পশ্চিমবঙ্গের পৌরসভায় HHW পদে কর্মী নিয়োগ | WB municipality HHW recruitment 2021

By bengalpravakar.com

Updated on:

 

রাজ্যের বিভিন্ন পৌরসভায় HHW পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। এখানে আপনাকে কোনরকম লিখিত পরীক্ষা দিতে হবে না শুধুমাত্র মৌখিক পরীক্ষা বা ইন্টারভিউয়ের মাধ্যমে এই নিয়োগ করা হয়। ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন জেলায় এই কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে আবারও রাজ্যের একটি জেলায় এই কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আপনি যদি শুধুমাত্র মাধ্যমিক পাস হয়ে থাকেন তাহলে আপনি এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। আপনি যদি এখানে চাকরি করতে আগ্রহী হন তাহলে চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য ও অফিশিয়াল নোটিফিকেশন নিচে দেওয়া আছে সেখান থেকে ভালো করে বিস্তারিত জেনে তবেই আবেদন করবেন।


পদের নাম:
HHW পদে কর্মী নিয়োগ।


নিয়োগ পদ্ধতি:
কোনরকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে নিয়োগ করা হবে।


শিক্ষাগত যোগ্যতা:
আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে অবশ্যই আপনাকে মাধ্যমিক পাস হতে হবে।


নিয়োগ স্থান:
আপনাকে বিভিন্ন উপস্বাস্থ্য কেন্দ্রে নিয়োগ করা হবে। এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কলকাতার Khardah মিউনিসিপ্যালিটি তে ।


আবেদনের শেষ তারিখ
: আপনি যদি এখানে আবেদন করতে চান তাহলে আপনাকে 10 ডিসেম্বর 2021 এর আগে আবেদন করতে হবে।


আবেদন পদ্ধতি:
এখানে আপনাকে সম্পূর্ণ অফলাইনে এর মাধ্যমে আবেদন করতে হবে। আপনি নিম্নের ঠিকানায় পোস্ট অফিসের মাধ্যমে আবেদন করতে পারেন। খড়দহ পুরসভায় ১০ ডিসেম্বর, ২০২১ তারিখের মধ্যে সকাল ১১ টা থেকে বিকাল ৪ টে পর্যন্ত প্রার্থীর নাম, ঠিকানা, ওয়ার্ডের নাম এবং পদের নাম খামের উপরে উল্লেখ করে পুরসভায় রাখা Drop Box এ জমা দিতে হবে। এছাড়া ডাকযােগে বা পোস্ট অফিসের মাধ্যমে উপরােক্ত ঠিকানায় ১০ ডিসেম্বর, ২০২১ বিকাল ৪ টের মধ্যে আবেদন পত্র পাঠানাে যাবে, উল্লিখিত ডাক গােলযােগের কোন রকম দায় অফিসের নয়। কেবলমাত্র অফিস থেকে অথবা পুরসভার ওয়েবসাইটে (www.khardahmunicipality.in) দেওয়া নির্দিষ্ট নমুনা আবেদন পত্র অনুযায়ী আবেদন করতে হবে।


আবেদনপত্র পাঠানোর ঠিকানা:
Khardah Municipality, 21, B.T, Road, Khardah, Kolkata, 700118


আবেদনপত্রের সঙ্গে যেসব ডকুমেন্ট জমা দিতে হবে:
আবেদন পত্রের সঙ্গে দেওয়া প্রমাণ পত্রের এবং শংসাপত্রের প্রতিলিপি স্বপ্ৰত্যয়িত (Self Attested) হতে হবে। আপনারা যে সব ডকুমেন্ট জমা দিবেন সেগুলি হল-

১। দুইটি স্বপ্রত্যয়িত সাম্প্রতিকতম পাসপাের্ট মাপের ছবি (একটি খামে, অন্যটি দরখাস্তে),

২। বয়সের প্রমাণপত্র : মাধ্যমিক পরীক্ষার ADMIT CARD / জন্ম সার্টিফিকেটের প্রত্যয়িত ফোটোকপি। প্রমাণপত্র ।

৩৷ বাসস্থানের প্রমাণপত্র ও ভােটার আইডি কার্ড / আধার কার্ডের প্রত্যয়িত ফোটোকপি। তৎসহ সংসদ, মন্ত্রী, বিধায়ক, ডিএম, এ.ডি.এম, এস.ডি.ও, পৌরসভার চেয়ারম্যান, পৌরসভার কাউন্সিলর কর্তৃক বিজ্ঞপ্তি প্রকাশের তারিখের পরের যে কোন তারিখে প্রদত্ত বাসস্থানের প্রমান পত্র (যে কোন একটি) ।

৪। নূন্যতম শিক্ষাগত যােগ্যতার ৫৷ তপশীলি জাতি, তপশীলি উপজাতি ও অনগ্রসর জাতি এবং Differently abled (বিশেষ ভাবে সক্ষম) হলে সংরক্ষণের সুবিধা পাওয়ার ক্ষেত্রে কেবলমাত্র সংশ্লিষ্ট সরকারী দপ্তর প্রদত্ত প্রমাণপত্র গ্রাহ্য হবে।

আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে নিচে অফিশিয়াল নোটিফিকেশন আছে সেটি ভালো করে পড়ে নিন।
OFFICIAL NOTICE: CLICK HERE
OFFICIAL WEBSITE: CLICK HERE

MORE JOB NEWS: CLICK HERE

চাকরির সম্বন্ধীয় আরো বিস্তারিত খবরা খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন:CLICK HERE

Leave a Comment