বিশেষ এক প্রকল্প চালু করে পশ্চিমবঙ্গের প্রতিটি সহায় সম্বলহীন দরিদ্র পরিবারের জীবন ও জীবিকার উন্নয়নের স্বার্থে রাজ্য সরকারের তরফ থেকে বাসস্থান নির্মাণ ও জীবিকা নির্বাহের জন্য সম্পূর্ণ বিনামূল্যে ৫ শতক করে জমি দান করা শুরু হয়েছে। যাতে আমাদের রাজ্যের সেইসব দরিদ্র শ্রেণীর মানুষেরা যাদের জীবন যাপনের জন্য মাথার উপর একটা ছাদ নেই এবং জীবিকা নির্বাহের জন্য চাষবাস করার জমি কেনার মতো আর্থিক সামর্থ্য নেই তাদেরকে রাজ্য সরকারের তরফ থেকে সম্পূর্ণ বিনামূল্যে ৫ শতক করে জমি দেওয়া হয়ে থাকে। সারা রাজ্যের যে কোনো প্রান্ত থেকে সকল ১৮ উর্ধ্ব দরিদ্র সহায় সম্বলহীন পরিবারের মানুষেরা এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদন করতে পারবেন। শুধু তাকে পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে। তাহলে চলুন এই প্রকল্পের নাম কি, এর মাধ্যমে প্রাপ্য সুবিধা গুলি কি কি, কিভাবে আবেদন করতে হবে এই সব কিছুর বিষয়ে পুঙ্খানুপুঙ্খ বিবরণ জেনে নেওয়া যাক।
২০১১ সালে প্রথমবারের মতো মুখ্যমন্ত্রীর ক্ষমতায় আসার পর থেকেই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীর সার্বিক কল্যাণের জন্য একের পর এক নতুন নতুন প্রকল্প চালু করে চলেছেন। সেই সময় থেকে শুরু করে আজ পর্যন্ত তার উদ্যোগে চালু হওয়া মোট জনকল্যাণমুখী প্রকল্পের সংখ্যা হল ১০০ টির ও বেশি। তার মধ্যে রাজ্যের মহিলাদের জন্য চালু করা প্রকল্পের মধ্যে উল্লেখযোগ্য হল লক্ষীর ভান্ডার প্রকল্প, রাজ্যের পড়ুয়া ছাত্রীদের জন্য চালু করা প্রকল্প হল কন্যাশ্রী প্রকল্প, রাজ্যের বিবাহ যোগ্যা যুবতীদের জন্য চালু করা প্রকল্প হল রূপশ্রী প্রকল্প, রাজ্যের বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের উদ্দ্যেশ্যে চালু করা প্রকল্প গুলি হল কর্মদিশা, কর্মতীর্থ, গতিধারা ইত্যাদি, রাজ্যের দরিদ্র পরিবারের মেধাবী ছাত্র ছাত্রীদের লেখাপড়ার সাহায্যার্থে চালু করা প্রকল্প হল স্টুডেন্টস ক্রেডিট কার্ড, সকল সাধারণ মানুষের কল্যানার্থে চালু করা প্রকল্প গুলির মধ্যে উল্লেখযোগ্য হল স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী ইত্যাদি। মুখ্যমন্ত্রীর উদ্যোগে চালু হওয়া এই প্রকল্প গুলির মাধ্যমে ইতিমধ্যেই আমাদের রাজ্যের বহু নাগরিক বিভিন্ন রকম ভাবে উপকৃত হয়েছেন।
আর আজ আমরা যে প্রকল্পের বিষয়ে আপনাদের জানাতে চলেছি তার নাম হল “নিজ গৃহ নিজ ভূমি” প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের বাসস্থান হীন দরিদ্র মানুষদের সম্পূর্ণ বিনামূল্যে ৫ শতক করে জমি দান করে সেই জমিতে বসবাস করার জন্য রাজ্য সরকারের তরফ থেকে ঘর তৈরি করে দেওয়া হয় এমনকি সেই ঘরে বিদ্যুৎ ও জলের ব্যাবস্থাও করে দেওয়া হয়। শুধু এখানেই শেষ নয় সেই বাড়ি সংলগ্ন কোনো জমি দান করে সেই জমিতে চাষবাস করার জন্য এবং পুকুর কেটে সেই পুকুরে মাছ চাষ করার জন্য এবং বিভিন্ন ধরনের স্বল্প মূল্যের জিনিস দিয়ে নানান ধরনের কুটির শিল্প করে জীবিকা নির্বাহ করার জন্য সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ ও দেওয়া হয়ে থাকে। এছাড়াও যারা আগে থেকেই এইসব কাজের সঙ্গে যুক্ত আছেন তাদেরকে সরকারের তরফ থেকে দেওয়া জমিতে বসত বাড়ি তৈরি করে দেওয়ার পাশাপাশি এই ধরনের কাজের ব্যাবস্থাও রাজ্য সরকারের তরফ থেকেই করে দেওয়া হয়। অর্থাৎ মোটের উপর এটাই দাঁড়াচ্ছে যে এই প্রকল্প চালু করার পিছনে রাজ্য সরকারের একটাই উদ্দেশ্য রয়েছে আর তা হল আমাদের রাজ্যের পিছিয়ে পড়া দরিদ্র শ্রেণীর মানুষদের জীবন যাত্রার মান উন্নত করা।
“নিজ গৃহ নিজ ভূমি” প্রকল্পের শর্তগুলি কি কি?
মাননীয়া মুখ্যমন্ত্রীর উদ্যোগে চালু হওয়া এই “নিজ গৃহ নিজ ভূমি” প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদন করার ক্ষেত্রে কয়েকটি শর্ত রয়েছে। সেগুলি হল-
১) যে সমস্ত দরিদ্র শ্রেণীর মানুষেরা কৃষিকাজ, মৎস্যচাষ, পশুপালন, কুটির শিল্প, হস্তশিল্প ইত্যাদি ধরনের জীবিকার সঙ্গে জড়িত কিন্তু টাকার অভাবে নিজস্ব জমি কিনতে পারেননি এবং যাদের এখনও পর্যন্ত কোনো নিজস্ব বসত বাড়ি নেই তারাই কেবলমাত্র এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। বাকিরা নন।
২) এছাড়াও বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর অন্তর্ভুক্ত দরিদ্র শ্রেণীর সদস্যরা ও এই প্রকল্পের আওতায় নাম নথিভুক্ত করতে পারবেন।
এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য কি কি যোগ্যতা থাকতে হবে?
এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য যে যে যোগ্যতা গুলি থাকতে হবে সেগুলি হল-
১) আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে।
২) আবেদনকারীর বয়স অবশ্যই ১৮ বছরের উর্ধ্বে হতে হবে।
৩) আবেদনকারীকে অবশ্যই গৃহ হীন হতে হবে।
৪) আবেদনকারীকে চাষবাস, পশুপালন, মৎস্যচাষ, কুটির শিল্প, হস্তশিল্প ইত্যাদি ধরনের কাজের সঙ্গে যুক্ত থাকতে হবে।
কিভাবে আবেদন করতে হবে?
“নিজ গৃহ নিজ ভূমি” প্রকল্পের নিজের নাম নথিভুক্ত করতে হলে আপনাকে B.L & L.R অফিসে গিয়ে সেখানকার কর্মীদের সঙ্গে দেখা করতে হবে। তারপর তারাই আপনাকে এই প্রকল্পের বিষয়ে যাবতীয় খুঁটিনাটি তথ্য জানতে সাহায্য করবেন। তাদের থেকে সবকিছু জানার পর আপনারা আধার কার্ড, ভোটার কার্ড ইত্যাদি জমা দিয়ে সেখান থেকেই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন ।
কত দিনের মধ্যে আবেদন করতে হবে?
“নিজ গৃহ নিজ ভূমি” প্রকল্পের আবেদন প্রক্রিয়া বর্তমানে চলছে। এবং এই আবেদন প্রক্রিয়ার কোনো রূপ শেষ সময় সীমা ধার্য্য করা হয়নি। আবেদনকারীরা যেদিন খুশি এখানে আবেদন করতে পারবেন।