ন্যুনতম মাধ্যমিক পাস যোগ্যতায় অসংখ্য MTS ও বিভিন্ন গ্ৰুপ ডি পদে কর্মী নিয়োগ | 10 Pass Group-D MTS Recruitment

 

আবারও নতুন করে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সারা দেশ জুড়ে মাল্টি টাস্টিং স্টাফ ও বিভিন্ন গ্ৰুপ ডি শূন্যপদে কয়েক হাজার কর্মী নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি জারি করা হল। যেহেতু সারা দেশের প্রতিটি রাজ্যের প্রতিটি জেলার বিভিন্ন স্থানে গড়ে ওঠা প্রতিটি কেন্দ্রীয় সরকারি অফিসে এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে তাই সারা দেশের যে কোনো জায়গার নারী পুরুষ নির্বিশেষে ন্যুনতম মাধ্যমিক উত্তীর্ণ সকল বেকার চাকরিপ্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। তবে তাদেরকে অবশ্যই ভারতের একজন স্থায়ী নাগরিক হতে হবে। এই নিয়োগের ক্ষেত্রে সবচেয়ে বড় বিশেষত্ব হল এইটাই যে এখানে শুধুমাত্র আবেদনকারীদের মাধ্যমিকে প্রাপ্ত নম্বর ও ইন্টারভিউয়ে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে চাকরিতে নিয়োগ করা হবে। তাই আর দেরি না করে দ্রুত আবেদন করে ফেলুন। আর আবেদন করতে হলে কিভাবে করতে হবে, কত দিনের মধ্যে করতে হবে, কত বছর বয়স অবধি আবেদন করা যাবে এই সব কিছু বিশদে জানতে চাইলে আমাদের বিজ্ঞাপন টি শেষ পর্যন্ত মন দিয়ে পড়ে জেনে নিন।

নিয়োগকারী প্রতিষ্ঠান ও শূন্যপদ গুলির নাম:-

কেন্দ্রীয় সরকারের অধীনস্থ প্রতিষ্ঠান Boardcast Engineering Consultants India Limited (BECIL) এর তরফ থেকে সারা দেশ জুড়ে অসংখ্য মাল্টি টাস্কিং স্টাফ ও গ্ৰুপ ডি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। এখানে যে যে শূন্যপদ গুলিতে কর্মী নিয়োগ করা হবে সেগুলি হল-

• MTS

• Driver

• House keeping Staff

• Consultant

• Office Assistant

• Hindi Translator

• Technical Data Associate সহ আরও অনেক।

শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা ও বেতনের পরিমাণ:-

কেন্দ্রীয় সরকার অধীনস্থ সংস্থা BECIL এর তরফে প্রকাশিত উপরিউক্ত শূন্যপদ গুলিতে চাকরির জন্য আবেদন করতে হলে পদ অনুযায়ী যা যা শিক্ষাগত যোগ্যতা দরকার সেগুলি হল-

MTS(মাল্টি টাস্কিং স্টাফ)- এই পদে চাকরির জন্য আবেদন করতে হলে আপনাকে অবশ্যই যে কোনো সরকার স্বীকৃত বোর্ড থেকে কমপক্ষে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় পাস করে থাকতে হবে। সেই সঙ্গে স্থানীয় ভাষায় কথা বলতে পারদর্শী হতে হবে। এই পদের ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ১/০১/২০২২ অনুযায়ী ১৮-২৫ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেনীর প্রার্থীরা নিয়মানুযায়ী বয়সের ছাড় পাবেন। এই পদের জন্য নির্বাচিত প্রার্থীদের চাকরিতে নিয়োগ করার পর প্রতি মাসে ১৬,৪২৫ টাকা করে বেতন দেওয়া হবে।

Driver- এই পদে চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদেরকে ও যে কোনো সরকার স্বীকৃত বোর্ড থেকে ন্যুনতম মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে। সেই সঙ্গে সরকার অনুমোদিত ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ৬৫ বছরের মধ্যে। তবে এক্ষেত্রে ও সংরক্ষিত শ্রেনীর প্রার্থীরা বয়সের কিছুটা ছাড় পাবেন। এই পদের জন্য নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে ২০,০০০ টাকা করে বেতন দেওয়া হবে।

House keeping Staff- এই পদে চাকরির জন্য আবেদন করতে হলে আবেদনকারীকে অবশ্যই যে কোনো সরকারি স্কুল থেকে অন্তত পক্ষে পঞ্চম শ্রেণী পাস করে থাকতে হবে। এই পদের ক্ষেত্রে আবেদনকারীর বয়স হওয়া দরকার ৩০ বছরের মধ্যে। এই পদের জন্য নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে ১৬,৪২৫ টাকা করে বেতন দেওয়া হবে।

Office Assistant- এই পদে চাকরির জন্য আবেদন করতে হলে আপনাকে অবশ্যই যে কোনো সরকারি কলেজ থেকে যে কোনো বিভাগে স্নাতক ডিগ্রি পাস করে থাকতে হবে। সেই সঙ্গে বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে এবং good communication skill থাকতে হবে। এছাড়াও কম্পিউটারে অতি দ্রুত শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে। এক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে অবশ্যই ৩০ বছরের মধ্যে। এই পদের জন্য নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে ২০,০০০ টাকা করে বেতন দেওয়া হবে।

Technical Data Associate- এই পদে চাকরির জন্য আবেদন করার ক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই যে কোনো সরকারি কলেজ থেকে যে কোনো বিষয় নিয়ে স্নাতক ডিগ্রি পাস করে থাকতে হবে। সেই সঙ্গে বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে এবং good communication skill থাকতে হবে। এছাড়াও কম করে ৫ বছর Administration/ Finance department এ কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। এই পদের ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ৬৫ বছরের মধ্যে। এই পদের জন্য নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে ৩১,৫০০ টাকা করে বেতন দেওয়া হবে।

       এছাড়াও আরো অনেক গুলি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে সেগুলি জন্য আবেদন করতে হলে কি কি যোগ্যতা থাকা দরকার সেই সব কিছু জানতে হলে আমাদের বিজ্ঞপ্তির নীচে দেওয়া অফিসিয়াল নোটিফিকেশন টিকে ডাউনলোড করে পড়ে নিন।

আবেদন পত্র জমা করার পদ্ধতি:-

এই দপ্তরে চাকরির জন্য আবেদন করতে ইচ্ছুক চাকরিপ্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা করতে হবে। তার জন্য যা যা পদক্ষেপ অনুসরণ করতে হবে সেগুলি হল-

১) সর্ব প্রথম আপনাকে এই বিজ্ঞপ্তির একেবারে শেষে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইট লেখাটিতে ক্লিক করে অথবা সরাসরি মোবাইল বা ল্যাপটপের google search box এ এই দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট www.besil.com লিখে search করতে হবে।

২) এরপর ওয়েবসাইট খুললে সেখানে প্রথমে আপনাকে আপনার নিজের কিছু তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।

৩) রেজিস্ট্রেশন হয়ে গেলে আপনাকে একটি User Id ও Password দেওয়া হবে সেটি দিয়ে Login করতে হবে। 

৪) এরপর অ্যাপ্লিকেশান ফর্মের আকারে একটি নতুন window open হবে সেখানে আপনার নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, জেন্ডার, বয়স, ঠিকানা, আধার নম্বর, একটি বৈধ ইমেল আইডি ও ফোন নাম্বার ইত্যাদি লিখে এবং আপনি যে পদের জন্য আবেদন করতে চান সেটিকে select করুন।

৫) এরপর ফর্মের মধ্যে ফটো ও সিগনেচারের জন্য যে জায়গা দেওয়া হয়েছে সেখানে আপনার নিজের একটি পাসপোর্ট সাইজের ফটো ও আগে থেকে করে রাখা সিগনেচারের ছবি তুলে স্ক্যান করে আপলোড করে দিন।

৬) সবশেষে আপনার নিজের যাবতীয় প্রয়োজনীয় ডকুমেন্টস এর ছবি তুলে স্ক্যান করে ফর্মের নির্দিষ্ট স্থানে আপলোড করে দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলেই আপনার অ্যাপ্লিকেশন হয়ে যাবে।

প্রয়োজনীয় নথীপত্র:-

আবেদন পত্রের সঙ্গে যে সব প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি যুক্ত করে সাবমিট করতে হবে সেগুলি হল-

১) মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট স্ক্যান করা।

২) আধার কার্ড এবং ভোটার কার্ড স্ক্যান করা।

৩) মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও গ্ৰাজুয়েশান সহ অন্যান্য আর কোনো শিক্ষাগত যোগ্যতা থাকলে সেই সব যোগ্যতার মার্কসীট ও সার্টিফিকেট স্ক্যান করা ‌।

৪) কম্পিউটার কোর্সের সার্টিফিকেট স্ক্যান করা।

৫) কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে স্ক্যান করা।

৬) যে পদের জন্য ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে সেক্ষেত্রে ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট স্ক্যান করা।

৭) এক কপি পাসপোর্ট সাইজের ফটো স্ক্যান করা।

প্রার্থী বাছাই পদ্ধতি:-

কেন্দ্রীয় সরকারের Boardcast Engineering Consultants India Limited (BECIL) এর তরফ থেকে প্রকাশিত হওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনকারী প্রার্থীদের আবেদন পত্র জমা দেওয়া শেষ হলে তাদের অ্যাকাডেমিক এক্সামিনেশনে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে একটি মেরিট লিস্ট তৈরী করা হবে। যেটি আপনারা এই দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখতে পাবেন। এই লিস্টে যাদের নাম থাকবে তাদের ইন্টারভিউ লেটার পাঠিয়ে ইন্টারভিউ ও ডকুমেন্টস ভেরিফিকেশন এর জন্য ডাকা হবে। এই ইন্টারভিউ তে যারা পাস করবেন তাদের নামের একটি তালিকা তৈরি করে সেই অনুযায়ী জয়েনিং লেটার পাঠিয়ে চাকরিতে নিয়োগ করা হবে।

আবেদন করার শেষ তারিখ:-

এই দপ্তরে চাকরির জন্য অনলাইন আবেদন পত্র জমা নেওয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী ৫ ই ডিসেম্বর পর্যন্ত। 

ইন্টারভিউ এর স্থান ও তারিখ:-

BECIL এর তরফে প্রকাশিত হওয়া শূন্যপদ গুলিতে চাকরির জন্য আবেদন করা প্রার্থীদের আগামী ১০ ই ডিসেম্বর সকাল ১০ টা থেকে দুপুর ৩ টে পর্যন্ত ইন্টারভিউ নেওয়া হবে। আর ইন্টারভিউ দেওয়ার জন্য আবেদনকারী প্রার্থীদের যেখানে যেতে হবে সেই ঠিকানা টি হল-

       Committee Room

       Administrative Block

       Pharmacopoeia Commision

       For Indian Medecine and

       Homoeopathy, Ministry Of

       Ayush, Kamla Nehru Nagar

       Ghaziabad, Uttar Pradesh-201002



 OFFICIAL NOTICE: CLICK HERE
APPLY NOW: CLICK HERE
MORE JOB NEWS: CLICK HERE

চাকরির সম্বন্ধীয় আরো বিস্তারিত খবরা খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন।
TELRGRAM CHANNEL:  CLICK HERE

Leave a Comment