ন্যুনতম মাধ্যমিক পাসে ৩৫,০০০ টাকা বেতনে কেন্দ্রীয় সরকারের BECIL এ কর্মী নিয়োগ | Group-C Recruitment 2023

 

আপনি যদি ভারতের যে কোনো রাজ্যে স্থায়ীভাবে বসবাসকারী একজন বেকার চাকরিপ্রার্থী হয়ে থাকেন এবং কোনো লিখিত পরীক্ষার চাপ ছাড়াই কেবলমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে স্থায়ী গ্ৰুপ ‘সি’ পদে মাসিক মোটা অংকের বেতনের একটি চাকরির সন্ধানে থেকে থাকেন তাহলে আজ আমাদের পত্রিকার তরফ থেকে পরিবেশিত এই বিজ্ঞাপনটি আপনার কাছে অত্যন্ত আনন্দদায়ক হতে চলেছে বলে আশা করা হচ্ছে। ভারত সরকারের অধীনস্থ  BECIL নামক দপ্তরের পক্ষ থেকে দেশের বিভিন্ন স্থানে গড়ে ওঠা সংশ্লিষ্ট দপ্তরের কয়েকটি অফিসে গ্ৰুপ ‘সি’ ও ‘ডি’ শূন্যপদে বেশ কিছু সংখ্যক  কর্মী নিয়োগ করা হচ্ছে। এক্ষেত্রে সবচেয়ে বড় বিশেষত্ব হল এইটাই যে এখানে চাকরি পাওয়ার জন্য আপনাকে কোনো লিখিত পরীক্ষা দিতে হবে না শুধুমাত্র ইন্টারভিউয়ের পারফরম্যান্স এর উপর ভিত্তি করে চাকরিতে নিয়োগ করা হবে। যেহেতু সারা দেশ জুড়ে এই শূন্যপদ গুলিতে কর্মী নিয়োগ করা হবে তাই ভারতের যে কোনো জায়গা থেকে সকল শিক্ষিত নারী পুরুষ উভয় বেকার চাকরিপ্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। আর এই সব গ্ৰুপ সি শূন্যপদ গুলিতে চাকরি করার জন্য যারা শেষ পর্যন্ত নির্বাচিত হবেন তাদেরকে চাকরিতে নিয়োগ করার পর প্রতি মাসে ৩৫,০০০ টাকা করে বেতন দেওয়া হবে। নীচে এই নিয়োগের বিষয়ে খুঁটিনাটি তথ্য আলোচনা করা হল। 

নিয়োগকারী দপ্তর ও শূন্যপদ গুলির নাম:-

কেন্দ্রীয় সরকারের অধীনস্থ Boardcast Engineering Consultants India Limited(BECIL) এর পক্ষ থেকে ভারতের কয়েকটি রাজ্যে গ্ৰুপ ‘সি’ ও ‘ডি’ পদে কর্মী নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে যে যে শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে বলে অফিসিয়াল নোটিফিকেশনে জানানো হয়েছে সেগুলি হল-

• Handyman/Loader/MTS/HK

• Fork lift Operator

• Supervisor (Cargo)

• Executive HR

• Senior Account Assistant

• Senior Account Assistant(Payrolls)

• Senior Account Assistant(Account Receivables)

শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বেতনের পরিমাণ:-

এখানে উপরিউক্ত শূন্যপদ গুলিতে চাকরির জন্য আবেদন করতে হলে যে পদের ক্ষেত্রে যে ধরনের যোগ্যতা থাকতে হবে তা হল-

Handyman/Loader/MTS/HK-

এক্ষেত্রে চাকরির জন্য আবেদন করতে হলে Handyman/Loader/MTS পদের ক্ষেত্রে আবেদনকারীকে যে কোনো সরকার স্বীকৃত বোর্ড থেকে কমপক্ষে মাধ্যমিক পাস করে থাকতে হবে। এবং HK পদের ক্ষেত্রে আবেদনকারীকে কোনো সরকারি স্কুল থেকে কমপক্ষে অষ্টম শ্রেণী পাস করে থাকতে হবে। সেই সঙ্গে এই সব পদ গুলির ক্ষেত্রেই আবেদনকারীকে শারীরিক ভাবে সক্ষম হতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট পদ গুলিতে কমকরে ১ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। এই পদ গুলিতে চাকরির জন্য আবেদন করতে হলে আবেদনকারীর বয়স হতে হবে ৪৫ বছরের মধ্যে। এই পদ গুলির জন্য নির্বাচিত প্রার্থীদের চাকরিতে নিয়োগ করার পর প্রতি মাসে ১৮,৪৮৬ টাকা করে বেতন দেওয়া হবে।

Fork lift Operator-

এই পদের ক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই কোনো সরকার স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস করে থাকতে হবে। সেই সঙ্গে Fork lift অপারেট করার বৈধ লাইসেন্স থাকাটা আবশ্যিক। এক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ৪৫ বছরের মধ্যে। এবং এই পদে নিযুক্ত কর্মীদের প্রতি মাসে ১৭,৪৪৬-২০,৪৮৮ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

Supervisor (Cargo)-

এই পদের ক্ষেত্রে আবেদনকারীকে কোনো সরকার স্বীকৃত ইউনিভার্সিটি থেকে গ্ৰ্যাজুয়েশান পাস করে থাকতে হবে। এছাড়াও বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে এবং সংশ্লিষ্ট পদে অন্তত পক্ষে ১ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। এক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে। এবং এই পদের জন্য নির্বাচিত প্রার্থীদের চাকরিতে নিয়োগ করার পর প্রতি মাসে ২২,৫১৬ টাকা করে বেতন দেওয়া হবে।

Executive HR-

এক্ষেত্রে আবেদনকারীকে সরকারি বা বেসরকারি যে কোনো ইনস্টিটিউশন থেকে ২ বছরের MBA কোর্স Complete করে থাকতে হবে। সেই সঙ্গে সংশ্লিষ্ট পদে ৩-৫ বছর পর্যন্ত কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। এক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ৩৭ বছরের মধ্যে। এবং এই পদে নিযুক্ত কর্মীদের প্রতি মাসে ৩৫,০০০ টাকা করে বেতন দেওয়া হবে।

Senior Account Assistant-

এই পদের ক্ষেত্রে আবেদনকারীকে কোনো সরকার স্বীকৃত ইউনিভার্সিটি থেকে B.Com পাস করে থাকতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট পদে কমকরে ৫ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। এক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ৩২ বছর। এবং প্রতি মাসে ৩৫,০০০ টাকা করে বেতন দেওয়া হবে।

Senior Account Assistant(Payrolls)-

এই পদে চাকরির জন্য আবেদন করার ক্ষেত্রেও আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা ও বয়স সীমা উপরিউক্ত পদের মতোই হতে হবে। এবং এক্ষেত্রে ও নিযুক্ত কর্মীদের প্রতি মাসে উপরিউক্ত শূন্যপদের মতোই ওই একই পরিমাণ  বেতন দেওয়া হবে।

Senior Account Assistant(Account Receivables)-

এই পদে চাকরির জন্য আবেদন করার ক্ষেত্রেও আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা ও বয়স সীমা উপরিউক্ত পদের মতোই হতে হবে। এবং এক্ষেত্রে ও নিযুক্ত কর্মীদের প্রতি মাসে উপরিউক্ত শূন্যপদের মতোই ওই একই পরিমাণ বেতন দেওয়া হবে।

আবেদন পদ্ধতি:-

কেন্দ্রীয় সরকার অধীনস্থ BECIL এ যে কোনো শূন্যপদে চাকরির জন্য আবেদন করতে হলে আপনাকে সম্পূর্ণ ভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তার জন্য যা যা করতে হবে সেগুলি হল-

১) প্রথমে আপনাকে আমাদের বিজ্ঞপ্তির নীচে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইট লেখাটিতে ক্লিক করে অথবা আপনার মোবাইল বা কম্পিউটারের browser open করে search box এ BECIL এর অফিসিয়াল ওয়েবসাইট www.becil.com/ becilregistration.in লিখে এন্টার করতে হবে।

২) এরপর ওয়েবসাইটে প্রবেশ করে রেজিস্ট্রেশন বলে option থাকবে সেখান ক্লিক করে আপনার নিজের যাবতীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করে ফেলুন।

৪) রেজিস্ট্রেশন হয়ে গেলে আপনাকে একটি User Id ও Password দেওয়া হবে সেটি দিয়ে Login করতে হবে।

৫) এরপর এই দপ্তরে নিয়োগের আবেদন পত্রটি দেখতে পাবেন সেখানে আপনার নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, অভিভাবকের নাম,  জেন্ডার, বয়স, ঠিকানা, আধার নম্বর, একটি বৈধ ইমেল আইডি ও ফোন নাম্বার ইত্যাদি লিখে এবং আপনি যে পদের জন্য আবেদন করতে চান সেই পদটিকে Select করে এবং তার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা Select করে next button এ ক্লিক করতে হবে।

৬) এরপর আপনার নিজের একটি পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার, যাবতীয় শিক্ষাগত যোগ্যতার মার্কসীট ও সার্টিফিকেট সহ অন্যান্য সব প্রয়োজনীয় ডকুমেন্টস গুলির ছবি তুলে স্ক্যান করে আপলোড করে next button এ ক্লিক করতে হবে।

৭) সবশেষে আবেদন মূল্য হিসেবে সাধারণ ক্যাটাগরির ও OBC, Ex-Serviceman, Women প্রার্থীরা  ৮৮৫ টাকা এবং SC, ST, EWS রাত ৫৩১ টাকা করে অনলাইনের মাধ্যমে জমা করে সাবমিট বাটনে ক্লিক করলেই অ্যাপ্লিকেশান হয়ে যাবে।

৮) এরপর এই অ্যাপ্লিকেশান ফর্মের একটি সাদা A4 সাইজ পেপারে একটি প্রিন্ট আউট বের করে নিজেদের কাছে রেখে দিন কারন ইন্টারভিউ এর দিন এটি সাথে করে নিয়ে যেতে হবে ‌।

প্রয়োজনীয় ডকুমেন্টস:-

আবেদন পত্রের সঙ্গে যে সব প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি যুক্ত করে সাবমিট করতে হবে সেগুলি হল-

১) বয়সের প্রমানপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট স্ক্যান করা।

২) দেশের নাগরিকত্বের প্রমান হিসেবে আধার কার্ড এবং ভোটার কার্ড স্ক্যান করা।

৩) সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কসীট ও সার্টিফিকেট স্ক্যান করা ‌।

৪)কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে স্ক্যান করা।

৫) ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট স্ক্যান করা।

৬) এক কপি পাসপোর্ট সাইজের ফটো স্ক্যান করা।

৭) সাধারণ ক্যাটাগরির ও OBC প্রার্থীদের ক্ষেত্রে ৮৮৫ টাকা এবং SC, ST দের ক্ষেত্রে ৫৩১ টাকা আবেদন মূল্য।

নির্বাচন পদ্ধতি:-

এই দপ্তরে চাকরির জন্য আবেদন করা প্রার্থীদের আবেদন পত্র জমা পড়া শেষ হলে সেগুলো বিচার করে আবেদনকারীদের অ্যাকাডেমিক এক্সামিনেশনে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে একটি মেরিট লিস্ট তৈরী করা হবে। যেটি আপনারা এই দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখতে পাবেন। এই লিস্টে যাদের নাম থাকবে তাদের ই-মেইল করে বা পোস্টের মাধ্যমে ইন্টারভিউ লেটার পাঠিয়ে ইন্টারভিউ, ডকুমেন্টস ভেরিফিকেশন ও স্কিল টেস্টের জন্য ডাকা হবে। এই সব কিছুতে যারা উত্তীর্ণ হবেন তাদের বাছাই করে জয়েনিং লেটার পাঠিয়ে চাকরিতে নিয়োগ করা হবে।

আবেদন করার শেষ তারিখ:-

এখানে প্রতিটি পদের জন্যই আবেদন পত্র জমা নেওয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আর এই প্রক্রিয়া চলবে আগামী ২৭/০১/২০২৩ পর্যন্ত ‌। তাই আর দেরি না করে দ্রুত আবেদন করে ফেলুন কারন সময় সীমা পেরিয়ে গেলে অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টাল বন্ধ হয়ে যাবে।


OFFICIAL NOTICE: CLICK HERE
Apply Now : CLICK HERE
MORE JOB NEWS: CLICK HERE

চাকরির সম্বন্ধীয় আরো বিস্তারিত খবরা খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন।
TELRGRAM CHANNEL:  CLICK HERE

Leave a Comment