আপনি কি পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং মাধ্যমিক পাস করেছেন অথবা মাধ্যমিক ফেল করেছেন অথবা আপনার কোন শিক্ষাগত যোগ্যতা নেই, তাও আপনি পশ্চিমবঙ্গের স্বনামধন্য পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের গ্রুপ ডি পদে চাকরি করার সুযোগ পাবেন। পশ্চিমবঙ্গে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফের রাজ্যে আবারও প্রচুর গ্রুপ-ডি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন এবং মাধ্যমিক পাশ করে থাকেন বা অষ্টম শ্রেণী পাস করে থাকেন অথবা আপনার যদি কোন রকম শিক্ষাগত যোগ্যতা না থাকে তাহলেও আপনি এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় এই নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে আবারও রাজ্যে আরেকটি জেলায় গ্রুপ-ডি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল। আপনি যদি আবেদন করতে চান তাহলে তাড়াতাড়ি আবেদন করুন সময় খুবই সীমিত।
পদের নাম: Group-D ( পার্টটাইম সুইপার)
শিক্ষাগত যোগ্যতা: এখানে চাকরি করতে হলে সর্বাধিক মাধ্যমিক পাস হতে হবে তবে আপনি যদি মাধ্যমিকে ফেল জান অথবা আপনার যদি কোন রকম শিক্ষাগত যোগ্যতা না থাকে তাহলে ও আপনাকে এখানে চাকরি করার সুযোগ দেওয়া হবে। অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী এমনটাই বলা হয়েছে।
বয়স সীমা: আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে আপনার বয়স 18 থেকে 24 বছরের মধ্যে হতে হবে । আপনি যদি SC/ST ক্যাটাগরির প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনি 5 বছরের বয়সের ছাড় পাবেন এবং আপনি যদি OBC প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনি 3 বছর বয়সের ছাড় পাবেন।
বেতন: অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বেতনের কথা উল্লেখ করা হয়নি। তবে পূর্ববর্তী বিজ্ঞপ্তি অনুযায়ী একই ধরনের চাকরির ক্ষেত্রে যে বেতন কাঠামো ছিল সেটি হল – আপনি যদি এখানে চাকরি করেন তাহলে আপনাকে 9560/- টাকা বেতন দেওয়া হবে এবং সঙ্গে আরো অন্যান্য ভাতা যুক্ত হয়ে মূল মাইনে 10- 12 হাজার টাকা হবে।
আবেদনের শেষ তারিখ: এখানে আপনাকে 05/09/2022 তারিখের আগে আবেদন করতে হবে।
এছাড়া আপনি চাকরির সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য পাবেন নিচের দেওয়া অফিশিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করলে।
আবেদন পদ্ধতি: এখানে আপনাকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আপনি আবেদনপত্রটি পোস্ট অফিসের মাধ্যমে বা স্পিড পোস্ট এর মাধ্যমে পাঠাতে পারেন। এখানে আবেদন করতে চাইলে চাকরিপ্রার্থীদের প্রথমেই একটি বায়োডাটা বানাতে হবে চাকরি প্রার্থীরা বায়োডাটা টি বানাতে পারেন নিচের দেওয়া আবেদন ফরমাটে-
আবেদনপত্রে যে সমস্ত তথ্য দিতে হবে : দরখাস্তের উপরিলিখিত যোগ্যতামান পূরণকারী প্রার্থীরা যথাযথভাবে স্বাক্ষরিত দরখাস্ত পাঠাবেন যার মধ্যে নিম্নলিখিত তথ্যগুলি দেওয়া থাকতে হবে:
1. নাম
2. পিতার নাম/স্বামী/স্ত্রীর নাম
3. জন্মতারিখ ০১.০৭.২০২২ অনুযায়ী বয়স
4. কোন জেলার স্থায়ী অধিবাসী
5. শিক্ষাগত যোগ্যতা
6. শ্রেণি (সাধারণ/ এসসি/ এসটি/ ওবিসি / ইডব্লিউএস)
7. স্থায়ী ঠিকানা
8. যোগাযোগের ঠিকানা
9. মোবাইল নম্বর
10. এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড নম্বর
11. স্থান
12. স্বাক্ষর
আবেদন পত্রের উপরের ডানদিকে একটি পাসপোর্ট সাইজের ফটো লাগাতে হবে
নিয়োগ স্থান: আপনাকে নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গের জেলার পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে। এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পুরুলিয়া জেলায়।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা:
সার্কল হেড,
পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক,
সার্কল অফিস পুরুলিয়া,
এইচআরডি ডিপার্টমেন্ট,
শশধর গাঙ্গুলি রোড,
রাজাবাঁধপাড়া, পুরুলিয়া,
পশ্চিমবঙ্গ, পিন-৭২৩১০১।
আবেদনপত্রের সঙ্গে কি কি জমা দেবেন–
• আপনার সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশিট,
• মাধ্যমিকের এডমিট কার্ড,
• আধার কার্ড
• ভোটার কার্ড
• প্যান কার্ড
• 4 কপি রঙিন পাসপোর্ট সাইজের ফটো,
• জন্মের প্রমাণপত্র,
• বাসিন্দা সার্টিফিকেট ( প্রধান বা কোন আধিকারিক এর নিকট থেকে আনতে হবে)
বিশেষভাবে মনে রাখবেন আবেদন পত্রটির সময়মতো পৌঁছাতে হবে সময়ের পরে আবেদন পত্রটি পৌঁছালে সেটি বাতিল বলে গণ্য হবে। এছাড়াও এই নিয়োগ সম্পর্কিত আরো বিস্তারিত তথ্য আপনারা নিচের দেওয়া বিজ্ঞপ্তি ডাউনলোড করে ভালো করে পড়তে পারবেন।