে জমা দিতে হবে।

2) প্রথমে চাকরি-প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে এবং রেজিস্ট্রেশন করা থাকলে ডাইরেক্ট লগইন করে অনলাইনে আবেদন পত্রটি ফিলাপ করতে হবে।

3) এরপর চাকরিপ্রার্থীদের প্রয়োজনীয় ডকুমেন্ট যেমন ফটো ও সিগনেচার আপলোড করতে হবে।


4)এসএসসি সদর দফতরের অফিসিয়াল ওয়েবসাইট,  https://ssc.nic.in।  বিস্তারিত জানার জন্য এই ওয়েবসাইটে ভিজিট করতে হবে।

5) অনলাইন আবেদনপত্রে, প্রার্থীদের ফটো আপলোড করতে হবে JPEG ফরম্যাটে। স্ক্যান করা রঙিন পাসপোর্ট সাইজের ছবি 20 KB থেকে 50 KB এর মধ্যে হতে হবে। বিশেষ করে মনে রাখতে হবে ছবিটি যেন তিন মাসের বেশি পুরানো না হয়। ছবিটি আপলোড করার সময় মনে রাখবেন ছবিটির সাইজ যেন হয় 3.5 সেমি (প্রস্থ) x 4.5 সেমি (উচ্চতা)। ছবিতে ক্যাপ এবং চশমা ছাড়া হতে হবে। উপযুক্ত ছবি কোনো প্রার্থী আপলোড না করলে, তার
আবেদনপত্র বাতিল করা হবে।

6)JPEG ফরম্যাটে স্ক্যান করা স্বাক্ষর হতে হবে 10 থেকে 20 KB এরমধ্যে।

7) অবশেষে আবেদন মূল্য জমা করে আবেদন পত্রটি ফাইনাল সাবমিট করতে হবে।

8) অনলাইন আবেদন জমা দেওয়ার আগে, প্রার্থীদের অবশ্যই তা পরীক্ষা করতে হবে তারা ফর্মের প্রতিটি ক্ষেত্রে সঠিক বিবরণ পূরণ হয়েছে কিনা ।

আবেদন ফি :- এখানে আবেদন করার জন্য আবেদনমূল্য ধার্য করা হয়েছে ১০০ টাকা মাত্র। এছাড়া এখানে ST, SC, EWS প্রার্থীদের জন্য কোনোরকম আবেদনমূল্য ধার্য করা হয়নি। ভীম ইউপিআই, নেট ব্যাঙ্কিং বা ভিসা ব্যবহার করে ফি প্রদান করা যেতে পারে, Mastercard, Maestro, RuPay ক্রেডিট, বা ডেবিট কার্ড বা SBI-তে চালান তৈরি করে শাখা। প্রার্থীরা 31.08.2022 (2300 ঘন্টা) পর্যন্ত  অনলাইন ফি প্রদান করতে পারেন।

নিয়োগ পদ্ধতি: এখানে আবেদন করার পরে চাকরিপ্রার্থীদের প্রথমে কম্পিউটার বেস অনলাইনে পরীক্ষা দিতে হবে। যারা পাশ করবে তাদের পরবর্তীকালে অন্যান্য তথ্য যাচাই করে ও ফিজিক্যাল টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে।

আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ: এখানে সরাসরি অনলাইনে আবেদন চলবে ৩০ শে আগস্ট ২০২২ তারিখ পর্যন্ত।

এখানে চাকরির সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য জানতে অবশ্যই চাকরিপ্রার্থীদের নিচের দেওয়া অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে ভালো করে পড়তে হবে।


OFFICIAL NOTICE: CLICK HERE


APPLY NOW:CLICK HERE

MORE JOB NEWS: CLICK HERE

চাকরির সম্বন্ধীয় আরো বিস্তারিত খবরা খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন।
TELRGRAM CHANNEL:  CLICK HERE



Leave a Comment