পশ্চিমবঙ্গের স্কুলে বিভিন্ন বিষয়ের শিক্ষক ও গ্রুপ সি পদে কর্মী নিয়োগ | School Teacher Group-C Recruitment

 

আবারো পশ্চিমবঙ্গের স্কুলে সরাসরি শিক্ষক-শিক্ষিকা ও গ্রুপ সি নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। হাই স্কুলে বিভিন্ন বিষয়ের শিক্ষক-শিক্ষিকা ও গ্রুপ সি পদে কর্মী নিয়োগ করা হবে এখানে। আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন এবং স্কুলের শিক্ষক-শিক্ষিকা বা গ্রুপ সি পদে চাকরি করতে চান তাহলে অবশ্যই আপনি এখানে আবেদন করতে পারেন। পশ্চিমবঙ্গের সকল বাসিন্দাই এখানে আবেদন করতে পারবেন। এখানে আপনাকে কোন রকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে শিক্ষক নিয়োগ করা হবে।

পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স ও বেতন

এখানে বিভিন্ন বিষয়ের শিক্ষক নিয়োগ করা হবে। একে একে প্রতিটি বিষয়ে শিক্ষক নিয়োগের যোগ্যতা, বেতন ও বয়স সম্পর্কে আলাদা আলাদা ভাবে আলোচনা করা হলো।


পদের নাম :
Physics Teacher

যোগ্যতা :
Physics বিষয়ে মাস্টার্স ডিগ্রী পাশ করতে হবে এবং সঙ্গে বিএড করা থাকলে আবেদন করা যাবে।

শিক্ষাগত যোগ্যতা:
আপনাকে Physics বিষয়ে শিক্ষকতা করতে গেলে Physics মাস্টার ডিগ্রি বা MA পাস করতে হবে সঙ্গে আপনার বিএড ডিগ্রি থাকতে হবে।

বয়স:
আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে আপনার বয়স অবশ্যই 20 থেকে 40 বছরের মধ্যে হতে হবে।

বেতন :
সরকারি নিয়ম ROPA 2019 অনুসারে যে বেতন দেওয়া হয় তেমন বেতন দেওয়া হবে ।


পদের নাম :
Chemistry Teacher

শিক্ষাগত যোগ্যতা:
আপনাকে Chemistry বিষয়ে শিক্ষকতা করতে গেলে Chemistry মাস্টার ডিগ্রি বা MA পাস করতে হবে সঙ্গে আপনার বিএড ডিগ্রি থাকতে হবে।

বয়স:
আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে আপনার বয়স অবশ্যই 20 থেকে 40 বছরের মধ্যে হতে হবে।

বেতন :
সরকারি নিয়ম ROPA 2019 অনুসারে যে বেতন দেওয়া হয় টিক তেমনই দেওয়া হবে ।


পদের নাম :
Math Teacher

শিক্ষাগত যোগ্যতা:
আপনাকে Math বিষয়ে শিক্ষকতা করতে গেলে Math মাস্টার ডিগ্রি বা MA পাস করতে হবে সঙ্গে আপনার বিএড ডিগ্রি থাকতে হবে।

বয়স
: আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে আপনার বয়স অবশ্যই 20 থেকে 40 বছরের মধ্যে হতে হবে।

বেতন :
সরকারি নিয়ম ROPA 2019 অনুসারে যে বেতন দেওয়া হয় তেমন বেতন দেওয়া হবে ।


পদের নাম :
Computer Science

শিক্ষাগত যোগ্যতা:
আপনাকে Math বিষয়ে শিক্ষকতা করতে গেলে Computer Science এর উপর ডিপ্লোমা করতে হবে।

বয়স:
আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে আপনার বয়স অবশ্যই 20 থেকে 40 বছরের মধ্যে হতে হবে।

বেতন :
সরকারি নিয়ম ROPA 2019 অনুসারে যে বেতন দেওয়া হয় তেমন বেতন দেওয়া হবে ।


পদের নাম :
Administrative Officer

শিক্ষাগত যোগ্যতা :
আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে আপনাকে উক্ত কাজে কমপক্ষে 3 বছরের অভিজ্ঞতা ও আইটি জ্ঞান থাকলে আবেদন করতে পারবেন।

বয়স:
আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে আপনার বয়স অবশ্যই 20 থেকে 40 বছরের মধ্যে হতে হবে।

বেতন :
সরকারি নিয়ম ROPA 2019 অনুসারে যে বেতন দেওয়া হয় তেমন বেতন দেওয়া হবে ।


আবেদন পদ্ধতি:
আপনি যদি এখানে আবেদন করতে চান তাহলে আপনাকে অ্যাপ্লিকেশন ফর্ম ও তার সঙ্গে আপনার সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট সেল্ফ অ্যাটেস্টেড করে এর সঙ্গে আপনার একটি পাসপোর্ট সাইজের ফটো লাগিয়ে নিচের দেওয়া ইমেইল আইডিতে পাঠাতে হবে-
Email ID- jobscpsbt@gmail.com



আবেদনের শেষ তারিখ:
আপনি যদি এখানে আবেদন করতে চান তাহলে আপনাকে 31 ডিসেম্বর 2021 তারিখের মধ্যে আবেদন করতে হবে।


ইন্টারভিউ স্থান ও নিয়োগ স্থান:
Calcutta Public School, Barasat

চাকরির সম্বন্ধীয় আরো বিস্তারিত খবরা খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন:CLICK HERE

Leave a Comment