পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে অতিথি শিক্ষক নিয়োগ | WB School Guest Teacher Recruitment

By bengalpravakar.com

Updated on:

 আবারো পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলের সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে (Walk-in-Interview) বিভিন্ন বিষয়ের শিক্ষক নিয়োগ করা হচ্ছে। আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনি এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। এখানে আপনাকে অতিথি শিক্ষক(Guest Teacher) হিসেবে নিয়োগ করা হবে। আপনি পশ্চিমবঙ্গের যে কোন জায়গার বাসিন্দা হলেই এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। আপনি যদি শিক্ষক হতে আগ্রহী হন তাহলে অবশ্যই বিস্তারিত তথ্য নিচে দেওয়া আছে সেগুলো ভালোভাবে জেনে অফিশিয়াল নোটিফিকেশন টি ভাল করে পড়ে নেবেন ।


পদের নাম:
বিভিন্ন বিষয়ে শিক্ষক ও শিক্ষিকা নিয়োগ।


যেসব বিষয়ে শিক্ষক-শিক্ষিকা নিয়োগ করা হবে:
এখানে বিভিন্ন বিষয়ে শিক্ষক নিয়োগ করা হবে যেসব বিষয়ে শিক্ষক নিয়োগ করা হবে সেগুলি হল-


  • ইংরেজি

  • বাংলা

  • অংক

  • ইতিহাস

  • ভূগোল

  • জীবনবিজ্ঞান

  • ভৌতবিজ্ঞান


শিক্ষাগত যোগ্যতা:
এখানে চাকরি করতে হলে আপনাকে অবশ্যই গ্রাজুয়েশন পাশ বা পোস্ট গ্রাজুয়েশন পাশ হতে হবে সঙ্গে আপনার B.ED ডিগ্রী থাকতে হবে।


নিয়োগ স্থান:
নিয়োগ করা হবে উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন স্কুলে। উত্তর দিনাজপুরের গোয়ালপুকুর-1, গোয়ালপোখর-2, ইটাহার, কালিগঞ্জ, উত্তরদিনাজপুর এসব ব্লকের বিভিন্ন স্কুলে শিক্ষক নিয়োগ করা হবে।


বয়স সীমা:
এখানে চাকরি করতে হলে আপনার বয়স 62 বছরের নিচে হতে হবে।


আবেদন পদ্ধতি:
এখানে আপনাকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।


আবেদনপত্র পাঠানোর ঠিকানা:
আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে আপনার শিক্ষাগত যোগ্যতাসহ সমস্ত ডকুমেন্ট পাঠাতে হবে এই ইমেইল আইডিতে- disseud@gmail.com.


আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ:
এখানে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হল- 28/11/2021.


ইন্টারভিউ তারিখ:
29.11.2021 সকাল 11 টার সময়

ইন্টারভিউ স্থান: District Inspector of School(SE), UTTAR DINAJPUR

এই চাকরি সম্বন্ধে আরো বিস্তারিত জানতে আপনারা এই নাম্বারগুলো সঙ্গে যোগাযোগ করতে পারেন-
  • 9832357178
  • 9434873442
নিচে অফিশিয়াল ওয়েবসাইট লিঙ্ক ও অফিশিয়াল নোটিফিকেশন লিঙ্ক দেওয়া আছে যেটা ভালো করে দেখে তবে আবেদন করবেন। অফিশিয়াল নোটিফিকেশন এর নিচে অ্যাপ্লিকেশন ফর্ম টি আছে সেটি প্রিন্ট আউট করে ফিলাপ করে জমা দেবেন।
OFFICIAL WEBSITE: CLICK HERE
OFFICIAL NOTICE: CLICK HERE

Leave a Comment