পশ্চিমবঙ্গের পৌরসভায় ফুড সাপ্লাই ডিপার্টমেন্টে DEO কর্মী নিয়োগ | Data Entry Operator Recruitment

By bengalpravakar.com

Updated on:

 

পশ্চিমবঙ্গ রাজ্যের একটি পৌরসভায় কর্মী নিয়োগ করা হচ্ছে। আপনি যদি পশ্চিমাদের বাসিন্দা হয়ে থাকেন এবং সরকারি চাকরির খোঁজ করে থাকেন তাহলে আপনি এই চাকরির জন্য আবেদন করতে পারেন। এখানে ফুড সাপ্লাই ডিপার্টমেন্ট ডাটা এন্ট্রি(DEO) পদে কর্মী নিয়োগ করা হবে। এটি প্রথমত চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে। তবে পরবর্তীকালে চুক্তি বৃদ্ধির কথাও বলা হয়েছে। আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে নিচে অফিশিয়াল নোটিফিকেশন আছে সেটি আগে ভালো করে পড়ে তবে আবেদন করবেন। এখানে চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য নিচে দেওয়া হল।


পদের নাম:
ডাটা এন্ট্রি অপারেটর(DEO)


প্রতিষ্ঠানের নাম:
সাব ডিভিশন অফিসে ফুড সাপ্লাই ডিপার্টমেন্ট নিয়োগ করা হবে।


নিয়োগ স্থান:
পুরুলিয়া জেলার সাব-ডিভিশনাল অফিসে ফুড সাপ্লাই ডিপার্টমেন্ট কর্মী নিয়োগ করা হবে।


আবেদন শুরু:
আবেদন শুরু হয়েছে 18/11/2021 তারিখে।


আবেদনের শেষ তারিখ:
আবেদন চলবে 30/11/2021 তারিখ পর্যন্ত।


শিক্ষাগত যোগ্যতা:
আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে অবশ্যই আপনাকে গ্রাজুয়েশন পাস হতে হবে সঙ্গে আপনার কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে।


বেতন:
এখানে প্রতি মাসে আপনাকে 13000/- টাকা করে বেতন দেওয়া হবে।


বয়স সীমা:
আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে আপনার বয়স অবশ্যই 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে।


আবেদন পদ্ধতি:
আপনি যদি এখানে আবেদন করতে চান তাহলে অবশ্যই আপনাকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আমাদের নিচের লিঙ্ক থেকে অ্যাপসটি ডাউনলোড করলে তার নিচেই আপনারা আবেদনপত্রটি পেয়ে যাবেন। সেই আবেদনপত্রটি প্রিন্ট আউট করে সেখানে আপনার একটি ফটো লাগিয়ে ফরম ফিলাপ করে সঙ্গে- আপনার মাধ্যমিকের এডমিট কার্ড, গ্রাজুয়েশন পাস মার্ক সিট, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড জেরক্স করে খামে ভরে নির্দিষ্ট পোস্ট অফিসের মাধ্যমে নিম্নলিখিত ঠিকানায় জমা করতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা:
The Sub-Divisional Controller Food and Supplies, Jhalda, Purulia (office address- Purulia khadya bhawan, first floor, p.o & dist – Purulia, pin- 723101)


আবেদন মূল্য:
আপনি যদি এখানে আবেদন করতে চান আপনাকে কোন রকম আবেদন মূল্য দিতে হবে না সম্পূর্ণ বিনামূল্যে আপনার।

আপনি যদি এখানে চাকরি করতে আগ্রহী হন তাহলে নিচে অফিশিয়াল ওয়েবসাইট এর লিঙ্ক ও অফিশিয়াল নোটিফিকেশন এর লিঙ্ক দেওয়া আছে সেটি বিস্তারিতভাবে পড়ে নিতে পারেন।
OFFICIAL WEBSITE: CLICK HERE

OFFICIAL NOTICE: CLICK HERE

APPLICATION FORM: CLICK HERE

MORE JOB NEWS: CLICK HERE

চাকরির সম্বন্ধীয় আরো বিস্তারিত খবরা খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন:CLICK HERE

Leave a Comment