আজ 31-1-2019 প্রাইমারি সমগ্র রাজ্যজুড়ে প্রাইমারি টেট পরীক্ষা হয়েছে ।তবে সমস্ত ছাত্র-ছাত্রীদের মুখে একই কথা শোনা যাচ্ছে তারা এ রকম দাঁতভাঙ্গা কঠিন প্রশ্ন এর আগে কখনো দেখেনি।অনেকের মতে আমাদের রাজ্যের সব থেকে বড় পরীক্ষার WBCS পরীক্ষাও নাকি এই প্রাইমারি টেট পরীক্ষার থেকে সহজ হয়।প্রাইমারি লেভেলের টেট পরীক্ষার জন্য রাজ্য সরকার এতটা কঠিন কোশ্চেন তৈরি করেছে এর মানে যাতে দুস্থ ও মেধাবী ছাত্র-ছাত্রীরা এই পরীক্ষা দিয়ে চাকরি না পায় এর ব্যবস্থা করেছেন।
অনেকর মুখে শোনা যাচ্ছে সরকার ভোটের আগে পরীক্ষা নিয়ে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে প্রচুর টাকা কামাই করার উদ্দেশ্যেই এই কঠিন সেট তৈরি করেছে যাতে টাকা দিয়ে অনেকেই পাস করানো যায় এবং দুস্থ ও মেধাবী ছাত্ররা যাতে পাশ না করতে পারে।এবছর প্রাইমারি টেটের যে কোশ্চেন সেট তৈরি করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে সেখানে NCTE গাইডলাইন অনুযায়ী তৈরি করা হয়নি তাই ছাত্রছাত্রীরা রাজ্য সরকারের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে।রাজ্যের সমস্ত টেট প্রার্থীরা ভেবেছিল তারা এই টেট পরীক্ষা দিয়ে তাদের মুখে হাসি ফোটাবে কিন্তু রাজ্য সরকার এই পরীক্ষা নিয়ে তাদের মুখে হাসি তো দূরের কথা উল্টো তাদের চোখের জল এনে দিয়েছে।