পশ্চিমবঙ্গে বসবাসকারী প্রতিটি পড়ুয়া ছাত্র ছাত্রীদের কল্যানের কথা চিন্তা করে আমাদের রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ঐক্যশ্রী প্রকল্পের মাধ্যমে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ দান, স্টুডেন্টস ক্রেডিট কার্ড, কন্যাশ্রী সহ একাধিক প্রকল্প চালু করেছেন। যেগুলির মাধ্যমে আমাদের রাজ্যের বহু পড়ুয়া ছাত্র ছাত্রী বিভিন্ন রকম ভাবে উপকৃত হয়েছে। আর এবারে শুধুমাত্র এখানেই থেমে না থেকে আমাদের রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী রাজ্যের সকল পড়ুয়ার লেখাপড়ার ক্ষেত্রে যাতে আরও সুবিধা হয় তাই জন্য নতুন এক প্রকল্প চালু করেছেন।
এই নতুন প্রকল্পের তিনি নামকরণ করেছেন “তরুনের স্বপ্ন” বলে। নতুন এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের সকল দ্বাদশ শ্রেণীতে পাঠরত ছাত্র ছাত্রীদের ট্যাব কেনার জন্য এককালীন ১০,০০০ টাকা করে দিচ্ছেন মুখ্যমন্ত্রী। এই প্রকল্পের “তরুনের স্বপ্ন” নামকরণ টি নতুন করে করা হলেও আদতে এই প্রকল্পটি ২ বছর আগের পুরনো। গত দু’বছর আগে যখন করোনার প্রথম ঢেউ সারা রাজ্য তথা সারা দেশ জুড়ে দাপিয়ে বেড়াচ্ছিল তখন সারা পশ্চিমবঙ্গ তথা সারা ভারতের সমস্ত স্কুল গুলি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়।
এই রকম পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে সারা রাজ্য তথা সারা দেশের সমস্ত স্কুল গুলি বন্ধ থাকায় ছাত্র ছাত্রীদের লেখাপড়ায় খুব ক্ষতি হতে থাকে। কিন্তু লেখাপড়ার মতো একটা গুরুত্বপূর্ণ বিষয় তো আর বেশিদিন বন্ধ করে রাখা যায় না। তাই সেই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তরের পক্ষ থেকে স্কুলে না গিয়ে বাড়িতে বসেই লেখাপড়া চালিয়ে যাওয়ার জন্য অনলাইনে ক্লাস করানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
কিন্তু এই অনলাইনে লেখাপড়া করতে গেলে তো ল্যাপটপ না থাকলেও অন্তত পক্ষে একটা ট্য থাকতে হবে। কিন্তু আমাদের রাজ্যে এখনও পর্যন্ত এমন বহু দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী মানুষ আছেন যাদের ট্যাব তো দূরে থাক একটা কিপ্যাড ফোন পর্যন্ত কেনার সামর্থ্য নেই। তাহলে সেই সব পরিবারের ছাত্র ছাত্রীরা অনলাইনে ক্লাস করবে কি করে? আর তাই এই সব দরিদ্র পরিবারের ছাত্র ছাত্রীরাও যাতে অনলাইনে লেখাপড়া করতে পারে তাদের লেখাপড়া যাতে বন্ধ না হয়ে যায় সেই জন্য রাজ্যের সকল দ্বাদশ শ্রেণীতে পাঠরত ছাত্র ছাত্রীদের ট্যাব কেনার জন্য আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ১০,০০০ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। তবে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এতটাই উদার মনের মানুষ যে শুধুমাত্র করোনা পরিস্থিতিতেই নয় এখনও পর্যন্ত প্রত্যেক বছর বছর রাজ্যের সকল দ্বাদশ শ্রেণীতে পাঠরত ছাত্র ছাত্রীদের এই ১০,০০০ টাকা করে ট্যাব কেনার জন্য তিনি দিয়ে যাচ্ছেন।
তরুণের স্বপ্ন প্রকল্পে আবেদন করার জন্য প্রয়োজনীয় যোগ্যতা:-
এই প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকারের তরফ থেকে ট্যাব কেনার জন্য ১০,০০০ টাকা করে পেতে হলে যে যে যোগ্যতা গুলি থাকা দরকার সেগুলি হল-
১) প্রার্থীকে অবশ্যই একজন পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
২) প্রার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তরের অধীনস্থ যে কোনো স্কুলে দ্বাদশ শ্রেণীতে পাঠরত অবস্থায় থাকতে হবে।
৩) আবেদনকারীর নিজের বা বাবা বা মায়ের নামে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে।
আবেদন পদ্ধতি:-
এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য ছাত্র ছাত্রীদের কোনো রকম আবেদন করার প্রয়োজন নেই। শুধুমাত্র দ্বাদশ শ্রেণীতে পাঠরত অবস্থায় থাকলেই যে কোনো ছাত্র ছাত্রী এই প্রকল্পের মাধ্যমে ১০,০০০ টাকা করে ট্যাব কেনার জন্য পাবেন।