আপনি কি ভারতে স্থায়ীভাবে বসবাসকারী একজন স্নাতক পাস বেকার চাকরিপ্রার্থী? কোনো নির্দিষ্ট পার্সেন্টেজ অফ মার্কস ছাড়াই সাধারণ স্নাতক পাস যোগ্যতায় কেন্দ্রীয় সরকার অধীনস্থ ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস ডিপার্টমেন্টে একটি উচ্চ ও স্থায়ী পদে মোটা বেতনের চাকরির বিজ্ঞপ্তি প্রকাশের অপেক্ষায় রয়েছেন? তাহলে ধরে নিন আপনার অপেক্ষার দিন শেষ কারন ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস ডিপার্টমেন্টে বিপুল সংখ্যক শূন্যপদে সাধারণ স্নাতক ডিগ্রি পাস যোগ্যতায় কর্মী নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সারা দেশের যে কোনো রাজ্যের যে কোনো জায়গা থেকে নারী পুরুষ নির্বিশেষে সকল স্নাতক পাস বেকার চাকরিপ্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। নীচে এই নিয়োগ প্রক্রিয়া সম্পর্কিত যাবতীয় বিষয়ে বিস্তারিত ভাবে আলোচনা করা হল।
নিয়োগকারী দপ্তরের নাম:-
Union Public Service Commision (UPSC) এর পক্ষ থেকে সারা দেশ জুড়ে ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস ডিপার্টমেন্টে উচ্চ ও স্থায়ী পদে শতাধিক কর্মী নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে আবেদন পত্র জমা নেওয়া শুরু হয়েছে।
শিক্ষাগত যোগ্যতা:-
এখানে যেসব শূন্যফদে কর্মী নিয়োগ করা হবে সেগুলিতে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে যে কোনো সরকার অনুমোদিত ইউনিভার্সিটি থেকে স্নাতক ডিগ্রি পাস করে থাকতে হবে।
বয়সসীমা:-
এখানে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীর বয়স হতে হবে ১/০৮/২০২৩ অনুযায়ী ২১-৩২ বছরের মধ্যে। তবে সরকারি নিয়ম মাফিক SC, ST প্রার্থীরা ৫ বছর, OBC প্রার্থীরা ৩ বছর এবং Ex-Serviceman এরা ৫- ১০ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবেন।
বেতনের পরিমাণ:-
এখানে চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের মধ্যে থেকে যারা শেষ পর্যন্ত নিজেদের যোগ্যতায় চাকরিতে নিযুক্ত হবেন তাদেরকে চাকরিতে নিয়োগ করার পর প্রতি মাসে ৫৬,০০০-১,০০,০০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
আবেদন পদ্ধতি:-
Union Public Service Commision (UPSC) তরফ থেকে প্রকাশিত ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস ডিপার্টমেন্টের শূন্যপদ গুলিতে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তার জন্য যা যা পদক্ষেপ অনুসরণ করতে হবে তা হল-
১) প্রথমে সংশ্লিষ্ট দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট https://www.upsconline.nic.in এ প্রবেশ করতে হবে।
২) তারপর ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস রিক্রুটমেন্ট ২০২৩ বলে একটি অপশন আসবে সেখানে ক্লিক করতে হবে।
৩) এরপর New Registration লিঙ্কে ক্লিক করে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। তবে যারা আগে কখনো রেজিস্ট্রেশন করেছেন তাদেরকে আর নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে না।
৪) যারা নতুন রেজিস্ট্রেশন করবেন তাদের রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পর সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে একটি User Id ও Password দেওয়া হবে সেটি দিয়ে Login করতে হবে। আর যারা আগে রেজিস্ট্রেশন করেছেন তারা আগের বারের দেওয়া User Id ও Password দিয়ে Login করবেন।
৫) রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম আসবে সেখানে প্রয়োজন মতো তথ্য দিয়ে ফর্মটিকে ফিলাপ করে Ok করে Next Button এ ক্লিক করতে হবে।
৬) এরপর একে একে সমস্ত শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস সহ অন্যান্য সব প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি স্ক্যান করে আপলোড করে আবারও Next Button এ ক্লিক করতে হবে।
৭) সবশেষে আবেদন মূল্য হিসেবে জেনারেল ক্যাটাগরির প্রার্থীরা ১০০ টাকা করে অনলাইনের মাধ্যমে জমা দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলেই অ্যাপ্লিকেশান হয়ে যাবে। তবে এক্ষেত্রে SC, ST, OBC ও মহিলা প্রার্থীদেরকে কোনো রকম আবেদন মূল্য দিতে হবে না।
৮) সবশেষে অ্যাপ্লিকেশন ফর্মের এবং অ্যাপ্লিকেশান ফি এর রিসিপ্ট কপির একটি করে প্রিন্ট আউট বের করে নিজেদের কাছে রেখে দেবেন।
প্রয়োজনীয় ডকুমেন্টস:-
আবেদন করার সময় আবেদন পত্রের সঙ্গে যে সব প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি স্ক্যান করে আপলোড করতে হবে সেগুলি হল-
১) বয়সের প্রমানপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট স্ক্যান করা।
২) আধার কার্ড /ভোটার কার্ড/ প্রমান কার্ড স্ক্যান করা।
৩) মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক ডিগ্রি সহ আরও যদি কোনো শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে সেই সব কিছুর মার্কসীট ও সার্টিফিকেট স্ক্যান করা।
৪) কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে তা স্ক্যান করা।
৫) এক কপি রঙিন পাসপোর্ট সাইজের ফটো স্ক্যান করা।
৬) আবেদনকারীর নিজস্ব সিগনেচার স্ক্যান করা।
নির্বাচন প্রক্রিয়া:-
এখানে চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদেরকে অনলাইন আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর একটি পার্ট ওয়ান ও পার্ট টু একই দিনে দুটি ২০০ করে ৪০০ নম্বরের পরীক্ষার জন্য ডাকা হবে। এই পরীক্ষায় যারা যারা উত্তীর্ণ হবেন তাদেরকে মেইন পরীক্ষার জন্য ডাকা হবে। এই মেইন পরীক্ষাতেও যারা উত্তীর্ণ হবেন তাদেরকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। এই তিনটি ধাপ মিলিয়ে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে একটি ফাইনাল মেরিট লিস্ট তৈরী করে সেই অনুযায়ী যারা যোগ্য বলে বিবেচিত হবেন তাদেরকে চাকরিতে নিয়োগ করবে Union Public Service Commision।
আবেদন করার শেষ তারিখ:-
Union Public Service Commision(UPSC) এর তরফ থেকে প্রকাশিত ফরেস্ট সার্ভিস ডিপার্টমেন্টের শূন্যপদ গুলির জন্য অনলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা নেওয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী ২১/০২/২০২৩ পর্যন্ত।