পশ্চিমবঙ্গের পোস্ট অফিসে গ্রুপ সি পদে প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ | WB post office Group-C recruitment 2021

By bengalpravakar.com

Updated on:

 

পশ্চিমবঙ্গের পোস্টাল সার্কেল এর গ্রুপ সি পদে প্রচুর কর্মী নিয়োগ করা হবে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশ করলে আপনি এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। আপনি যদি পোস্ট অফিসে চাকরি করতে চান তাহলে চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য নিচে দেওয়া আছে এখান থেকে জেনে নিন।


নিয়োগ সম্পর্কিত বিস্তারিত তথ্য :


কোন কোন পদে চাকরির নিয়োগ করা হবে :
-আপনি যদি এখানে নির্বাচিত হন তাহলে আপনাকে যে সব পদে নিয়োগ করা হবে সেগুলি হল-

  • আপনাকে পোস্ট অফিসে বা সেভিং কন্ট্রোল অরগানাইজেশন সার্কেল অফিসে নিয়োগ করা হবে এবং রিজিওনাল অফিসে নিয়োগ করা হবে,
  • Sorting Assistant পদে রেলওয়ে মেইল সার্ভিস নিয়োগ করা হবে এবং
  • পোস্টম্যান নিয়োগ করা হবে পোস্ট অফিসে।


আবেদনের শেষ তারিখ:
তারিখ পোস্ট অফিসের গ্রুপ সি পদের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে 15 নভেম্বর এবং আবেদন চলবে 24 ডিসেম্বর পর্যন্ত।


পশ্চিমবঙ্গের যেসব জেলায় নিয়োগ করা হবে:-
আপনি যদি এই চাকরির জন্য আবেদন করতে চান তাহলে পশ্চিমবঙ্গের কোথায় কোথায় নিয়োগ করা হবে তার ব্যাপারে একটি সংক্ষিপ্ত ধারণা নিয়ে নিন।

 


বেতন:


Postal Assistant/ Sorting Assistant:
পেলে 4 অনুযায়ী আপনাকে এখানে 25,500/- টাকা থেকে 81,100/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।


Postman:
পেয়ে level 3 অনুযায়ী আপনাকে এখানে 21,700/- টাকা থেকে 69,100/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

বয়স:
আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে আপনার বয়স অবশ্যই 18 থেকে 27 বছরের মধ্যে হতে হবে। আপনি যদি OBC ক্যান্ডিডেট হন তাহলে আপনাকে 3 বছরের বয়সের ছাড় দেওয়া হবে। আপনি যদি SC ক্যান্ডিডেট হন তাহলে আপনাকে 5 বছরের বয়সের ছাড় দেওয়া হবে এবং আপনি যদি রিটায়ারমেন্ট অফিসার হন তাহলে আপনাকে 40 বছর বয়সে ছাড় দেওয়া হবে।


শিক্ষাগত যোগ্যতা:
আপনি যদি এখানে চাকরি করতে চান সবক্ষেত্রেই আপনাকে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে সঙ্গে কমপক্ষে 60 দিনের কম্পিউটার কোর্স জানা থাকতে হবে। আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে আপনার নিজের ভাষায় দক্ষ হতে হবে।


নিয়োগ পদ্ধতি:
এখানে আপনাকে কোন রকম পরীক্ষা দিতে হবে না শুধুমাত্র আপনার শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য তথ্য দেখে আপনাকে নিয়োগ করা। এছাড়া চাকরি সম্বন্ধীয় আরও বিস্তারিত তথ্য জানতে নীচে অফিশিয়াল ওয়েবসাইট ও অফিশিয়াল নোটিফিকেশন দেওয়া আছে সেখান থেকে বিস্তারিত তথ্য জেনে নিন।

OFFICIAL NOTICE: CLICK HERE
OFFICIAL WEBSITE: CLICK HERE
MORE JOB NEWS: CLICK HERE

চাকরির সম্বন্ধীয় আরো বিস্তারিত খবরা খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন:CLICK HERE

3 thoughts on “পশ্চিমবঙ্গের পোস্ট অফিসে গ্রুপ সি পদে প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ | WB post office Group-C recruitment 2021”

Leave a Comment