পশ্চিমবঙ্গের 23 টি জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট (DM) অফিসে গ্রুপ সি কর্মী নিয়োগ | WB DM OFFICE GROUP-C RECRUITMENT

 

যে সমস্ত চাকরিপ্রার্থী পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং সরকারি চাকরির খোঁজ করছেন তাদের জন্য বিশাল বড় একটি সুখবর। পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় জেলায় বিভিন্ন ধরনের গ্রুপ সি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ইতিমধ্যেই কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট (DM) অফিসের তরফে। এখানে কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই চাকরিপ্রার্থীদের সরাসরি নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের 23 টি জেলার সকল বাসিন্দা এখানে চাকরি করার সুযোগ পাবেন। যে সমস্ত চাকরিপ্রার্থীকে না আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই এই খবরটি বিস্তারিত ভাবে জেনে নেবেন এবং নিচে এই চাকরি সম্বন্ধে অফিশিয়াল নোটিফিকেশন দেওয়া রয়েছে সেটা ডাউনলোড করে ভালো করে পড়বেন।


আবেদন পদ্ধতি:
চাকরিপ্রার্থীদের এখানে বেশ কিছু জেলায় অনলাইনের মাধ্যমে এবং বেশ কিছু জেলায় অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।


অনলাইনে আবেদন পদ্ধতি:
চাকরি প্রার্থীরা প্রত্যেকটি জেলার অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে অফিশিয়াল নোটিফিকেশন এর মধ্যে আবেদন করার লিংক পেয়ে যাবেন অথবা চাকরি প্রার্থীরা তাদের নিজস্ব জেলার অফিশিয়াল ওয়েবসাইট থেকেও অনলাইনে আবেদন করতে পারবেন।


অফলাইনে আবেদন পদ্ধতি:

1. এখানে চাকরি করতে হলে চাকরিপ্রার্থী যে জেলার বাসিন্দা সেই জেলার অফিশিয়াল নোটিফিকেশন থেকে আবেদনপত্রটি ডাউনলোড করতে হবে।

2. অফিশিয়াল নোটিফিকেশন এর মধ্যেই চাকরিপ্রার্থীরা আবেদনপত্রটি পেয়ে যাবেন সেটি ডাউনলোড করে প্রিন্ট আউট করতে হবে।

3. এরপর সেই আবেদনপত্রটি ভালো করে ফিলাপ করে এর সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করতে হবে।

4. আবেদনপত্রের সঙ্গে যে সমস্ত ডকুমেন্টস আপনাদের জমা দিতে হবে সেগুলো নিচে দেওয়া আছে।

5. এরপর চাকরিপ্রার্থীদের আবেদনপত্রটি কে একটি খামে ভরে সেটি সংশ্লিষ্ট চাকরিপ্রার্থীদের নিজস্ব জেলার ডিএম অফিসের তরফ সংশ্লিষ্ট সোশ্যাল ওয়েলফেয়ার সেকশনে (To the District Social Welfare Officer, Social Welfare Section,) রেজিস্টার পোস্ট অথবা স্পিড পোস্ট এর মাধ্যমে জমা দিতে হবে।


আবেদনপত্রের সঙ্গে যে সমস্ত ডকুমেন্টস জমা দেবেন:

1.মাধ্যমিকের এডমিট কার্ড

2.সমস্ত শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট

3.কাস্ট সার্টিফিকেট

4.পরিচয় পত্র হিসেবে আধার কার্ড অথবা ভোটার কার্ড

5.বয়সের প্রমাণপত্র

6.পাসপোর্ট সাইজের ফটোকপি

7. অভিজ্ঞতার সার্টিফিকেট (যদি থাকে)


আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ:
যে সমস্ত চাকরিপ্রার্থী এখানে আবেদন করতে ইচ্ছুক তাদের 31 মে 2022 তারিখের মধ্যে আবেদনপত্রটি জমা করে দিতে হবে।


পদের নাম:
পশ্চিমবঙ্গের জেলার ডিএম অফিসের তরফ এ পশ্চিমবঙ্গের সোশ্যাল ওয়েলফেয়ার সেকশনে গ্রুপ সি পদে কর্মী নিয়োগ করা হবে। যে সমস্ত পদে এখানে কর্মী নিয়োগ করা হবে সেগুলি হল-

1.Central Administrator

2.Case Worker


1.Central Administrator


বয়সসীমা:
যে সমস্ত চাকরিপ্রার্থী এখানে চাকরি করতে ইচ্ছুক তাদের বয়স হতে হবে অবশ্যই 18 থেকে 45 বছরের মধ্যে।


বেতন:
এখানে চাকরি করলে চাকরিপ্রার্থীকে প্রতিমাসে 30,000/- টাকা করে বেতন দেওয়া হবে।


2.Case Worker


বয়সসীমা:
যে সমস্ত চাকরিপ্রার্থী এখানে চাকরি করতে ইচ্ছুক তাদের বয়স হতে হবে অবশ্যই 18 থেকে 35 বছরের মধ্যে।


বেতন:
এখানে চাকরি করলে চাকরিপ্রার্থীকে প্রতিমাসে 15,000/- টাকা করে বেতন দেওয়া হবে।


নিয়োগ পদ্ধতি:
এখানে চাকরি প্রার্থীদের কোনরকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি নিয়োগ করা হবে। এখানে চাকরি প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতার উপর চাকরিপ্রার্থীদের 30 নাম্বার দেওয়া হবে কম্পিউটার চেষ্টার উপর চাকরিপ্রার্থীদের 15 নাম্বার দেওয়া হবে এবং ইন্টারভিউ এর উপর চাকরিপ্রার্থীদের 5 নাম্বার দেওয়া হবে।


আবেদনপত্রটি জমা করার স্থান :
চাকরি প্রার্থীরা অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড করলে তার মধ্যেই নিজের জেলার আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানাটি পেয়ে যাবেন। আবেদনপত্রটি জমা করতে হবে প্রত্যেকটি জেলায় চাকরিপ্রার্থীদের নিজস্ব ডিএম অফিসের তরফ এ- District Social Welfare Officer, Social Welfare Section, চাকরি প্রার্থীর নিজস্ব জেলা।

নিচের প্রতিটি জেলার জন্য আলাদা আলাদাভাবে অফিশিয়াল নোটিফিকেশন গুলো দেওয়া আছে যেগুলো চাকরিপ্রার্থীরা ভালো করে ডাউনলোড করে বিস্তারিত ভাবে জেনে নেবেন।

 DAKSHIN Dinajpur OFFICIAL NOTICE: CLICK HERE
DARJEELING OFFICIALNOTICE:CLICK HERE
MURSHIDABAD OFFICIAL NOTICE:CLIK HERE
BARDHAMAN OFFICIAL NOTICE:CLICK HERE
HOOGHLY OFFICIAL NOTICE: CLICK HERE
PURBA MEDINIPUR OFFICIAL NOTICE: CLICK HERE
HOWRAH OFFICIAL NOTICE: CLICK HERE

Leave a Comment