রাজ্যের সকল শিক্ষিত বেকার চাকরিপ্রার্থীদের জন্য আবারও সুখবর। আমাদের রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সাধারণ জনগণের সার্বিক কল্যাণের কথা চিন্তা করে ইতিমধ্যেই বহু জনকল্যাণ মূলক প্রকল্প চালু করেছেন। আর শুধু তাই নয় রাজ্যের সাধারণ জনগণের কল্যাণের পাশাপাশি যাতে রাজ্যের প্রতিটি ঘরে ঘরে বেকার যুবক যুবতীরাও নিজেদের পায়ে দাঁড়াতে সক্ষম হয় সেই কারণে তিনি উৎকর্ষ বাংলা নামে একটি প্রকল্প চালু করেছেন। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের প্রতিটি বেকার যুবক যুবতীকে সম্পূর্ণ বিনামূল্যে বিভিন্ন কারিগরি বিষয়ে প্রশিক্ষণ দিয়ে প্রশিক্ষণ শেষে চাকরিতে নিয়োগ করার ব্যাবস্থাও করেছেন তিনি। এরফলে ইতিমধ্যেই আমাদের রাজ্যের বহু বেকার যুবক যুবতী নিজের পায়ে দাঁড়িয়ে স্বনির্ভর হতে সক্ষম হয়েছেন। মাননীয়া মুখ্যমন্ত্রীর উদ্যোগে চালু হওয়া এই উৎকর্ষ বাংলা প্রকল্প যে বোর্ডের তত্ত্বাবধানে পরিচালিত হয় সেই বোর্ডের নাম হল পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্ট (PBSSD)। আর এই মাত্র দুদিন আগেই এই PBSSD এর তরফ থেকে তাদের অফিসে কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই কেবলমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে কয়েক সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আর আজ আমরা এই নিয়োগের বিষয়েই আপনাদের বিস্তারিত ভাবে জানাতে চলেছি। নীচে এই নিয়োগের বিষয়ে সবকিছু বিশদে আলোচনা করা হল একটু মন দিয়ে শেষ পর্যন্ত পড়ে ভালো করে জেনে নিন।
নিয়োগকারী সংস্থা ও শূন্যপদ গুলির নাম:-
পশ্চিমবঙ্গের কলকাতা জেলায় অবস্থিত পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্ট(PBSSD) এর অফিসে কয়েক সংখ্যক শূন্যপদে যে যে ধরনের কর্মী নিয়োগ করা হবে সেগুলি হল-
• Senior Team Leader
• Senior Software Developer
• Junior Software Developer
শিক্ষাগত যোগ্যতা, বয়স ও বেতনের পরিমাণ:-
PBSSD এর তরফ থেকে প্রকাশিত উপরিউক্ত শূন্যপদ গুলিতে চাকরির জন্য আবেদন করতে হলে যে পদের ক্ষেত্রে যে ধরনের শিক্ষাগত যোগ্যতা থাকা প্রয়োজন তা হল-
Senior & Junior Software Developer-
এখানে চাকরি করতে হলে অবশ্যই কম্পিউটার জানতে হবে এবং উক্ত কাজ সম্বন্ধীয় অভিজ্ঞতা থাকতে হবে। এক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ১৮ বছরের উর্ধ্বে। এই পদের জন্য নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে ২৭,০০০-৪০,০০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
Senior Team Leader-
এই পদে চাকরির জন্য আবেদন করতে হলে আপনাকে অবশ্যই যে কোনো সরকারি প্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে। এক্ষেত্রেও আবেদনকারীর বয়স হতে হবে ১৮ বছরের উর্ধ্বে। এই পদের জন্য নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে ৬০,০০০ টাকা করে বেতন দেওয়া হবে।
আবেদন করার নিয়মাবলী:-
এখানে চাকরির জন্য আবেদন করতে হলে আপনাকে সম্পূর্ণ ভাবে PBSSD এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তার জন্য যা যা পদক্ষেপ অনুসরণ করতে হবে সেগুলি হল-
১) প্রথমে আমাদের বিজ্ঞপ্তির নীচে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইট লেখাটিতে সরাসরি ক্লিক করে অথবা google search box এ PBSSD এর অফিসিয়াল ওয়েবসাইট pbssd.gov.in লিখে এন্টার দিন।
২) তারপর ওয়েবসাইট খুললে প্রথমে সেখানে আপনার নিজের নাম, ইমেল আইডি ও পাসওয়ার্ড ইত্যাদি দিয়ে রেজিস্ট্রেশন করে ফেলুন।
৩) এরপর রেজিস্ট্রেশন হয়ে গেলে একটি অনলাইন অ্যাপ্লিকেশনের ফর্ম আসবে সেখানে আপনার নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, জন্ম তারিখ, ঠিকানা, জেন্ডার, আধার নম্বর, ফোন নাম্বার ইত্যাদি দিয়ে ফর্ম টিকে ফিলাপ করে ফেলুন এবং যে পদের জন্য আবেদন করতে চান সেটিকে select করুন।
৪) এরপর আপনার নিজের এক কপি পাসপোর্ট সাইজের ফটো, একটি সিগনেচার, সমস্ত শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস সহ অন্যান্য সব ডকুমেন্টস এর ছবি তুলে স্ক্যান করে সাবমিট করে দিলেই আপনার অ্যাপ্লিকেশন হয়ে যাবে।
প্রয়োজনীয় ডকুমেন্টস:-
অনলাইনে আবেদন করার সময় আবেদন পত্রের সঙ্গে যে সব প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি স্ক্যান করে আপলোড করতে হবে সেগুলি হল-
১) বয়সের প্রমানপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট স্ক্যান করা ।
২) রাজ্য এবং দেশের স্থায়ী নাগরিকত্বের প্রমান হিসেবে আধার কার্ড এবং ভোটার কার্ড স্ক্যান করা।
৩) মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, গ্ৰ্যাজুয়েশান, মাস্টার ডিগ্ৰি সহ যাবতীয় শিক্ষাগত যোগ্যতার মার্কসীট ও সার্টিফিকেট স্ক্যান করা।
৪) কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে স্ক্যান করা।
৫) এক কপি পাসপোর্ট সাইজের ফটো স্ক্যান করা।
৬) কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে তাহলে স্ক্যান করা।
নিয়োগ পদ্ধতি:-
এখানে চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের আবেদন পত্র জমা পড়ার পর তাদের অ্যাকাডেমিক এক্সামিনেশনে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে একটি মেধা তালিকা তৈরি করা হবে। সেই তালিকায় যাদের নাম থাকবে তাদের ই-মেইল করে ইন্টারভিউ লেটার পাঠিয়ে ইন্টারভিউ ও ডকুমেন্টস ভেরিফিকেশন এবং স্কিল টেস্টের জন্য ডাকা হবে । এই সব কিছুতে যারা উত্তীর্ণ হবেন তাদেরকে বাছাই করে জয়েনিং লেটার পাঠিয়ে চাকরিতে নিয়োগ করবে পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্ট।
আবেদন করার শেষ তারিখ:-
এখানে চাকরির জন্য অনলাইনে আবেদন পত্র জমা নেওয়ার অনলাইন পোর্টাল গত ৫/১২/২০২২ তারিখ থেকে খুলে গিয়েছে এবং আগামী ৩১/১২/২০২২ পর্যন্ত এই পোর্টাল খোলা থাকবে। তাই যারা আবেদন করতে ইচ্ছুক তারা আর দেরি না করে দ্রুত আবেদন করে ফেলুন । কারন সময় সীমা পেরিয়ে গেলে অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টাল বন্ধ করে দেওয়া হবে।