দিন দিন ধরে পশ্চিমবঙ্গে বেকার সমস্যা ক্রমাগত বেড়েই চলেছিল। এমত অবস্থায় রাজ্য সরকারের তরফ থেকে বেশ কিছু শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ায় এই সমস্যার কিছুটা হলেও সমাধানের পথ প্রশস্ত হয়েছে। আর এবারে আবারও নতুন করে একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল, সেটি হচ্ছে রাজ্য সরকারের অধীনস্থ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে ক্লার্ক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। সারা রাজ্যের যে কোনো জায়গার নাগরিকেরা নুন্যতম উচ্চমাধ্যমিক পাস হলেই এখানে আবেদন করতে পারবেন। নীচে এই নিয়োগের বিষয়ে বিস্তারিত ভাবে আলোচনা করা হল।
শূন্যপদের নাম ও প্রাপ্য বেতনের পরিমাণ:-
এখানে আবেদনকারী সফল প্রার্থীদের রাজ্য সরকারের অধীনস্থ মুর্শিদাবাদ জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর অফিসের ক্লার্ক পদে নিয়োগ করা হবে। নিয়োগ করার পর তাদেরকে প্রতি মাসে ১০,০০০ টাকা করে সান্মানিক হিসেবে দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা ও বয়স:- এই পদে আবেদন করার ক্ষেত্রে চাকরিপ্রার্থীকে যে কোনো সরকার স্বীকৃত বোর্ড থেকে নুন্যতম উচ্চমাধ্যমিক পাস করে থাকতে হবে। সেই সঙ্গে কম্পিউটার এর বিষয়ে এবং ডেটা এন্ট্রির বিষয়ে বেসিক নলেজ থাকতে হবে। এবং clerical work এবং English drafting এর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এই পদে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স হতে হবে ৬৪ বছরের মধ্যে।
আবেদন পদ্ধতি:- এই দপ্তরে চাকরির জন্য আবেদন করতে হলে আপনাকে অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। এর জন্য যা যা পদক্ষেপ অনুসরণ করতে হবে সেগুলি হল-
১) প্রথমে আপনাকে এই বিজ্ঞপ্তির নীচে দেওয়া অফিসিয়াল নোটিফিকেশন টিকে ডাউনলোড করতে হবে।
২) তারপর সেই নোটিফিকেশন এর শেষের দিকে একটা অ্যাপ্লিকেশান ফর্ম দেখতে পাবেন সেখান থেকে অথবা এই দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট www.murshidabad.gov.in থেকে অ্যাপ্লিকেশান ফর্মটি ডাউনলোড করে সাদা A4 সাইজ পেপারে একটি প্রিন্ট আউট বের করে নিন।
৩) এরপর সেখানে আপনার নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, জেন্ডার, বয়স, ঠিকানা, আধার নম্বর, একটি বৈধ ইমেল আইডি ও ফোন নাম্বার ইত্যাদি লিখে ফর্ম টিকে ফিলাপ করে ফেলুন।
৪) এরপর সেখানে আপনার নিজের একটি পাসপোর্ট সাইজের ফটো নির্দিষ্ট স্থানে চিটিয়ে দিন এবং সিগনেচারের জায়গায় একটি সিগনেচার করে দিন।
৫) সবশেষে এই ফর্মের সঙ্গে আপনার যাবতীয় ডকুমেন্টস গুলি যুক্ত করে একটি খামে ভরে নির্ধারিত সময়ের মধ্যে স্পীড পোস্টের মাধ্যমে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিন।
প্রয়োজনীয় ডকুমেন্টস:- আবেদন করার জন্য আবেদনপত্রের সঙ্গে যে সব প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি জমা দিতে হবে সেগুলি হল-
১) বয়সের প্রমানপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা
২) আধার কার্ড ও ভোটার কার্ডের জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
৩) সমস্ত শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস সেলফ অ্যাটেস্টেড করা।
৪) ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট সেলফ অ্যাটেস্টেড করা।
৫) এক বা দুই কপি পাসপোর্ট সাইজের ফটো সেলফ অ্যাটেস্টেড করা।
৬) PPO সার্টিফিকেট এর জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
নির্বাচন পদ্ধতি:- সকল আবেদন পত্র জমা পড়ার পর সেগুলি বিচার করে যারা যোগ্য বলে বিবেচিত হবে তাদের ই-মেইল বা হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে ইন্টারভিউ লেটার পাঠিয়ে ইন্টারভিউ এর দিনক্ষন, স্থান জানিয়ে দেওয়া হবে। সেই অনুযায়ী নির্বাচিত প্রার্থীদের তাদের যাবতীয় ডকুমেন্টস ও PPO নম্বর বা Pension release order সহ নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছে যেতে হবে। সেখানে ইন্টারভিউ তে যারা উত্তীর্ণ হবেন তাদের সরাসরি চাকরিতে নিয়োগ করা হবে।
আবেদনের শেষ তারিখ ও ঠিকানা:- এখানে আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং এই প্রক্রিয়া চলবে আগামী ১৪/১১/২০২২ তারিখ পর্যন্ত। তাই যারা আবেদন করতে চান তারা নিম্নলিখিত ঠিকানায় নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন পত্র পৌঁছে দিন । আবেদন পত্র পাঠানোর ঠিকানা হল
To,
The District Magistrate and
Collector,
General Establishment Section
Murshidabad