দুয়ারে সরকার থেকেই চাকরি, বেকার যুবক যুবতীদের জন্য সুখবর | WB duyare sarkar Amar Karmadisha Prakalpa Recruitment

 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয় বার ক্ষমতায় আসার পর থেকে ঘোষণা করেছিলেন রাজ্যে মাঝে মাঝে দুয়ারে সরকার প্রকল্পে ক্যাম্প করা হবে এবং এখান থেকে বিভিন্ন ধরনের সরকারি সুযোগ-সুবিধা পাবে সাধারন মানুষ জন। দুয়ারের সরকার প্রকল্প শুধুমাত্র সরকারি পরিষেবা নয়, এবার বেকার যুবক যুবতীদের চাকরির সুযোগ করে দেবে এই দুয়ারের সরকার প্রকল্প। এখানে চাকরিপ্রার্থীদের সরাসরি প্রশিক্ষণ করিয়ে সরকারি অথবা বেসরকারি কাজে নিয়োগ করা হবে।

ইতিমধ্যে এই উদ্যোগ গ্রহণ করেছে কারিগরি শিক্ষা দপ্তর। বেকার যুবক যুবতীদের বৃত্তিমূলক প্রশিক্ষণ এর মাধ্যমে সরাসরি কর্মে নিযুক্ত করার জন্য বিরাট উদ্যোগ নিতে চলেছে দুয়ারে সরকার শিবিরে। ইতিমধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে “ডিরেক্টর অফ ভোকেশনাল এডুকেশন এন্ড ট্রেনিং” সংস্থার তরফ এ। কারিগরি শিক্ষা দপ্তরের মন্ত্রী হুমায়ুন কবীর ইতিমধ্যেই বলেছেন- প্রথম পর্যায়ের রাজ্যে 10000 কর্মসংস্থানের সুযোগ করে দেবে রাজ্য পরবর্তীকালে এই কর্মী নিয়োগ সংখ্যা আরো বৃদ্ধি প্রাপ্ত হবে।


আমার কর্ম দিশা:

ইতিমধ্যেই এর উদ্যোগ শুরু হয়ে গিয়েছে। রাজ্য সরকার ‘আমার কর্মদিশা’ নামে একটি অ্যাপ লঞ্চ করেছে যার একমাত্র লক্ষ্য হল বেকার যুবক-যুবতীদের প্রশিক্ষণের মাধ্যমে সরাসরি কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া। চাকরি প্রার্থীরা এখানে সরাসরি নিজের মোবাইল দিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করতে চাকরিপ্রার্থীদের কোনরকম আবেদন মূল্য দিতে হবে না। চাকরি প্রার্থীরা এখানে নিজের ইচ্ছে অনুযায়ী পদটি সিলেক্ট করে নিজের ইচ্ছে অনুযায়ী পদে ট্রেনিং করে সরাসরি কাজে নিযুক্ত হতে পারবেন। ইতিমধ্যেই এখানে 10000 কর্মী নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে।


প্রয়োজনীয় যোগ্যতা:
এখানে চাকরি করতে হলে চাকরি প্রার্থীর যোগ্যতা হতে হবে শুধুমাত্র 18 বছর বা তার বেশি।


এখানে যেসব বিষয়ে চাকরিপ্রার্থীরা প্রশিক্ষণ নিতে পারবেন
:
1. Agriculture
2. Automobile
3. Beauty and Wellness
4. Capital Goods
5. Council owned courses
6. Construction
7. Domestic worker
8. Electronics and hardware
9. Food processing
10. Furniture and fittings
11. Gems and Jewellery
12. Green Jobs
13. Handcrafts and Carpets
14. Healthcare
15. Banking, Financial services and Insurance
16. Hydrocarbons
17. Apparel, made-ups and home furnishing
18. Aerospace and Aviation


কিভাবে আবেদন করবেন:

1.প্রথমে চাকরিপ্রার্থীদের নিচের দেওয়া অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে-https://www.pbssd.gov.in/

2. এরপর চাকরিপ্রার্থীদের নিচের দিকে আসতে হবে এবং সেখানে আমার কর্ম দিশা লেখা থাকবে যেখানে ক্লিক করতে হবে।

3. চাকরিপ্রার্থীদের মোবাইল নাম্বার ও ডেট অফ বার্থ দিয়ে লগইন করতে হবে এবং তারপর ওটিপি আসবে।

4. ওটিপি দেওয়ার পরে চাকরিপ্রার্থীদের সামনে একটি পেজ খুলে যাবে।

5. এরপর চাকরিপ্রার্থীদের নিজের পছন্দমত পদটি সিলেক্ট করে আবেদন করতে হবে।

6. এরপর চাকরিপ্রার্থীদের কাছে একটি ডায়েট চার্টের মাধ্যমে চ্যাট অপশন খুলে যাবে যেখানে চাকরি প্রার্থীদের কিছু প্রশ্ন করা হবে।

7. সমস্ত প্রশ্নের উত্তর সঠিকভাবে দিলে একটি নাম্বার দেওয়া হবে।

8. এরপর চাকরিপ্রার্থীদের সামনে একটা অপশন আসবে যেখানে হ্যাঁ অপশনে ক্লিক করতে হবে।

9. এরপর কাউন্সেলিং এর জন্য যোগাযোগ করুন অপশনে ক্লিক করতে হবে এবং ফাইনাল সাবমিট হয়ে যাবে।

দুয়ারের সরকার শিবির থেকেই চাকরিপ্রার্থীরা এই অ্যাপ এর ব্যাপারে বিস্তারিত তথ্য সংগ্রহ করতে পারবেন ও এর ব্যাপারে আলোকপাত করতে পারবে। ওই দুয়ারে সরকার শিবিরে বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও ইন্সট্রাক্টর থাকবেন যারা চাকরিপ্রার্থীদের বিস্তারিত তথ্য দিয়ে থাকবেন এবং ওই শিবিরে কাউন্সিলারের ভূমিকা পালন করবেন। বেকার যুবক যুবতীদের কথা ভেবে দোয়ারে সরকার প্রকল্প থেকেই সরাসরি চাকরির সুযোগ করে দিচ্ছে রাজ্য সরকার।

মন্ত্রী তরফ থেকে জানানো হয়েছে এখানে প্রশিক্ষণ নিতে আপনাকে কোন রকম টাকা দিতে হবে না বরং সরকার আপনাকে প্রশিক্ষণ চলাকালীন অবস্থায় ভাতার ব্যবস্থা করে দেবে। প্রশিক্ষণ শেষে সরাসরি চাকরির ব্যবস্থা করে দিবে সরকার। এখানে সরকার ছেলে ও মেয়ে সকলকে চাকরি করার সুযোগ দিবেন। দীর্ঘদিন ধরেই সরকারের চিন্তা ভাবনা ছিল এমন একটি প্রকল্প তৈরি করার কিন্তু করোনা পরিস্থিতিতে সরকার তা করতে পারেনি অবশেষে সরকার বৃত্তিমূলক প্রশিক্ষণ এর মাধ্যমে সকল বেকার যুবক যুবতীদের কর্মমুখী করে তোলার উদ্যোগ নিয়েছেন।

APPLY NOW : CLICK HERE
MORE JOB NEWS: CLICK HERE

চাকরির সম্বন্ধীয় আরো বিস্তারিত খবরা খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন:CLICK HERE

Leave a Comment