পশ্চিমবঙ্গের স্কুলে শিক্ষক-শিক্ষিকা নিয়োগের বিজ্ঞপ্তি জারি | WB School Teachers Recruitment

By bengalpravakar.com

Updated on:

 

আপনি যদি ইস্কুলে শিক্ষক হতে চান এবং শিক্ষক হওয়ার জন্য সমস্ত ডিগ্রী অর্জন করে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে বিশাল বড় একটি সুখবর। পশ্চিমবঙ্গের নিয়োগ হতে যাচ্ছে শিক্ষক। আপনি পশ্চিমবঙ্গের যে কোনো স্থানের বাসিন্দা হলেই এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গের সরকার পোষিত বিভিন্ন হাই স্কুলে। আপনি যদি এখানে চাকরি পান তাহলে আপনি সম্পূর্ণ এসএসসি সমতুল্য মর্যাদা পাবেন । আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য নিচে দেওয়া আছে সেখান থেকে জেনে নিতে পারেন।


পদের নাম:
বিভিন্ন বিষয়ের শিক্ষক ও শিক্ষিকা নিয়োগ।


যেসব বিষয়ে শিক্ষক নিয়োগ হবে:

1.বাংলা(Bengali)

যোগ্যতা :
আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে অবশ্যই আপনাকে Graduate পাস হতে হবে । আপনাকে গ্রাজুয়েশন পাস এর সঙ্গে B.ED ডিগ্রি থাকতে হবে।

2.পিয়র সায়েন্স (Pure Science) 
যোগ্যতা : এখানে আবেদন করতে হলে আপনাকে সাইন্সে Graduate হতে হবে সঙ্গে B.ED ডিগ্রী বাধ্যতামূলক।

3. বায়োলজি ( Biology
যোগ্যতা : এখানে আবেদন করতে হলে আপনাকে সাইন্সে Graduate হতে হবে সঙ্গে B.ED ডিগ্রী বাধ্যতামূলক।

4.ইতিহাস (History) 

যোগ্যতা :
আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে অবশ্যই আপনাকে Graduate পাস হতে হবে । আপনাকে গ্রাজুয়েশন পাস এর সঙ্গে B.ED ডিগ্রি থাকতে হবে।

5.W.END

যোগ্যতা :
এখানে চাকরি করতে হলে আপনাকে অবশ্যই Graduate হতে হবে সঙ্গে W.END  পাস হতে হবে।

6. B.P.END 

যোগ্যতা:
  এখানে চাকরি করতে হলে আপনাকে অবশ্যই Graduate হতে হবে সঙ্গে B.P.END পাস।


বয়স:
আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে আপনার বয়স অবশ্যই 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে।


বেতন : ROPA 2019 অনুযায়ী যে বেতন কাঠামো আছে আপনাকে ঠিক সেরকম বেতন দেওয়া হবে । 


আবেদন পদ্ধতি : 
আপনি যদি এখানে আবেদন করতে চান তাহলে নোটিশ প্রকাশিত হওয়ার 15 দিনের মধ্যে আপনাকে আবেদন করতে হবে।


আবেদন করতে আগ্রহী হলে নিন্মক্ত ঠিকানায় যোগাযোগ করুন:

The Secretary,

Azimganj Don Bosco High School,

Azimganj, P.O- Murshidabad,
West Bengal, 742122


আবেদন পত্রের সঙ্গে জমা করবেন : 
আপনি যদি চাকরি করতে আগ্রহী হন তাহলে আপনার সমস্ত শিক্ষাগতযোগ্যতার নাম্বার সহ আপনার ফটোকপি আপনার আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড জেরক্স করে উপরিক্ত ঠিকানায় জমা করতে হবে।

MORE JOB NEWS: CLICK HERE

চাকরির সম্বন্ধীয় আরো বিস্তারিত খবরা খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন:CLICK HERE

1 thought on “পশ্চিমবঙ্গের স্কুলে শিক্ষক-শিক্ষিকা নিয়োগের বিজ্ঞপ্তি জারি | WB School Teachers Recruitment”

Leave a Comment