পশ্চিমবঙ্গের বিভিন্ন পৌরসভায় ও ফুড সাপ্লাই ডিপার্টমেন্ট এ গ্রুপ সি কর্মী নিয়োগ | WB additional data entry operator recruitment

By bengalpravakar.com

Updated on:

 

পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন পৌরসভা ও ফুড সাপ্লাই ডিপার্টমেন্ট কর্মী নিয়োগ করা হচ্ছে। আপনি যদি পশ্চিমাদের বাসিন্দা হয়ে থাকেন এবং সরকারি চাকরির খোঁজ করে থাকেন তাহলে আপনি এখানে চাকরির জন্য আবেদন করতে পারেন। পশ্চিমবঙ্গের বিভিন্ন পৌরসভায় ফুড সাপ্লাই ডিপার্টমেন্ট অ্যাডিশনাল ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। এখানে আপনাকে কোনরকম লিখিত পরীক্ষা দিতে হবে না সরাসরি ইন্টারভিউ(walk-in-interview) এর মাধ্যমে আপনার চাকরি হয়ে যাবে। আপনি যদি এখানে চাকরি করতে আগ্রহী হন তাহলে চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য ও খুঁটিনাটির নিচে দেওয়া আছে এবং অফিশিয়াল নোটিফিকেশনও দেওয়া আছে বিস্তারিত জেনে নিন।


পদের নাম:
অ্যাডিশনাল ডাটা এন্ট্রি অপারেটর(DEO)


প্রতিষ্ঠানের নাম :
রাজ্যের দুটি পৌরসভা ও একটি ফুড সাপ্লাই ডিপার্টমেন্ট এ নিয়োগ করা হচ্ছে।


আবেদন শুরু:
আবেদন শুরু হয়েছে 22/11/2021 তারিখে।


আবেদনের শেষ তারিখ:
আবেদন চলবে 30/11/2021 তারিখ পর্যন্ত।


ইন্টারভিউর ডেট:
03/12/2021 তারিখে 11 টার সময় ইন্টারভিউ হবে।


ইন্টারভিউ স্থান:
আপনার এখানে সরাসরি ইন্টারভিউ(Walk-in-interview) হবে – Office of the sub-divisional officer, Rampurhat, Birbhum.


শিক্ষাগত যোগ্যতা:
আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে অবশ্যই আপনাকে গ্রাজুয়েশন পাস হতে হবে সঙ্গে আপনার যেকোন প্রতিষ্ঠান থেকে কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে।


বেতন:
এখানে প্রতি মাসে আপনাকে 13000/- টাকা করে বেতন দেওয়া হবে।


বয়স সীমা:
আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে আপনার বয়স অবশ্যই 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে।


নিয়োগ স্থান:
যেসব জায়গায় কর্মী নিয়োগ করা হবে সেগুলি হল – রামপুরহাট ফুড সাপ্লাই ডিপার্টমেন্ট, ইন্সপেক্টর অফিস অফ রামপুরহাট মিউনিসিপ্যালিটি এবং ইন্সপেক্টর অফিস অফ নৈহাটি মিউনিসিপ্যালিটি তে কর্মী নিয়োগ করা হবে।


আবেদন পদ্ধতি:
আপনি যদি এখানে আবেদন করতে চান তাহলে অবশ্যই আপনাকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আমাদের নিচের লিঙ্ক থেকে অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড করলে তার নিচেই আপনারা আবেদনপত্রটি পেয়ে যাবেন। সেই আবেদনপত্রটি প্রিন্ট আউট করে সেটি ফিলাপ করতে হবে। আবেদনপত্রে আপনার একটি রঙিন ফটোগ্রাফি ও সিগনেচার করতে হবে । এরপর আপনাকে কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস এর সঙ্গে যুক্ত করে উক্ত BDO অফিসে জমা দিতে হবে।


কি কি ডকুমেন্ট জমা দেবেন:
নিচের দেওয়া সমস্ত ডকুমেন্টস গুলো কে আপনি সেল্ফ অ্যাটেস্টেড করে জমা দেবেন।


  • আধার কার্ডের জেরক্স,
  • BDO-এর কাছ থেকে আনা একটি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট,

  • মাধ্যমিকের এডমিট কার্ড,

  • গ্রাজুয়েশনের মার্কসিট ও

  • কম্পিউটার সার্টিফিকেট


আবেদনপত্র পাঠানোর ঠিকানা:
Office of the sub-divisional officer, Rampurhat, Birbhum, Pin- 731224.

আপনি যদি এখানে আবেদন করতে চান তাহলে নিচে অবশ্যই অফিশিয়াল নোটিফিকেশনটি আছে সেটা ডাউনলোড করে ভালো করে পড়ে তবেই আবেদন করবেন।

OFFICIAL NOTIFICATION: CLICK HERE

OFFICIAL WEBSITE: CLICK HERE

MORE JOB NEWS: CLICK HERE

চাকরির সম্বন্ধীয় আরো বিস্তারিত খবরা খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন:CLICK HERE

Leave a Comment