পশ্চিমবঙ্গের SDO অফিসের কর্মী নিয়োগ | West Bengal SDO office recruitment 2021

By bengalpravakar.com

Updated on:

 


পশ্চিমবঙ্গের SDO অফিসে কর্মী নিয়োগ করা হচ্ছে। আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন তাহলে এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। এখানে প্রথমত চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হবে। তবে আমরা দেখেছি আজ পর্যন্ত যত চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হয়েছে সরকার তাদের স্থায়ী করে দিয়েছে পরবর্তীকালে। এই চাকরীর সম্বন্ধীয় আরও বিস্তারিত তথ্য নিচে দেওয়া হল। নিচে অফিশিয়াল ওয়েবসাইট এর লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে আপনারা সরাসরি অফিসে ওয়েবসাইটটির দেখে নিতে পারবেন। আবেদন করার আগে অবশ্যই অফিশিয়াল নোটিশটি ভালো করে পড়ে তবেই আবেদন করবেন।


পদের নাম:
ডাটা এন্ট্রি অপারেটর


বয়স:
এখানে চাকরি করতে হলে আপনাকে অবশ্যই 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে।


শিক্ষাগত যোগ্যতা:
এখানে চাকরি করতে হলে আপনাকে অবশ্যই গ্রাজুয়েশন পাস থাকতে হবে। সঙ্গে আপনার একটি কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে। যে কোনো কম্পিউটার সেন্টার থেকে কম্পিউটার সার্টিফিকেট বের করে নিলেই হবে।


বেতন:
প্রতি মাসে 13000/- টাকা


আবেদন পদ্ধতি:
এখানে আপনাকে সম্পূর্ণ অফলাইনে এর মাধ্যমে আবেদন করতে হবে। আপনাকে আবেদনপত্রের সঙ্গে কিছু আপনার শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস জেরক্স করে পোস্ট অফিসের মাধ্যমে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে।


আবেদনপত্র পাঠানোর ঠিকানা:
Office of the Sub Divisional Officer, Sadar North, Purba Bardhaman.


আবেদনের শেষ তারিখ: 16 নভেম্বর 2021 পর্যন্ত।

আবেদনপত্রের সঙ্গে যেসব ডকুমেন্ট জমা দেবেন:


  • মাধ্যমিক এডমিট কার্ড,

  • রেসিডেন্সিয়াল সার্টিফিকেট,

  • গ্রাজুয়েশন পাস সার্টিফিকেট অথবা মার্কশিট,

  • কম্পিউটার সার্টিফিকেট এবং

  • আপনার যদি কোন কাজের অভিজ্ঞতা থাকে তাহলে তার সার্টিফিকেট।



নিয়োগ পদ্ধতি:
এখানে আপনাকে কোন রকম লিখিত পরীক্ষা দিতে হবে না শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে এবং কম্পিউটার টেস্টের মাধ্যমে আপনাকে নিয়োগ করা হবে।

OFFICIAL NOTICE: CLICK HERE

DOWNLOAD FORM: CLICK HERE

 JOB NEWS: CLICK HERE


চাকরির সম্বন্ধীয় আরো বিস্তারিত খবরা খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন:CLICK HERE

আরো পড়ুন : রাজ্যের ফুড সাপ্লাই ডিপার্টমেন্ট এ প্রচুর কর্মী নিয়োগ

Leave a Comment