পশ্চিমবঙ্গের জেলায় জেলায় বন্ধন ব্যাংকে কর্মী নিয়োগ | WB Bandhan Bank Recruitment

By bengalpravakar.com

Published on:

 

সুখবর সুখবর চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে দারুণ একটা সুখবর । যে সকল চাকরিপ্রার্থী হয়তো উচ্চ মাধ্যমিক পাস করে বসে আছেন কিন্তু একটি চাকরি করবেন তাদের জন্য রয়েছে আজকের খবরটি। চাকরিটি হল বন্ধন ব্যাংকের চাকরি। ইতিমধ্যেই প্রচুর চাকরিপ্রার্থীরা এখান থেকে চাকরি পেয়েছেন আবারো নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখান থেকে বলা হয়েছে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ করা হবে। আপনারা যদি বন্ধন ব্যাংকে চাকরি করতে ইচ্ছুক হন তাহলে অবশ্যই প্রথম থেকে শেষ অব্দি খবরটি পড়ে দেখবেন এবং আবেদন জানাবেন।

নিয়োগকারী সংস্থা :- স্বনামধন্য ব্যাংক বন্ধন ব্যাংক।

পদের নাম :- এখানে যে সমস্ত পদে আবেদন করা হবে সেগুলোর নিচে একে একে উল্লেখ করা হলো-

Finance and Insurance

 2. KYC  verification Department 

3. Document Collection 

4. Branch Officer Executive 

5. Branch Relationship Officer 

6. Phone Banking 

7. Net Banking

 8. MIS Executive 

9. Account Opening Department

 10. Business Development Executive.

শিক্ষাগত যোগ্যতা :– যে সকল প্রার্থী চাকরি করতে ইচ্ছুক তাদের অবশ্যই নূন্যতম উচ্চ মাধ্যমিক পাস করতে হবে।‌ বন্ধন ব্যাংক এর রয়েছে অনেক রকমের পথ তাই আপনারা বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবেন আপনারা তাই অফিসিয়াল নোটিশটি একটু চেক করে নেবেন বিভিন্ন পদের জন্য বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে ।

বয়স :– যে সকল চাকরিপ্রার্থী বন্ধন ব্যাংকে চাকরি করতে ইচ্ছুক তাদের বয়স হতে হবে ১৮ বছর থেকে ৩৫ বছরের মধ্যে।            

 বেতন :- যে সকল চাকরি বন্ধন ব্যাংক এর উপরিউক্ত পদগুলিতে চাকরিতে নিয়োগ হবে তাদের প্রতি মাসে বেতন দেওয়া হবে ১৬,০০০ টাকা থেকে ২৫,০০০ টাকা পর্যন্ত।

আবেদন পদ্ধতি: এখানে অনলাইন অথবা অফলাইন দুটো পদ্ধতিতে আবেদন করতে পারেন। অনলাইন একটি আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করে অনলাইনে আবেদন জানাতে পারবেন। এছাড়াও আপনি যদি অফলাইনে আবেদন জানাতে চান তাহলে আপনার বায়োডাটা সহ অন্যান্য সমস্ত ডকুমেন্ট সংগ্রহ করে সেটি বন্ধন ব্যাংক ডিভিশন অফিসে গিয়ে জমা দিতে পারেন।

নিয়োগ পদ্ধতি: এখানে মূলত নিয়োগ করা হবে সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে। যারা এখানে আবেদন করবেন তাদের কোন রকম লিখিত পরীক্ষা দিতে হবে না। সরাসরি ইন্টারভিউ দিয়ে চাকরি পেয়ে যাবেন।

আবেদনের শেষ তারিখ: সরাসরি এখানে অনলাইনে যদি আবেদন করতে চান তাহলে 31/07/2023 তারিখ পর্যন্ত আবেদন জানাতে পারবেন।

APPLY NOW: – CLICK HERE

MORE JOB NEWS: CLICK HERE

চাকরির সম্বন্ধীয় আরো বিস্তারিত খবরা খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন।
TELRGRAM CHANNEL:  CLICK HERE

Leave a Comment