পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য বিশাল বড় একটি সুখবর। দীর্ঘ প্রতীক্ষার পর রাজ্যে বিপুলসংখ্যক শূন্যপদে একসঙ্গে কর্মী নিয়োগ করা হবে। ইতিমধ্যেই কর্মী নিয়োগ করা হবে রাজ্যের কৃষি দপ্তরে। কর্মী নিয়োগ করা হবে রাজ্যের কৃষি প্রযুক্তি সহায়ক পদে। ইতিমধ্যেই রাজ্যে প্রায় 5000 শূন্যপদে এই কর্মী নিয়োগ করা হবে। যে সমস্ত চাকরিপ্রার্থী পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং সরকারি চাকরির খোঁজ করছেন তারা অবশ্যই এই সুখবরটি বিস্তারিত ভাবে জেনে নিতে পারেন। নিচে চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য এই নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতা, বয়স ও অন্যান্য তথ্য দেওয়া হল যে গুলো ভালো করে জেনে নেবেন।
পশ্চিমবঙ্গ কৃষি প্রযুক্তি সহায়ক নিয়োগ 2022:
ইতিমধ্যেই জানা গেছে পশ্চিমবঙ্গে বিভাগীয় ডিরেক্টরের পথ থেকে এই নিয়োগের জন্য এবং অতি দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করার জন্য আবেদন পত্র চাওয়া হয়েছিল নবান্নে তরফ থেকে। এরপর অর্থ দপ্তরের তরফ থেকে অনুমোদন পাওয়ার সঙ্গে সঙ্গেই রাজ্যে এই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই জানানো হয়েছে যতগুলো শূন্য পদ রয়েছে সবগুলো শূন্যপদে যত দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে ততোই কাজের সুবিধা হবে। ইতিমধ্যেই সমস্ত শূন্যপদে কিভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে তার পরিকল্পনা শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যে নবান্নে তরফ থেকে এই নিয়োগ সম্পর্কিত বিস্তারিত তথ্য জানানো হবে এবং যতদূর সম্ভব পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের(WBPSC) মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
যে সমস্ত কাজ করতে হবে: এখানে চাকরি পেলে চাকরিপ্রার্থীদের কৃষি সম্বন্ধীয় বিস্তারিত কাজকর্ম করতে হবে কৃষি দপ্তরে। বিভিন্ন ধরনের কৃষি প্রযুক্তি কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এবং কৃষির উন্নতির লক্ষ্যে এই এখানে কর্মী নিয়োগ করা হবে। এছাড়াও কৃষি সম্বন্ধীয় যে সমস্ত সমস্যা হবে সেগুলো সমাধানের চেষ্টা করা বা সেই সমস্ত সমস্যাগুলো পরবর্তীকালে কৃষি দপ্তরে ও উপরে পৌঁছে দেওয়ার দায়িত্ব থাকবে এদের।
শিক্ষাগত যোগ্যতা: এখানে চাকরি করতে হলে চাকরি প্রার্থীর নূন্যতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে শুধুমাত্র উচ্চমাধ্যমিক পাশ। এছাড়াও যে সমস্ত চাকরিপ্রার্থী এখানে উচ্চশিক্ষিত অর্থাৎ স্নাতক পাস বা অন্যান্য পাস করে আছেন তারাও এখানে চাকরি করার সুযোগ পাবেন। পশ্চিমবঙ্গের বাসিন্দা হলেই এখানে আবেদনের সুযোগ পাবেন চাকরিপ্রার্থীরা।
মোট শূন্যপদ: সমগ্র পশ্চিমবঙ্গের জুড়ে এখানে মোট শূন্যপদ রয়েছে 4759 টি। তবে যতদূর জানা গিয়েছে প্রথম পর্যায়ে 800 থেকে 1000 জন কর্মী নিয়োগ করা হবে এবং পরবর্তীকালে ধাপে ধাপে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
বয়স: যে সমস্ত চাকরিপ্রার্থী এখানে চাকরি করতে ইচ্ছুক তাদের বয়স হতে হবে অবশ্যই 18 থেকে 40 বছরের মধ্যে এ ছাড়াও সংরক্ষিত শ্রেণির চাকরি প্রার্থীরা এখানে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
এখানে আবেদনের সময় যে সমস্ত ডকুমেন্টস রেডি করে রাখবেন:
1. সমস্ত শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস
2. বয়সের প্রমাণপত্র অথবা মাধ্যমিকের এডমিট কার্ড
3. আধার কার্ড অথবা ভোটার কার্ড অথবা প্যান কার্ড
4. কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
5. নিজের ফটো ও সিগনেচার
আবেদন পদ্ধতি: এখানে আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি তবে যতদূর সম্ভব এখানে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের(WBPSC) অফিশিয়াল ওয়েবসাইট থেকে সরাসরি অনলাইনের মাধ্যমেই চাকরিপ্রার্থীদের আবেদন করতে হবে। প্রথমে চাকরিপ্রার্থীদের পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে এবং পরবর্তীকালে আর রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে লগ ইন করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
Source: exambangla.com