পশ্চিমবঙ্গের সকল বেকার যুবক-যুবতীদের জন্য আবারও সুখবর। এবার রাজ্যে জেলা ভিত্তিক গ্ৰুপ ‘সি’ পদে কর্মী নিয়োগ হতে চলেছে। গত ২৭শে ফেব্রুয়ারি রাজ্য খাদ্য দপ্তরের পক্ষ থেকে একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করে এই নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে জানানো হয়েছে। এই নিয়োগের বিষয়ে যে গুরুত্বপূর্ণ তথ্যটি এই নোটিফিকেশনের মাধ্যমে জানানো হয়েছে তা হল এখানে চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের চাকরি পাওয়ার জন্য কষ্টকরে কম্পিটিটিভ পরীক্ষার জন্য লেখাপড়া করে পরীক্ষা দিয়ে চাকরি পেতে হবে না। শুধুমাত্র ইন্টারভিউ এর উপর ভিত্তি করেই তারা খুব সহজেই এখানে স্থায়ী পদে চাকরি পেতে পারবেন। তাহলে আর অপেক্ষা কিসের? এই সুবর্ন সুযোগ হাতছাড়া না করে দ্রুত আবেদন করে ফেলুন। আর এই নিয়োগ প্রক্রিয়ার প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি, বেতনের পরিমাণ ইত্যাদির বিষয়ে খুঁটিনাটি জানতে এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ে জেনে নিন।
নিয়োগকারী প্রতিষ্ঠান ও শূন্যপদের নাম:-
পশ্চিমবঙ্গের খাদ্য দপ্তরের পক্ষ থেকে রাজ্যের ব্লক ডেভেলপমেন্ট অফিস (BDO) অফিসে মিড ডে মিল প্রকল্পের অধীনে। Assistant Accountant (সহকারী হিসাবরক্ষক) পদে কর্মী নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
আবেদন করার নিয়মাবলী:-
এখানে উপরিউক্ত শূন্যপদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এবং তার জন্য যা যা করতে হবে সেগুলি হল-
১) প্রথমে এই প্রতিবেদনের একেবারে শেষে দেওয়া অফিসিয়াল নোটিফিকেশন লিঙ্কে ক্লিক করে নোটিফিকেশন টিকে ডাউনলোড করে নিতে হবে।
২) তারপর সেই নোটিফিকেশান টিকে ভালোভাবে পড়ে এই নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে আরও বিস্তারিত ভাবে কিছু জানার থাকলে তা জেনে নিতে হবে।
৩) এরপর সেই নোটিফিকেশনের ৩ নং পৃষ্ঠায় একটি অ্যাপ্লিকেশান ফরম্যাট দেখতে পাবেন। সাদা A4 সাইজ পেপারে এর একটি প্রিন্ট আউট বের করে নিন।
৪) এরপর সেই ফর্মে আপনার নিজের নাম, বাবার/স্বামীর নাম, ঠিকানা, জন্ম তারিখ, জেন্ডার, শিক্ষাগত যোগ্যতা, বয়স, একটি বৈধ ইমেল আইডি ও ফোন নাম্বার ইত্যাদি লিখে ফর্ম টিকে ফিলাপ করে ফেলতে হবে।
৫) এরপর ফর্মের মধ্যে ফটো লাগানোর জন্য দেওয়া জায়গায় এক কপি রিসেন্ট তোলা রঙিন পাসপোর্ট সাইজের ফটো লাগিয়ে দিতে হবে এবং সিগনেচারের জন্য দেওয়া জায়গায় একটি সিগনেচার করে দিতে হবে।
৬) এরপর এক এক করে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক সহ যাবতীয় শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস এবং অন্যান্য সব প্রয়োজনীয় ডকুমেন্টস এর এক কপি করে জেরক্স বের করে সেগুলিকে সেলফ অ্যাটেস্টেড করে ফেলতে হবে।
৭) এরপর এই সবকিছু একসাথে করে পিন দিয়ে যুক্ত করে খামে ভরে নির্দিষ্ট সময়ের মধ্যে পোস্টের/ক্যুরিয়ার সার্ভিসের মাধ্যমে/ নিজে গিয়ে নির্দিষ্ট ঠিকানায় জমা দিতে হবে। তাহলেই ব্যাস আবেদন প্রক্রিয়া শেষ।
প্রয়োজনীয় ডকুমেন্টস:-
আবেদন পত্রের সঙ্গে যে সব প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি যুক্ত করে জমা দিতে হবে সেগুলি হল-
১) বয়সের প্রমানপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট এর এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
২) ফটো আইডি প্রুফ হিসেবে ভোটার কার্ড এর এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
৩) আবেদনকারী যদি ব্লক অধীনস্থ বাসিন্দা হয়ে থাকেন তাহলে তিনি যে ব্লকের অধীনে বসবাস করেন সেই ব্লকের BDO এর দেওয়া অথবা আবেদনকারী যদি মিউনিসিপ্যালিটির অধীনে বসবাস করেন তাহলে সেখানকার SDO এর দেওয়া Resedential সার্টিফিকেটের এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
৪) পেনশন পেপারের এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
৫) দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ফটো সেলফ অ্যাটেস্টেড করা।
প্রয়োজনীয় যোগ্যতা:-
রাজ্য খাদ্য দপ্তরের পক্ষ থেকে প্রকাশিত রাজ্যের ব্লক ডেভেলপমেন্ট অফিসে মিড ডে মিল প্রকল্পের অধীনে Assistant Accountant বা সহকারী হিসাবরক্ষক পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে অবশ্যই একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী বা একজন সরকারি অবসরপ্রাপ্ত শিক্ষক হতে হবে। এছাড়াও আবেদনকারীকে অবশ্যই বাঁকুড়া জেলার একজন স্থায়ী বাসিন্দা হতে হবে। এছাড়াও আবেদনকারীর যদি কম্পিউটারের বিষয়ে জ্ঞান থাকে তাহলে এক্ষেত্রে তিনি অগ্ৰাধিকার পাবেন।
নির্ধারিত বয়সসীমা ও বেতনের পরিমাণ:-
এখানে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীর বয়স হতে হবে ১/০২/২০২৩ অনুযায়ী ৬৩ বছরের মধ্যে। এই পদের জন্য নির্বাচিত প্রার্থীকে চাকরিতে নিয়োগ করার পর প্রতি মাসে ১১,০০০ টাকা করে বেতন দেওয়া হবে।
আবেদন করার শেষ তারিখ:-
এখানে উক্ত শূন্যপদের জন্য অফলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা নেওয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং এই প্রক্রিয়া চলবে আগামী ১৩/০৩/২০২৩ বিকেল ৪ টে পর্যন্ত। তাই যারা আবেদন করতে ইচ্ছুক ও যোগ্য তারা নিম্নলিখিত ঠিকানায় নির্দিষ্ট সময়ের মধ্যে শনিবার, রবিবার ও অন্যান্য ছুটির দিন বাদ দিয়ে যে কোনো দিন অফিস টাইমের মধ্যে গিয়ে জমা দিয়ে আসুন।
ইন্টারভিউয়ের তারিখ:-
বাঁকুড়া জেলার খাতরা ব্লক ডেভেলপমেন্ট অফিসে মিড ডে মিল প্রকল্পে Assistant Accountant পদে কর্মী নিয়োগ করার জন্য আগামী ১৪/০৩/২০২৩ বেলা ১১.৩০ মিনিট থেকে ইন্টারভিউ অনুষ্ঠিত হবে। তাই যারা ইন্টারভিউ দিতে চান তারা নিম্নলিখিত ঠিকানায় বেলা ১১ টার মধ্যে উপরিউক্ত সমস্ত ডকুমেন্টস এর অরিজিনাল কপি সহ পৌঁছে যাবেন।
ইন্টারভিউ ও আবেদন পত্র পাঠানোর ঠিকানা:-
আবেদন পত্র যে ঠিকানায় পাঠাতে হবে এবং ইন্টারভিউ যে স্থানে অনুষ্ঠিত হবে সেই জায়গার ঠিকানাটি হল-
Block Development Officer,
Khatra, Dist-Bankura.