নতুন এই প্রকল্পে 50 লক্ষ মানুষ পাবেন 1 লক্ষ 20 হাজার করে টাকা , আবেদন করলে টাকা | Bangla Awas Yojana

By bengalpravakar.com

Published on:

 

পশ্চিমবঙ্গের সাধারণ জনসাধারণের জন্য চলে এলো বিশাল বড় একটি সুখবর। বেশ কিছুদিন আগে ঘোষণা করা হয়েছিল রাজ্যে বাংলা আবাস যোজনার তরফে প্রতিটি জনসাধারণকে 1 লক্ষ 20 হাজার টাকা করে দেওয়া হবে এবং অবশেষে চলে এলো নতুন করে। এখানে শিক্ষিত-অশিক্ষিত পুরুষ-মহিলা সকলেই এই প্রকল্পের সুবিধা উপভোগ করতে পারবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বাংলায় চালু করা হয়েছিল বাংলা আবাস যোজনা। পশ্চিমবঙ্গের সমস্ত ধরনের মানুষজন এই প্রকল্পের সুবিধা উপভোগ করতে পারবেন বিশেষ করে যারা গ্রামগঞ্জে অথবা পৌর এলাকায় বসবাস করেন এবং যাদের আর্থিক সমস্যা রয়েছে বা বাড়ি ঘরের সমস্যা রয়েছে তাদের সমস্যা সমাধানের উদ্দেশ্যেই মূলত রাজ্য সরকার নতুন করে এই প্রকল্পের উদ্ভাবন করেছেন। জানানো হয়েছে এই প্রকল্পের মাধ্যমে ৫০ লক্ষ মানুষজন নতুন করে এই প্রকল্পের সুবিধা পেতে যাচ্ছেন এবং যারা ইতিমধ্যেই আবেদন করেছেন তারাও এখানে সুবিধা পাবেন এবং যারা আবেদন এখনো পর্যন্ত করেননি তারাই খুব দ্রুতই এখানে আবেদন করতে পারেন। নিচে এই প্রকল্প সম্বন্ধে বিস্তারিত তথ্য দেওয়া হল আপনারা কিভাবে আবেদন করবেন? কিভাবে টাকা পাবেন? এবং আবেদন করতে কি কি লাগবে ? সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করা হলো।

প্রকল্পের উদ্দেশ্য: মূলত রাজ্য সরকারের তরফ থেকে গরিব ও সাধারণ মধ্যবিত্ত মানুষদের কথা মাথায় রেখে এই প্রকল্পের উদ্ভাবন করা হয়েছে। যাদের আর্থিক সমস্যা রয়েছে বা যাদের বাড়ি ঘরের সমস্যা রয়েছে তাদের পাকা বাড়ি করার উদ্দেশ্যেই মূলত এই প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে। এখানে যারা আবেদন করবেন তাদের সরাসরি একাউন্টে টাকা দেওয়া হবে।

টাকার পরিমান: জানানো হয়েছে বাংলা আবাস যোজনায় যারা যারা আবেদন করবেন তাদের মোট তিনটি কিস্তির মাধ্যমে 1 লক্ষ 20 হাজার টাকা দেওয়া হবে এবং এই টাকা আবেদনকারীর ব্যাংক একাউন্টে সরাসরি পৌঁছে যাবে।

মোট কতজন এই প্রকল্পের সুবিধা পাবেন:
ইতিমধ্যেই জানানো হয়েছে ৫০ লক্ষ মানুষজন যারা ইতিমধ্যেই আবেদন করেছেন এবং যারা নতুন করে আবেদন করবেন তারা সকলেই এই প্রকল্পের সুবিধা উপভোগ করতে পারবেন। এই প্রকল্পের সুবিধা উপভোগ করতে পারবেন পুরুষ মহিলা সকলেই। তবে এখানে আবেদন করতে হলে আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।

এখানে আবেদন করার শর্ত:

1.এখানে আবেদন করতে হলে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।

2. আবেদনকারীর বার্ষিক আয় দরিদ্র সীমার নিচে দেখাতে হবে।

3. আগে এই প্রকল্পের টাকা পেলে নতুন করে আর পাওয়া যাবে না।

4. আবেদনকারীর অবশ্যই ব্যাংক একাউন্ট থাকতে হবে না থাকলে বানিয়ে নিতে হবে।

আবেদন করতে যে সমস্ত ডকুমেন্টস এর প্রয়োজন: এখানে আবেদন করতে হলে নিচের দেওয়া ডকুমেন্টগুলো থাকতে হবে –

1.আধার কার্ড

2. ভোটের কার্ড

3. রেশন কার্ড

4.জব কার্ড

5.পাসপোর্ট সাইজের ফটোকপি

6. স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র

আবেদন পদ্ধতি: যারা এখানে আবেদন করতে চান তারা  পঞ্চায়েত অফিসে গিয়ে বাংলা আবাস যোজনা ফর্ম নিয়ে আসবেন। ফরমটি ভালো করে ফিলাপ করে এর সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টসের জেরক্স গুলো সংযুক্ত করে সেটি আপনাকে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতে গিয়ে জমা দিতে হবে। এরপরে অধিকারীগন আপনার সঙ্গে যোগাযোগ করবে অথবা পরিদর্শন করে আপনি যদি এই টাকা পাওয়ার উপযুক্ত হন তাহলে আপনার ব্যাংক একাউন্টে সরাসরি টাকা দেওয়া হবে।

অফিশিয়াল ওয়েবসাইট: http://wbprd.gov.in/index.aspx

নতুন নতুন প্রকল্প সম্বন্ধীয় আরো বিস্তারিত খবরা খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন

TELEGRAM CHANNEL: CLICK HERE

Leave a Comment